ঢাকা , বুধবার, ২২ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের হার

  • পোস্ট হয়েছে : ০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • 8

স্পোর্টস ডেস্ক : সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

রবিবার (৩০ অক্টোবর) পার্থে তারা ভারতকে প্রথমে ১৩৩ রানে আটকে রাখে। এরপর এইডেন মার্করাম ও ডেভিড মিলারের ব্যাটে ভর করে ১৯.৪ ওভারে জয় তুলে নেয়।

মার্করাম ৪১ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫২ রানে আউট হলেও মিলার ৪৬ বলে ৩টি চার ও ৩ ছক্কায় অপরাজিত ৫৬ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এই দুইজনের বাইরে টেম্বা বাভুমা করেন ১০ রান। এই জয়ে ৩ ম্যাচ থেকে ৫ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ-২ এর পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে প্রোটিয়ারা। ৩ ম্যাচ থেকে ভারত ও বাংলাদেশের সংগ্রহ সমান ৪ পয়েন্ট করে। ভারত দ্বিতীয় ও বাংলাদেশ আছে তৃতীয় স্থানে।

রান তাড়া করতে নেমে ভারতের মতো দক্ষিণ আফ্রিকাও বিপাকে পড়ে। ৩ রানের মাথায় পর পর বিদায় নেন কুইন্টন ডি কক (১) ও রাইলি রুশো (০)। ২৪ রানের মাথায় ফেরেন অধিনায়ক টেম্বা বাভুমাও। ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান দাঁড়ায় ৩ উইকেটে ৪০! সেখান থেকে পরবর্তী ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৭ রান তুলে জয় নিশ্চিত করে। সেটা সম্ভব হয় মার্করাম ও মিলারের কারণে।

চতুর্থ উইকেটে তারা দুজন ৭৬ রানের জুটি গড়ে দলীয় সংগ্রহকে ১০০ তে নিয়ে যান। হাফসেঞ্চুরি করেন মার্করাম। কিন্তু ব্যক্তিগত ৫২ রানেই তিনি ফেরেন সাজঘরে। ১২২ রানের মাথায় ট্রিসটান স্টুবস ৬ রান করে ফেরেন। তবে মিলার ও পার্নেল দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

বল হাতে ভারতের অর্শ্বদীপ সিং ৪ ওভারে ২৫ রান দিয়ে ২টি উইকেট নেন। আর ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিদি।

তার আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। ৪৯ রানেই হারিয়ে বসে ৫ উইকেট। দলীয় ২৩ রানেই সাজঘরে ফেরেন রোহিত শর্মা। ১৪ বলে ১ চার ও ১ ছক্কায় ১৫ রান করেন তিনি। ২৬ রানেই বিদায় নেন লোকেশ রাহুল। তিনি করে যান ৯ রান। আগের দুই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা বিরাট কোহলি আজ অবশ্য সুবিধা করতে পারেননি। ৪১ রানের মাথায় আউট হয়েছেন ১২ রান করে।

এরপর ৪২ রানে দীপক হুদা (০), ৫৯ রানে হার্দিক পান্ডিয়া (২) বিদায় নেন। সেখান থেকে দিনেশ কার্তিককে নিয়ে ৫২ রানের জুটি গড়েন সূর্যকুমার। মাত্র ৩০ বলে ৩টি চার ও সমান সংখ্যক ছক্কায় হাফসেঞ্চুরি পূর্ণ করেন। ১০১ রানের মাথায় কার্তিক বিদায় নেন ১৫ বলে ৬ রান করে।

সঙ্গী হারালেও সূর্যকুমার ছিলেন স্বমহিমায় ১২৪ রানে রবীচন্দ্রন অশ্বিন ফেরার পর ১২৭ রানে আউট হন তিনি। তবে যাওয়ার আগে ৪০ বলে ৬টি চার ও ৩ ছক্কায় ৬৮ রানের ইনিংস খেলে যান। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ভারত ১৩৩ রানের সংগ্রহ পায়।

বল হাতে দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিদি ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪টি উইকেট নেন। ওয়েন পার্নেল ৪ ওভারে ১ মেডেনসহ ১৫ রান দিয়ে নেন ৩টি উইকেট।

সুপার টুয়েলভের শেষ দুই ম্যাচে ভারত খেলবে যথাক্রমে বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা খেলবে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে।

বিজনেস আওয়ার/৩০ অক্টোবর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের হার

পোস্ট হয়েছে : ০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২

স্পোর্টস ডেস্ক : সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

রবিবার (৩০ অক্টোবর) পার্থে তারা ভারতকে প্রথমে ১৩৩ রানে আটকে রাখে। এরপর এইডেন মার্করাম ও ডেভিড মিলারের ব্যাটে ভর করে ১৯.৪ ওভারে জয় তুলে নেয়।

মার্করাম ৪১ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫২ রানে আউট হলেও মিলার ৪৬ বলে ৩টি চার ও ৩ ছক্কায় অপরাজিত ৫৬ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এই দুইজনের বাইরে টেম্বা বাভুমা করেন ১০ রান। এই জয়ে ৩ ম্যাচ থেকে ৫ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ-২ এর পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে প্রোটিয়ারা। ৩ ম্যাচ থেকে ভারত ও বাংলাদেশের সংগ্রহ সমান ৪ পয়েন্ট করে। ভারত দ্বিতীয় ও বাংলাদেশ আছে তৃতীয় স্থানে।

রান তাড়া করতে নেমে ভারতের মতো দক্ষিণ আফ্রিকাও বিপাকে পড়ে। ৩ রানের মাথায় পর পর বিদায় নেন কুইন্টন ডি কক (১) ও রাইলি রুশো (০)। ২৪ রানের মাথায় ফেরেন অধিনায়ক টেম্বা বাভুমাও। ১০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার রান দাঁড়ায় ৩ উইকেটে ৪০! সেখান থেকে পরবর্তী ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৭ রান তুলে জয় নিশ্চিত করে। সেটা সম্ভব হয় মার্করাম ও মিলারের কারণে।

চতুর্থ উইকেটে তারা দুজন ৭৬ রানের জুটি গড়ে দলীয় সংগ্রহকে ১০০ তে নিয়ে যান। হাফসেঞ্চুরি করেন মার্করাম। কিন্তু ব্যক্তিগত ৫২ রানেই তিনি ফেরেন সাজঘরে। ১২২ রানের মাথায় ট্রিসটান স্টুবস ৬ রান করে ফেরেন। তবে মিলার ও পার্নেল দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

বল হাতে ভারতের অর্শ্বদীপ সিং ৪ ওভারে ২৫ রান দিয়ে ২টি উইকেট নেন। আর ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিদি।

তার আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। ৪৯ রানেই হারিয়ে বসে ৫ উইকেট। দলীয় ২৩ রানেই সাজঘরে ফেরেন রোহিত শর্মা। ১৪ বলে ১ চার ও ১ ছক্কায় ১৫ রান করেন তিনি। ২৬ রানেই বিদায় নেন লোকেশ রাহুল। তিনি করে যান ৯ রান। আগের দুই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা বিরাট কোহলি আজ অবশ্য সুবিধা করতে পারেননি। ৪১ রানের মাথায় আউট হয়েছেন ১২ রান করে।

এরপর ৪২ রানে দীপক হুদা (০), ৫৯ রানে হার্দিক পান্ডিয়া (২) বিদায় নেন। সেখান থেকে দিনেশ কার্তিককে নিয়ে ৫২ রানের জুটি গড়েন সূর্যকুমার। মাত্র ৩০ বলে ৩টি চার ও সমান সংখ্যক ছক্কায় হাফসেঞ্চুরি পূর্ণ করেন। ১০১ রানের মাথায় কার্তিক বিদায় নেন ১৫ বলে ৬ রান করে।

সঙ্গী হারালেও সূর্যকুমার ছিলেন স্বমহিমায় ১২৪ রানে রবীচন্দ্রন অশ্বিন ফেরার পর ১২৭ রানে আউট হন তিনি। তবে যাওয়ার আগে ৪০ বলে ৬টি চার ও ৩ ছক্কায় ৬৮ রানের ইনিংস খেলে যান। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ভারত ১৩৩ রানের সংগ্রহ পায়।

বল হাতে দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিদি ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪টি উইকেট নেন। ওয়েন পার্নেল ৪ ওভারে ১ মেডেনসহ ১৫ রান দিয়ে নেন ৩টি উইকেট।

সুপার টুয়েলভের শেষ দুই ম্যাচে ভারত খেলবে যথাক্রমে বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা খেলবে পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে।

বিজনেস আওয়ার/৩০ অক্টোবর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: