ঢাকা , রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হচ্ছে সোহেল রানাকে

  • পোস্ট হয়েছে : ০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
  • 7

বিনোদন ডেস্ক: কিংবদন্তি নায়ক, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা বিভিন্ন সময়ে নানা শারীরিক জটিলতায় হাসাপাতালে চিকিৎসাধীন থাকেন। এবার নতুন করে জটিলতা দেখা দিয়েছে তার চোখে।

গত ২৫ অক্টোবর ঢাকার একটি হাসপাতালে চোখের সার্জারি হয় এ অভিনেতার। সার্জারির পর উল্টো অসুস্থ হয়ে পড়েন তিনি। দেখা দিয়েছে নানান জটিলতা। আর সে কারণেই তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হচ্ছে।

খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন সোহেল রানার ছেলে নির্মাতা-অভিনেতা মাশরুর পারভেজ।

মাশরুর পারভেজ বলেন, ‘বাবার ক্যাটারাক্ট সার্জারি হয়েছে। এর আগেও বাবার ডান চোখে একই সার্জারি হয় মাউন্ট এলিজাবেথে। তারই রুটিন সার্জারি হিসেবে এবার সেটি ঢাকায় করানো হয়।

তবে ঢাকায় সার্জারি সাকসেসফুল ছিল না; বরং পরবর্তী সময়ে নানান জটিলতা দেখা দিয়েছে। তাই ৩০ অক্টোবর বাবা এবং মাকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে যাচ্ছি।’

বাবা সোহেল রানার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন মাশরুর। এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন কিংবদন্তি এ অভিনেতা।

প্রসঙ্গত, স্বাধীনতাযুদ্ধের পর বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের সিনেমা ‘ওরা ১১ জন’-এর প্রযোজক হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন সোহেল রানা। সিনেমাটি পরিচালনা করেন বরেণ্য প্রয়াত নির্মাতা চাষি নজরুল ইসলাম। ১৯৭৩ সালে সোহেল রানা নাম ধারণ করে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত চরিত্র মাসুদ রানার মাধ্যমে তিনি নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন।

এই ছবির মাধ্যমে তিনি পরিচালক হিসেবেও জায়গা করে নেন ঢালিউডে। অসংখ্য কালজয়ী সিনেমার অভিনেতা সোহেল রানা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান তিনি।

বিজনেস আওয়ার/২৮ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেয়া হচ্ছে সোহেল রানাকে

পোস্ট হয়েছে : ০৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২

বিনোদন ডেস্ক: কিংবদন্তি নায়ক, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা বিভিন্ন সময়ে নানা শারীরিক জটিলতায় হাসাপাতালে চিকিৎসাধীন থাকেন। এবার নতুন করে জটিলতা দেখা দিয়েছে তার চোখে।

গত ২৫ অক্টোবর ঢাকার একটি হাসপাতালে চোখের সার্জারি হয় এ অভিনেতার। সার্জারির পর উল্টো অসুস্থ হয়ে পড়েন তিনি। দেখা দিয়েছে নানান জটিলতা। আর সে কারণেই তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হচ্ছে।

খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন সোহেল রানার ছেলে নির্মাতা-অভিনেতা মাশরুর পারভেজ।

মাশরুর পারভেজ বলেন, ‘বাবার ক্যাটারাক্ট সার্জারি হয়েছে। এর আগেও বাবার ডান চোখে একই সার্জারি হয় মাউন্ট এলিজাবেথে। তারই রুটিন সার্জারি হিসেবে এবার সেটি ঢাকায় করানো হয়।

তবে ঢাকায় সার্জারি সাকসেসফুল ছিল না; বরং পরবর্তী সময়ে নানান জটিলতা দেখা দিয়েছে। তাই ৩০ অক্টোবর বাবা এবং মাকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে যাচ্ছি।’

বাবা সোহেল রানার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন মাশরুর। এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন কিংবদন্তি এ অভিনেতা।

প্রসঙ্গত, স্বাধীনতাযুদ্ধের পর বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের সিনেমা ‘ওরা ১১ জন’-এর প্রযোজক হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন সোহেল রানা। সিনেমাটি পরিচালনা করেন বরেণ্য প্রয়াত নির্মাতা চাষি নজরুল ইসলাম। ১৯৭৩ সালে সোহেল রানা নাম ধারণ করে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত চরিত্র মাসুদ রানার মাধ্যমে তিনি নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন।

এই ছবির মাধ্যমে তিনি পরিচালক হিসেবেও জায়গা করে নেন ঢালিউডে। অসংখ্য কালজয়ী সিনেমার অভিনেতা সোহেল রানা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পান তিনি।

বিজনেস আওয়ার/২৮ অক্টোবর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: