ঢাকা , রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতীয় সর্বকালের সেরা ১০ সিনেমার নাম ঘোষণা

  • পোস্ট হয়েছে : ০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • 4

বিনোদন ডেস্ক : ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকসের (ফিপরেসকি) ইন্ডিয়া চ্যাপ্টার সর্বকালের সেরা ১০ ভারতীয় সিনেমা নির্বাচন করেছে। ফিপরেসকি ইন্ডিয়ার ৩০ সদস্যের ভোটে নির্বাচিত হয়েছে সিনেমাগুলো।

সেরা ১০ ভারতীয় সিনেমার তালিকায় প্রথম স্থানে সত্যজিৎ রায়ের সিনেমা ‘পথের পাঁচালী’ (১৯৫৫) রয়েছে। তালিকায় দুই নম্বরে রয়েছে ঋত্বিক ঘটকের সিনেমা ‘মেঘে ঢাকা তারা’ (১৯৬০)। মৃণাল সেনের হিন্দি সিনেমা ‘ভূবন সোম’ (১৯৬৯) রয়েছে তিন নম্বরে।

এই তিন বাঙালি পরিচালকের সিনেমার পর তালিকার চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে আদুর গোপালকৃষ্ণণের মালয়ালাম সিনেমা ‘এলিপ্পাথায়াম’ (১৯৮১), গিরীশ কাসারাভাল্লির কন্নড় সিনেমা ‘ঘাটশ্রাদ্ধ’ (১৯৭৭) এবং এমএস সথ্যুর হিন্দি সিনেমা ‘গরম হাওয়া’ (১৯৭৩)।

তবে তালিকার সাত নম্বর নামটি আবার সত্যজিৎ রায়ের। ১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘চারুলতা’ দিয়ে তালিকার সপ্তম স্থানেও আছে তার নাম।

তালিকার অষ্টমে রয়েছে শ্যাম বেনেগালের হিন্দি সিনেমা ‘অঙ্কুর’ (১৯৭৪), নবমে গুরু দত্তের ‘পিয়াসা’ (১৮৫৪) এবং দশমে রমেশ সিপ্পির সিনেমা ‘শোলে’ (১৯৭৫)।

বিজনেস আওয়ার/২২ অক্টোবর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ভারতীয় সর্বকালের সেরা ১০ সিনেমার নাম ঘোষণা

পোস্ট হয়েছে : ০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২

বিনোদন ডেস্ক : ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকসের (ফিপরেসকি) ইন্ডিয়া চ্যাপ্টার সর্বকালের সেরা ১০ ভারতীয় সিনেমা নির্বাচন করেছে। ফিপরেসকি ইন্ডিয়ার ৩০ সদস্যের ভোটে নির্বাচিত হয়েছে সিনেমাগুলো।

সেরা ১০ ভারতীয় সিনেমার তালিকায় প্রথম স্থানে সত্যজিৎ রায়ের সিনেমা ‘পথের পাঁচালী’ (১৯৫৫) রয়েছে। তালিকায় দুই নম্বরে রয়েছে ঋত্বিক ঘটকের সিনেমা ‘মেঘে ঢাকা তারা’ (১৯৬০)। মৃণাল সেনের হিন্দি সিনেমা ‘ভূবন সোম’ (১৯৬৯) রয়েছে তিন নম্বরে।

এই তিন বাঙালি পরিচালকের সিনেমার পর তালিকার চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে আদুর গোপালকৃষ্ণণের মালয়ালাম সিনেমা ‘এলিপ্পাথায়াম’ (১৯৮১), গিরীশ কাসারাভাল্লির কন্নড় সিনেমা ‘ঘাটশ্রাদ্ধ’ (১৯৭৭) এবং এমএস সথ্যুর হিন্দি সিনেমা ‘গরম হাওয়া’ (১৯৭৩)।

তবে তালিকার সাত নম্বর নামটি আবার সত্যজিৎ রায়ের। ১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘চারুলতা’ দিয়ে তালিকার সপ্তম স্থানেও আছে তার নাম।

তালিকার অষ্টমে রয়েছে শ্যাম বেনেগালের হিন্দি সিনেমা ‘অঙ্কুর’ (১৯৭৪), নবমে গুরু দত্তের ‘পিয়াসা’ (১৮৫৪) এবং দশমে রমেশ সিপ্পির সিনেমা ‘শোলে’ (১৯৭৫)।

বিজনেস আওয়ার/২২ অক্টোবর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: