ঢাকা , শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

  • পোস্ট হয়েছে : ১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • 15

বিজনেস আওয়ার প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মো. আফসার আহমেদ (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রাত ৯টার দিকে স্টেট প্রদেশের ব্লুমফন্টেইন সংলগ্ন বোসাবেলোয় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসীরা তাকে গুলি করে।

নিহত মো. আফসার আহমেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাট এলাকার মৌলভী বাড়ির মো. জয়নাল আবেদিনের ছেলে।

চরপার্বতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী মো. হানিফ আনসারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আফসার আহমেদ ১৫ বছর আগে জীবিকার সন্ধানে বিদেশে গিয়েছিলেন, এর মধ্যে তিনি আর দেশে আসেননি। তবে ২-৩ মাস পরে তার বাড়িতে আসার কথা ছিল। সে শপিংসহ নানা কাজ সেরে রেখেছে। কিন্তু সন্ত্রাসীরা এভাবে একটা তাজা প্রাণ হত্যা করেছে। তার মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, ২০০৭ সালে ভাগ্য পরিবর্তনের আশায় দক্ষিণ আফ্রিকায় যান আফসার আহমেদ। তিনি সেখানে বিয়ে করে সংসার পাতেন। তাদের ঘরে দুই সন্তান রয়েছে। দীর্ঘদিন পর এ বছরের শেষের দিকে পরিবারসহ বাংলাদেশে আসার কথা ছিল আফসারের। এখন তার মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।

দক্ষিণ আফ্রিকা প্রবাসী মো. মামুন বলেন, বাংলাদেশ সময় রাত ৯টার দিকে বন্দুকধারী একদল কৃষ্ণাঙ্গ আফসারের ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করে। একপর্যায়ে সন্ত্রাসীরা আফসারকে গুলি করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

বিজনেস আওয়ার/২৩ অক্টোবর,২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

পোস্ট হয়েছে : ১১:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মো. আফসার আহমেদ (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রাত ৯টার দিকে স্টেট প্রদেশের ব্লুমফন্টেইন সংলগ্ন বোসাবেলোয় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসীরা তাকে গুলি করে।

নিহত মো. আফসার আহমেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ঘাট এলাকার মৌলভী বাড়ির মো. জয়নাল আবেদিনের ছেলে।

চরপার্বতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী মো. হানিফ আনসারী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আফসার আহমেদ ১৫ বছর আগে জীবিকার সন্ধানে বিদেশে গিয়েছিলেন, এর মধ্যে তিনি আর দেশে আসেননি। তবে ২-৩ মাস পরে তার বাড়িতে আসার কথা ছিল। সে শপিংসহ নানা কাজ সেরে রেখেছে। কিন্তু সন্ত্রাসীরা এভাবে একটা তাজা প্রাণ হত্যা করেছে। তার মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, ২০০৭ সালে ভাগ্য পরিবর্তনের আশায় দক্ষিণ আফ্রিকায় যান আফসার আহমেদ। তিনি সেখানে বিয়ে করে সংসার পাতেন। তাদের ঘরে দুই সন্তান রয়েছে। দীর্ঘদিন পর এ বছরের শেষের দিকে পরিবারসহ বাংলাদেশে আসার কথা ছিল আফসারের। এখন তার মরদেহ দেশে আনার চেষ্টা চলছে।

দক্ষিণ আফ্রিকা প্রবাসী মো. মামুন বলেন, বাংলাদেশ সময় রাত ৯টার দিকে বন্দুকধারী একদল কৃষ্ণাঙ্গ আফসারের ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করে। একপর্যায়ে সন্ত্রাসীরা আফসারকে গুলি করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

বিজনেস আওয়ার/২৩ অক্টোবর,২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: