ঢাকা , শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দুই বাসের ওপর ভেঙে পড়লো বিশালাকৃতির বিলবোর্ড

  • পোস্ট হয়েছে : ০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
  • 13

বিজনেস আওয়ার প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে দুই বাসের ওপরে একটি বিশালাকৃতির বিলবোর্ড ভেঙে পড়েছে। তবে ওই সময় বাস দুটিতে বেশি যাত্রী না থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

সোমবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বিশালাকৃতির বিলবোর্ডটি বাস দুটি ওপর আছড়ে পড়ে।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিম উদ্দীন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণের জন্য আমরা ইতোমধ্যেই রোড অ্যান্ড হাইওয়েকে নির্দেশনা দিয়েছি। তারা, বিলবোর্ড সরাতে কয়েকদিন আগে মাইকিং করেছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড না সরানো হলে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক(এসআই) সোহানুর রহমান বলেন, প্রচণ্ড ঝড়ো বাতাসে বড় একটি বিলবোর্ড দুই বাসের ওপর ভেঙে পড়ে। এতে বাস দুটির ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিজনেস আওয়ার/২৫ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দুই বাসের ওপর ভেঙে পড়লো বিশালাকৃতির বিলবোর্ড

পোস্ট হয়েছে : ০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে দুই বাসের ওপরে একটি বিশালাকৃতির বিলবোর্ড ভেঙে পড়েছে। তবে ওই সময় বাস দুটিতে বেশি যাত্রী না থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

সোমবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বিশালাকৃতির বিলবোর্ডটি বাস দুটি ওপর আছড়ে পড়ে।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিম উদ্দীন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণের জন্য আমরা ইতোমধ্যেই রোড অ্যান্ড হাইওয়েকে নির্দেশনা দিয়েছি। তারা, বিলবোর্ড সরাতে কয়েকদিন আগে মাইকিং করেছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ বিলবোর্ড না সরানো হলে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক(এসআই) সোহানুর রহমান বলেন, প্রচণ্ড ঝড়ো বাতাসে বড় একটি বিলবোর্ড দুই বাসের ওপর ভেঙে পড়ে। এতে বাস দুটির ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিজনেস আওয়ার/২৫ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: