ঢাকা , শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বন্ধ হয়ে গেলো সৌরভের সিনেমার কাজ

  • পোস্ট হয়েছে : ০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • 2

বিনোদন ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সৌরভ গাঙ্গুলিকে। এতে ক্ষুব্ধ তার ভক্তরা। এ ঘটনার প্রভাব পড়েছে টলিউডেও। এ নিয়ে মন খারাপের কথা আগেই জানিয়েছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা রুদ্রনীল। এবার সৌরভকে নিয়ে নির্মিতব্য ‘কলকাতা ৯৬’ সিনেমার কাজ বন্ধ হয়ে গেলো।

১৯৯৬ সালে অভিষেক টেস্টে লর্ডসে শতরান, ২০০২ সালে ন্যাটওয়েস্ট ট্রফি জিতে লর্ডসের বারান্দায় জামা খুলে ঘোরানো— সৌরভের সেই সব ‘দাদাগিরি’ এখনো ভোলেননি কেউ। সেই মুহূর্তগুলো ‘কলকাতা ৯৬’ সিনেমায় আনার স্বপ্ন দেখেছিলেন পরিচালক রাহুল অরুণোদয় ব্যানার্জি। এটি প্রযোজনা করছিলেন রানা সরকার।

সিনেমাটির কাজ বন্ধ হওয়ার কথা জানিয়ে প্রযোজক রানা সরকার ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘লর্ডসের মাঠে মহারাজের সেঞ্চুরিকে কেন্দ্র করে শহর কলকাতায় তিন দিন উন্মাদনা ছিল। সেই উন্মাদনার মুহূর্ত ফ্রেমবন্দি করতে চেয়েছিলেন রাহুল। সিনেমার সুবিধার্থে সেই সময়ের বেশ কিছু ফুটেজ আমাদের দেবেন বলেছিলেন মহারাজ। কিন্তু এখন সেটা করতে গেলে নিজেদেরই করতে হবে; যা কার্যত অসম্ভব। সৌরভ থাকলে ওই ফুটেজ পেতে আমাদের সুবিধা হতো। তাই রাহুলকে জানিয়েছি, সিনেমাটি করব না।’

শুধু ফুটেজের কারণে সিনেমাটির কাজ বন্ধ করে দিলেন নাকি অন্য কোনো কারণ রয়েছে- তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। যদিও নেটিজেনদের অনেকের দাবি, রাজনৈতিক কারণে বন্ধ হয়ে গেলো সিনেমাটির কাজ। তবে এসব বিষয়ে কোনো মন্তব্য করেননি প্রযোজক।

অভিনেতা রাহুল ব্যানার্জির পরিচালক হিসেবে এটি প্রথম সিনেমা। এ বিষয়ে কথা বলতে মুঠোফোনে চেষ্টা করেও তাকে পাননি বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে।

বিজনেস আওয়ার/২০ অক্টোবর,২০২২/ এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বন্ধ হয়ে গেলো সৌরভের সিনেমার কাজ

পোস্ট হয়েছে : ০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২

বিনোদন ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সৌরভ গাঙ্গুলিকে। এতে ক্ষুব্ধ তার ভক্তরা। এ ঘটনার প্রভাব পড়েছে টলিউডেও। এ নিয়ে মন খারাপের কথা আগেই জানিয়েছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা রুদ্রনীল। এবার সৌরভকে নিয়ে নির্মিতব্য ‘কলকাতা ৯৬’ সিনেমার কাজ বন্ধ হয়ে গেলো।

১৯৯৬ সালে অভিষেক টেস্টে লর্ডসে শতরান, ২০০২ সালে ন্যাটওয়েস্ট ট্রফি জিতে লর্ডসের বারান্দায় জামা খুলে ঘোরানো— সৌরভের সেই সব ‘দাদাগিরি’ এখনো ভোলেননি কেউ। সেই মুহূর্তগুলো ‘কলকাতা ৯৬’ সিনেমায় আনার স্বপ্ন দেখেছিলেন পরিচালক রাহুল অরুণোদয় ব্যানার্জি। এটি প্রযোজনা করছিলেন রানা সরকার।

সিনেমাটির কাজ বন্ধ হওয়ার কথা জানিয়ে প্রযোজক রানা সরকার ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, ‘লর্ডসের মাঠে মহারাজের সেঞ্চুরিকে কেন্দ্র করে শহর কলকাতায় তিন দিন উন্মাদনা ছিল। সেই উন্মাদনার মুহূর্ত ফ্রেমবন্দি করতে চেয়েছিলেন রাহুল। সিনেমার সুবিধার্থে সেই সময়ের বেশ কিছু ফুটেজ আমাদের দেবেন বলেছিলেন মহারাজ। কিন্তু এখন সেটা করতে গেলে নিজেদেরই করতে হবে; যা কার্যত অসম্ভব। সৌরভ থাকলে ওই ফুটেজ পেতে আমাদের সুবিধা হতো। তাই রাহুলকে জানিয়েছি, সিনেমাটি করব না।’

শুধু ফুটেজের কারণে সিনেমাটির কাজ বন্ধ করে দিলেন নাকি অন্য কোনো কারণ রয়েছে- তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। যদিও নেটিজেনদের অনেকের দাবি, রাজনৈতিক কারণে বন্ধ হয়ে গেলো সিনেমাটির কাজ। তবে এসব বিষয়ে কোনো মন্তব্য করেননি প্রযোজক।

অভিনেতা রাহুল ব্যানার্জির পরিচালক হিসেবে এটি প্রথম সিনেমা। এ বিষয়ে কথা বলতে মুঠোফোনে চেষ্টা করেও তাকে পাননি বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে।

বিজনেস আওয়ার/২০ অক্টোবর,২০২২/ এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: