ঢাকা , শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ, ফেরি চলাচল সীমিত

  • পোস্ট হয়েছে : ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
  • 15

বিজনেস আওয়ার প্রতিবেদক: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন জানান, নদী উত্তাল থাকায় এ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে এখনও এ রুটে সীমিত আকারে ফেরি চলাচল করছে। পরিবেশ স্বাভাবিক হলে কর্তৃপক্ষের নির্দেশনায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।

অপরদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজবাড়ীতেও বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণে রাজবাড়ী জেলা শহরসহ অন্যান্য উপজেলা শহরেও রাস্তাঘাট বাজার জনমানবশুন্য হয়ে পরেছে। মাঠে আধাপাকা ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।নষ্ট হয়ে গেছে শীতের উঠতি সবজির ক্ষেত।

ঘূর্ণিঝড় সিত্রাং ক্রমান্বয়ে শক্তি সঞ্চয় করছে। একই সঙ্গে এগিয়ে আসছে উপকূলের দিকে। তাই মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে দেওয়া হয়েছে সাত নম্বর বিপদ সংকেত। আর চট্টগ্রাম ও কক্সবাজারে ছয় নম্বর বিপদ সংকেত।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন- পূর্ব-মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্যবঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব-মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্যবঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি সোমবার (২৪ অক্টোবর) সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৯০ কি.মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৩৫ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৫২৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৯৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত ও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আগামীকাল ভোররাতে খেপুপাড়ার নিকট দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে।

বিজনেস আওয়ার/২৪ অক্টোবর, ২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল বন্ধ, ফেরি চলাচল সীমিত

পোস্ট হয়েছে : ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন জানান, নদী উত্তাল থাকায় এ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে এখনও এ রুটে সীমিত আকারে ফেরি চলাচল করছে। পরিবেশ স্বাভাবিক হলে কর্তৃপক্ষের নির্দেশনায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।

অপরদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজবাড়ীতেও বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণে রাজবাড়ী জেলা শহরসহ অন্যান্য উপজেলা শহরেও রাস্তাঘাট বাজার জনমানবশুন্য হয়ে পরেছে। মাঠে আধাপাকা ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।নষ্ট হয়ে গেছে শীতের উঠতি সবজির ক্ষেত।

ঘূর্ণিঝড় সিত্রাং ক্রমান্বয়ে শক্তি সঞ্চয় করছে। একই সঙ্গে এগিয়ে আসছে উপকূলের দিকে। তাই মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে দেওয়া হয়েছে সাত নম্বর বিপদ সংকেত। আর চট্টগ্রাম ও কক্সবাজারে ছয় নম্বর বিপদ সংকেত।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন- পূর্ব-মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্যবঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব-মধ্যবঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্যবঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি সোমবার (২৪ অক্টোবর) সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫৯০ কি.মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫৩৫ কি.মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৫২৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৯৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত ও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আগামীকাল ভোররাতে খেপুপাড়ার নিকট দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে।

বিজনেস আওয়ার/২৪ অক্টোবর, ২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: