ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

প্রবাস ফেরত যুবককে বিস্কুট খাইয়ে অচেতন, অভিযুক্ত গ্রেফতার

  • পোস্ট হয়েছে : ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
  • 15

বিজনেস আওয়ার ডেস্ক: রাজধানীতে চলন্ত বাসের মধ্যে বিদেশফেরত এক যুবককে বিস্কুট খাইয়ে অচেতন করার অভিযোগে মাসুদুল হক নামে এক ব্যাক্তিকে আটক করে পুলিশে দিয়েছে বাসের যাত্রীরা।

ভুক্তভোগী যুবকের নাম রাসেল মিয়া (২৬). তার গ্রামের বাড়ি সুমানগঞ্জের দিরাই উপজেলার টংগরে। তার বাবার নাম আবদুল ছুরত।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে গুলিস্তান পীর ইয়ামেনী মার্কেটের সামনের রাস্তা থেকে ওই যুবককে উদ্ধার করা হয়। সেখান থেকেই আটক করা হয় অভিযুক্ত ব্যক্তিকেও। অভিযুক্ত ব্যক্তি নিজের নাম মাসুদুল হক আপেল (৪৬) বলে দাবি করেন, তিনি অজ্ঞানপার্টির সদস্য বলে জানা যায়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সেলিম জানান, রাসেল আবুধাবি থেকে মঙ্গলবার ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। সেখানে পরিচয় হয় অভিযুক্ত ওই ব্যক্তির সঙ্গে। এরপর তারা দুজনেই দিশারী পরিবহন নামে একটি বাসে করে গুলিস্তানের দিকে আসছিলেন। বাসের মধ্যে ওই ব্যক্তি যুবককে বিস্কুট খেতে দেন এবং নিজেও খান। এরপরই অচেতন হয়ে পড়ে রাসেল। পরে বাসের অন্য যাত্রীরা টের পেয়ে ওই ব্যক্তিকে ধরে ফেলে। এরপর গুলিস্তানে বাস থেকে নামিয়ে পরে পুলিশের খবর দেয় তারা। তখন সেখান থেকে ভুক্তভোগী ও অভিযুক্ত দুজনকেই উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, রাসেল মিয়াকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে স্টোমাক ওয়াশ করানোর পর মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়েছে।

পুলিশের হাতে আটক হওয়া ওই ব্যক্তি মাসুদুল হক জানান, তার বাড়ি জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলায়। থাকেন খিলক্ষেত উত্তরপাড়ায়। তিনি ওই যুবককে নেশাজাতীয় দ্রব্য মেশানো বিস্কুট খাওয়ানোর কথা স্বীকার করে জানান, বিমানবন্দর এলাকায় বাসে ওঠার আগেই রাস্তাতে একই জেলায় বাড়ি বলে পরিচয় হয় ওই যুবকের সঙ্গে। এরপর বাসে উঠে পাশাপাশি সিটে বসেন। তখন তার সঙ্গে থাকা বিস্কুট ওই যুবককেও খেতে দেন।

বিজনেস আওয়ার/২৫ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

প্রবাস ফেরত যুবককে বিস্কুট খাইয়ে অচেতন, অভিযুক্ত গ্রেফতার

পোস্ট হয়েছে : ০২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার ডেস্ক: রাজধানীতে চলন্ত বাসের মধ্যে বিদেশফেরত এক যুবককে বিস্কুট খাইয়ে অচেতন করার অভিযোগে মাসুদুল হক নামে এক ব্যাক্তিকে আটক করে পুলিশে দিয়েছে বাসের যাত্রীরা।

ভুক্তভোগী যুবকের নাম রাসেল মিয়া (২৬). তার গ্রামের বাড়ি সুমানগঞ্জের দিরাই উপজেলার টংগরে। তার বাবার নাম আবদুল ছুরত।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে গুলিস্তান পীর ইয়ামেনী মার্কেটের সামনের রাস্তা থেকে ওই যুবককে উদ্ধার করা হয়। সেখান থেকেই আটক করা হয় অভিযুক্ত ব্যক্তিকেও। অভিযুক্ত ব্যক্তি নিজের নাম মাসুদুল হক আপেল (৪৬) বলে দাবি করেন, তিনি অজ্ঞানপার্টির সদস্য বলে জানা যায়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সেলিম জানান, রাসেল আবুধাবি থেকে মঙ্গলবার ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। সেখানে পরিচয় হয় অভিযুক্ত ওই ব্যক্তির সঙ্গে। এরপর তারা দুজনেই দিশারী পরিবহন নামে একটি বাসে করে গুলিস্তানের দিকে আসছিলেন। বাসের মধ্যে ওই ব্যক্তি যুবককে বিস্কুট খেতে দেন এবং নিজেও খান। এরপরই অচেতন হয়ে পড়ে রাসেল। পরে বাসের অন্য যাত্রীরা টের পেয়ে ওই ব্যক্তিকে ধরে ফেলে। এরপর গুলিস্তানে বাস থেকে নামিয়ে পরে পুলিশের খবর দেয় তারা। তখন সেখান থেকে ভুক্তভোগী ও অভিযুক্ত দুজনকেই উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, রাসেল মিয়াকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে স্টোমাক ওয়াশ করানোর পর মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়েছে।

পুলিশের হাতে আটক হওয়া ওই ব্যক্তি মাসুদুল হক জানান, তার বাড়ি জামালপুর দেওয়ানগঞ্জ উপজেলায়। থাকেন খিলক্ষেত উত্তরপাড়ায়। তিনি ওই যুবককে নেশাজাতীয় দ্রব্য মেশানো বিস্কুট খাওয়ানোর কথা স্বীকার করে জানান, বিমানবন্দর এলাকায় বাসে ওঠার আগেই রাস্তাতে একই জেলায় বাড়ি বলে পরিচয় হয় ওই যুবকের সঙ্গে। এরপর বাসে উঠে পাশাপাশি সিটে বসেন। তখন তার সঙ্গে থাকা বিস্কুট ওই যুবককেও খেতে দেন।

বিজনেস আওয়ার/২৫ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: