ঢাকা , মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীরামকে লম্বা সময়ের জন্যই চান সাকিব

  • পোস্ট হয়েছে : ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • 7

বিনোদন ডেস্ক: আচমকাই বাংলাদেশ দলের দায়িত্ব পান ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম। রাসেল ডমিঙ্গোর ক্রমাগত ব্যর্থতার দরুণ সর্বশেষ এশিয়া কাপের আগে উড়িয়ে আনা হয় শ্রীরামকে। এই ভারতীয় কোচকে দেওয়া হয় টাইগারদের টি-টোয়েন্টির টেকনিক্যাল কনসালটেন্টের পদ।

সেই থেকে আড়াই মাস ধরে বাংলাদেশ দলের সঙ্গে আছেন শ্রীরাম। এই সময়ের মধ্যে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের কিছু দৃশ্যমান পরিবর্তন অবশ্য দেখা গেছে এই ভারতীয় কোচের হাত ধরে। দায়িত্ব নিয়েই শ্রীরাম জানিয়েছিলেন, পারফরম্যান্স নয়, ইন্টেন্ট এবং ইমপ্যাক্ট বিবেচনায় দল নির্বাচন করবেন তিনি। সেই ধারা তিনি বজায় রেখেছেন।

তার অধীনেই বিশ্বকাপে ১৫ বছর পর প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। এমনকি এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৩ ম্যাচের ২টিতেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তাই অধিনায়ক সাকিবেরও সমর্থন পাচ্ছেন শ্রীরাম। বিশ্বকাপের চিন্তায় দলে টানা হয়েছে এই ভারতীয় কোচকে। তবে শ্রীরামকে লম্বা সময়ের জন্যই চাচ্ছেন সাকিব।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাকিব শ্রীরামকে নিয়ে বলেন, আমি মনে করি তিনি ভালো করেছেন। উনি (শ্রীরাম) আসার পর কিছু নির্দিষ্ট পরিকল্পনার কথা বলেছেন, যেগুলো নিয়ে কাজ করতে চান। ছেলেদের সঙ্গে ভালো আছেন তিনি। তিনি যেভাবে কথা বলেন, ছেলেরা সেটি পছন্দ করে।

তার কোচিংয়ে আমরা সম্ভবত ৫-৬টি (আসলে ১১) ম্যাচ খেলেছি। এই অল্প সময়ে আমি মনে করি, এই তরুণ দলের জন্য তিনি খুব ভালো করেছেন। আমি আশা করি, তিনি বাংলাদেশের সঙ্গে আরও কাজ করবেন।

বিজনেস আওয়ার/০১ নভেম্বর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শ্রীরামকে লম্বা সময়ের জন্যই চান সাকিব

পোস্ট হয়েছে : ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২

বিনোদন ডেস্ক: আচমকাই বাংলাদেশ দলের দায়িত্ব পান ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম। রাসেল ডমিঙ্গোর ক্রমাগত ব্যর্থতার দরুণ সর্বশেষ এশিয়া কাপের আগে উড়িয়ে আনা হয় শ্রীরামকে। এই ভারতীয় কোচকে দেওয়া হয় টাইগারদের টি-টোয়েন্টির টেকনিক্যাল কনসালটেন্টের পদ।

সেই থেকে আড়াই মাস ধরে বাংলাদেশ দলের সঙ্গে আছেন শ্রীরাম। এই সময়ের মধ্যে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের কিছু দৃশ্যমান পরিবর্তন অবশ্য দেখা গেছে এই ভারতীয় কোচের হাত ধরে। দায়িত্ব নিয়েই শ্রীরাম জানিয়েছিলেন, পারফরম্যান্স নয়, ইন্টেন্ট এবং ইমপ্যাক্ট বিবেচনায় দল নির্বাচন করবেন তিনি। সেই ধারা তিনি বজায় রেখেছেন।

তার অধীনেই বিশ্বকাপে ১৫ বছর পর প্রথম জয় পেয়েছে বাংলাদেশ। এমনকি এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৩ ম্যাচের ২টিতেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তাই অধিনায়ক সাকিবেরও সমর্থন পাচ্ছেন শ্রীরাম। বিশ্বকাপের চিন্তায় দলে টানা হয়েছে এই ভারতীয় কোচকে। তবে শ্রীরামকে লম্বা সময়ের জন্যই চাচ্ছেন সাকিব।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাকিব শ্রীরামকে নিয়ে বলেন, আমি মনে করি তিনি ভালো করেছেন। উনি (শ্রীরাম) আসার পর কিছু নির্দিষ্ট পরিকল্পনার কথা বলেছেন, যেগুলো নিয়ে কাজ করতে চান। ছেলেদের সঙ্গে ভালো আছেন তিনি। তিনি যেভাবে কথা বলেন, ছেলেরা সেটি পছন্দ করে।

তার কোচিংয়ে আমরা সম্ভবত ৫-৬টি (আসলে ১১) ম্যাচ খেলেছি। এই অল্প সময়ে আমি মনে করি, এই তরুণ দলের জন্য তিনি খুব ভালো করেছেন। আমি আশা করি, তিনি বাংলাদেশের সঙ্গে আরও কাজ করবেন।

বিজনেস আওয়ার/০১ নভেম্বর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: