ঢাকা , শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে দুইজন নিহত

  • পোস্ট হয়েছে : ১০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • 15

বিজনেস আওয়ার প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ার ১৭ নম্বর ইরানী রোহিঙ্গা ক্যাম্পে দুইজনকে গুলি করে হত‌্যা করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ অক্টোবর) দিবারাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আয়াত উল্লাহ (৪০) ও ইয়াছিন (৩০)। আয়াত উল্লাহ ১৭ নম্বর ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা কেফায়েত উল্লাহর ছেলে। ইয়াছিনের বাবার নাম মো. কাসিম।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিইআজি সৈয়দ হারুনুর রশিদ।

হারুনুর রশিদ জানান, বুধবার মধ্যরাতে কিছু অস্ত্রধারী ইরানী পাহাড় ক্যাম্পে গুলি চালায়। এসময় তাদের গুলিতে আয়াত উল্লাহ ও ইয়াছিন গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলে ইয়াছিন মারা যান এবং আয়াত উল্লাহকে ক্যাম্পের এমএসএফ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

বিজনেস আওয়ার/২৭ অক্টোবর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে দুইজন নিহত

পোস্ট হয়েছে : ১০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ার ১৭ নম্বর ইরানী রোহিঙ্গা ক্যাম্পে দুইজনকে গুলি করে হত‌্যা করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ অক্টোবর) দিবারাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আয়াত উল্লাহ (৪০) ও ইয়াছিন (৩০)। আয়াত উল্লাহ ১৭ নম্বর ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা কেফায়েত উল্লাহর ছেলে। ইয়াছিনের বাবার নাম মো. কাসিম।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিইআজি সৈয়দ হারুনুর রশিদ।

হারুনুর রশিদ জানান, বুধবার মধ্যরাতে কিছু অস্ত্রধারী ইরানী পাহাড় ক্যাম্পে গুলি চালায়। এসময় তাদের গুলিতে আয়াত উল্লাহ ও ইয়াছিন গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলে ইয়াছিন মারা যান এবং আয়াত উল্লাহকে ক্যাম্পের এমএসএফ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

বিজনেস আওয়ার/২৭ অক্টোবর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: