ঢাকা , মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডকে হারিয়ে পয়েন্ট টেবিল জমিয়ে তুলেছে ইংল্যান্ড

  • পোস্ট হয়েছে : ০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • 6

বিজনেস আওয়ার প্রতিবেদক: নিউজিল্যান্ডকে ২০ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের সেমিফাইনালে খেলার আশা টিকিয়ে রাখল ইংল্যান্ড ক্রিকেট দল।

৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে চার নম্বর পজিশন থেকে শীর্ষ দুইয়ে উঠে গেল ইংলিশরা। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে এক ও তিনে রয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সেমির আশা দেখছে শ্রীলংকাও।

জিতলে সেমিফাইনালের আশা টিকে থাকবে। হারলে বিদায় নিশ্চিত। এমন কঠিন সমীকরণের ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় ইংল্যান্ড।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার ব্রিসবেনে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে অ্যালেক্স হেলসকে সঙ্গে নিয়ে ১০.২ ওভারে ৮১ রানের জুটি গড়েন অধিনায়ক জস বাটলার। ৪০ বলে ৫২ রান করেন অ্যালেক্স হেলস।

অধিনায়ক বাটলার করেন ৪৭ বলে সর্বোচ্চ ৭৩ রান। ১৪ বলে ২০ রান করে ফেরেন লিয়াম লিভিংস্টন। দুই ওপেনার বাটলার ও অ্যালেক্স হেলসের জোড়া ফিফটিতে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ইংলিশরা।

টাগেট তাড়া করতে নেমে ২৮ রানে ২ ওপেনারের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় নিউজিল্যান্ড। তৃতীয় উইকেটে গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে ৫৯ বলে ৯১ রানের জুটি গড়েন অধিনায়ক কেন উইলিয়ামস।

দুই উইকেটে ১১৯ রান করে জয়ের পথেই ছিল নিউজিল্যান্ড। এরপর মাত্র ১৬ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় কিউইরা। ৪০ বলে ৪০ রান করে ফেরেন উইলিয়ামস। ৩৬ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলে ফেরেন ফিলিপস। তার বিদায়ে ম্যাচ থেকে ছিটকে যায় কিউইরা।

শেষ ১৮ বলে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ৪৯ রান হাতে ছিল ৫ উইকেট। ১৮তম ওভারের তৃতীয় বলে ফিলিপস আউট হতেই জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায় কিউইদের। শেষ ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ২৮ রান স্কোর বোর্ডে যোগ করে নিউজিল্যান্ড। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৫৯ রান। ২০ রানের জয় পায় ইংল্যান্ড।

বিজনেস আওয়ার/০১ নভেম্বর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নিউজিল্যান্ডকে হারিয়ে পয়েন্ট টেবিল জমিয়ে তুলেছে ইংল্যান্ড

পোস্ট হয়েছে : ০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: নিউজিল্যান্ডকে ২০ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের সেমিফাইনালে খেলার আশা টিকিয়ে রাখল ইংল্যান্ড ক্রিকেট দল।

৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে চার নম্বর পজিশন থেকে শীর্ষ দুইয়ে উঠে গেল ইংলিশরা। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে এক ও তিনে রয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সেমির আশা দেখছে শ্রীলংকাও।

জিতলে সেমিফাইনালের আশা টিকে থাকবে। হারলে বিদায় নিশ্চিত। এমন কঠিন সমীকরণের ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় ইংল্যান্ড।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার ব্রিসবেনে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে অ্যালেক্স হেলসকে সঙ্গে নিয়ে ১০.২ ওভারে ৮১ রানের জুটি গড়েন অধিনায়ক জস বাটলার। ৪০ বলে ৫২ রান করেন অ্যালেক্স হেলস।

অধিনায়ক বাটলার করেন ৪৭ বলে সর্বোচ্চ ৭৩ রান। ১৪ বলে ২০ রান করে ফেরেন লিয়াম লিভিংস্টন। দুই ওপেনার বাটলার ও অ্যালেক্স হেলসের জোড়া ফিফটিতে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৭৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ইংলিশরা।

টাগেট তাড়া করতে নেমে ২৮ রানে ২ ওপেনারের উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় নিউজিল্যান্ড। তৃতীয় উইকেটে গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে ৫৯ বলে ৯১ রানের জুটি গড়েন অধিনায়ক কেন উইলিয়ামস।

দুই উইকেটে ১১৯ রান করে জয়ের পথেই ছিল নিউজিল্যান্ড। এরপর মাত্র ১৬ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় কিউইরা। ৪০ বলে ৪০ রান করে ফেরেন উইলিয়ামস। ৩৬ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলে ফেরেন ফিলিপস। তার বিদায়ে ম্যাচ থেকে ছিটকে যায় কিউইরা।

শেষ ১৮ বলে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ৪৯ রান হাতে ছিল ৫ উইকেট। ১৮তম ওভারের তৃতীয় বলে ফিলিপস আউট হতেই জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায় কিউইদের। শেষ ৩ ওভারে ১ উইকেট হারিয়ে ২৮ রান স্কোর বোর্ডে যোগ করে নিউজিল্যান্ড। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১৫৯ রান। ২০ রানের জয় পায় ইংল্যান্ড।

বিজনেস আওয়ার/০১ নভেম্বর,২০২২/এসএস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: