ঢাকা , শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

জুয়ার টাকা সংগ্রহ করতে বাবার কাছে অপহরণের ‘নাটক’

  • পোস্ট হয়েছে : ০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • 16

বিজনেস আওয়ার প্রতিবেদক: অপহরণের নাটক সাজিয়ে ফেঁসে গেলেন এক কলেজছাত্র। অনলাইনে জুয়া খেলার জন্য অর্থ সংগ্রহ করতে অপহরণের নাটক সাজিয়ে বাবার কাছে মুক্তিপণ দাবি করেন তাফহীমুল আলম নিশান (২২) নামে এক তরুণ।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার মজমপুর এলাকা থেকে মুক্তিপণের টাকা গ্রহণ করার সময় হাতেনাতে নিশানকে আটক করে র‍্যাব।

নিশান মাগুরার শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। মাগুরা কলেজে অনার্স তৃতীয় বর্ষে পড়েছেন তিনি। চাকরি সূত্রে যশোরে থাকেন তার বাবা। লেখাপড়ার পাশাপাশি নিশান যশোর শহরে মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করেন।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট এম নাজিউর রহমান জানান, গত রোববার (২৩ অক্টোবর) রাতে যশোর শহরের পালবাড়ি এলাকা থেকে তাফহীমুল আলম নিশান নামে এক তরুণ নিখোঁজ হন৷ পরবর্তীকালে নিখোঁজ নিশানের ব্যবহৃত মোবাইলফোন থেকে তার বাবাকে জানানো হয় যে, তার ছেলেকে অপহরণ করা হয়েছে এবং মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করা হয়৷ মুক্তিপণের টাকা দিতে ব্যর্থ হলে নিশানকে প্রাণে মেরে ফেলার ও হুমকি দেওয়া হয়৷

র‌্যাবের এই কর্মকর্তা জানান, অপহরণের কথা শোনার পরেই প্রথমে ফোন আসা ব্যক্তির একটি বিকাশ নম্বরে কিছু টাকাও পাঠান জাহাঙ্গীর আলম। এরপর বাকি টাকা সংগ্রহ না করতে পেরে ছেলে নিখোঁজের ঘটনায় জাহাঙ্গীর আলম যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তিনি জানান, পরে জিডির কপিটি র‌্যাবকে দিয়ে নিশানকে উদ্ধারে সহায়তা চাওয়া হয়। একপর্যায়ে নিখোঁজের বাবার কাছে পাঠানো নগদ এজেন্টের ফোন নম্বরের সূত্র ধরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে নিশানকে তাকে হাতেনাতে আটক করেন র‌্যাব সদস্যরা৷

লেফটেন্যান্ট নাজিউর বলেন, আটকের পর নিশান জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, অনলাইনে জুয়া খেলার টাকা জোগাড়ের উদ্দেশ্যে তিনি অপহরণের নাটক সাজান এবং বাবার কাছ থেকে টাকা আদায় করেন। পরে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজনেস আওয়ার/২৬ অক্টোবর, ২০২২/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জুয়ার টাকা সংগ্রহ করতে বাবার কাছে অপহরণের ‘নাটক’

পোস্ট হয়েছে : ০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: অপহরণের নাটক সাজিয়ে ফেঁসে গেলেন এক কলেজছাত্র। অনলাইনে জুয়া খেলার জন্য অর্থ সংগ্রহ করতে অপহরণের নাটক সাজিয়ে বাবার কাছে মুক্তিপণ দাবি করেন তাফহীমুল আলম নিশান (২২) নামে এক তরুণ।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার মজমপুর এলাকা থেকে মুক্তিপণের টাকা গ্রহণ করার সময় হাতেনাতে নিশানকে আটক করে র‍্যাব।

নিশান মাগুরার শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। মাগুরা কলেজে অনার্স তৃতীয় বর্ষে পড়েছেন তিনি। চাকরি সূত্রে যশোরে থাকেন তার বাবা। লেখাপড়ার পাশাপাশি নিশান যশোর শহরে মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করেন।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট এম নাজিউর রহমান জানান, গত রোববার (২৩ অক্টোবর) রাতে যশোর শহরের পালবাড়ি এলাকা থেকে তাফহীমুল আলম নিশান নামে এক তরুণ নিখোঁজ হন৷ পরবর্তীকালে নিখোঁজ নিশানের ব্যবহৃত মোবাইলফোন থেকে তার বাবাকে জানানো হয় যে, তার ছেলেকে অপহরণ করা হয়েছে এবং মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করা হয়৷ মুক্তিপণের টাকা দিতে ব্যর্থ হলে নিশানকে প্রাণে মেরে ফেলার ও হুমকি দেওয়া হয়৷

র‌্যাবের এই কর্মকর্তা জানান, অপহরণের কথা শোনার পরেই প্রথমে ফোন আসা ব্যক্তির একটি বিকাশ নম্বরে কিছু টাকাও পাঠান জাহাঙ্গীর আলম। এরপর বাকি টাকা সংগ্রহ না করতে পেরে ছেলে নিখোঁজের ঘটনায় জাহাঙ্গীর আলম যশোর কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তিনি জানান, পরে জিডির কপিটি র‌্যাবকে দিয়ে নিশানকে উদ্ধারে সহায়তা চাওয়া হয়। একপর্যায়ে নিখোঁজের বাবার কাছে পাঠানো নগদ এজেন্টের ফোন নম্বরের সূত্র ধরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর এলাকা থেকে নিশানকে তাকে হাতেনাতে আটক করেন র‌্যাব সদস্যরা৷

লেফটেন্যান্ট নাজিউর বলেন, আটকের পর নিশান জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, অনলাইনে জুয়া খেলার টাকা জোগাড়ের উদ্দেশ্যে তিনি অপহরণের নাটক সাজান এবং বাবার কাছ থেকে টাকা আদায় করেন। পরে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজনেস আওয়ার/২৬ অক্টোবর, ২০২২/পিএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: