ঢাকা , মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

জিম্বাবুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত

  • পোস্ট হয়েছে : ০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২
  • 5

স্পোর্টস ডেস্ক: গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপের সেমিতে নাম লেখালো ভারত। জিম্বাবুয়ের বিপক্ষে সুপার টুয়েলভের শেষ ম্যাচটি তাদের কাছে ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। শেষ পর্যন্ত জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে সেটা তারা করেছে। এই জয়ে গ্রুপ টু’তে চ্যাম্পিয়ন ভারত। রানার্স আপ পাকিস্তান। সেমিফাইনালে ভারত খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ ওয়ান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড শেষ চারে খেলবে গ্রুপ টু’য়ের রানার্স আপ পাকিস্তানের বিপক্ষে।

রোববার (৬ নভেম্বর) মেলবোর্নে জিম্বাবুয়েকে ৭১ রানে হারিয়েছে ভারত। এ দিন, টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও শেষ দিকে সূর্যকুমার যাদবের তাণ্ডবে (২৫ বলে ৬১) দলটি তোলে নির্ধারিত ২০ ওভারে ১৮৬ রান। জবাব দিতে নেমে শুরু থেকেই ভারতীয় পেস-স্পিনে মুখ থুবড়ে পড়ে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত তারা গুটিয়ে যায় ১৭.২ ওভারে ১১৫ রানে। ২২ বলে রায়ান বার্ল ২২ বলে করেন ৩৫ রান। সিকান্দার রাজা করেন ২৪ বলে ৩৪ রান। ভারতের হয়ে ২২ রানে ৩ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন।

জিম্বাবুয়ের সামনে ১৮৭ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বল হাতে শুরু থেকেই দারুণ করে ভারত। প্রথম ওভারের প্রথম বলেই এদিন জিম্বাবুয়ে ওপেনার মাদভেরেকে ফেরান ভুবনেশ্বর কুমার। পরের ওভারেই রেগিস চাকামভাকে ফেরান অর্শদ্বীপ শিং। শন উইলিয়ামসন অবশ্য চেষ্টা করেছিলেন। তবে তিনি পারেননি বেশিক্ষণ টিকতে। ইনিংসের ৬ষ্ঠ ওভারের শেষ বলে তাকে তুলে নেন মোহাম্মদ সামি।

ক্রেইগ অরভিন হতাশ করেন। মাত্র ১৩ রানে তিনি ফিরে যান হার্দিক পান্ডিয়ার বলে। তবে দলের বিপদে চেষ্টা চালিয়ে যান রায়ান বার্ল ও সিকান্দার রাজা। তারা মারমুখী ভূমিকায় অবতীর্ণ হন। যে কারণে কিছুটা হলেও আশার আলো দেখে জিম্বাবুয়ে। তবে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে হতাশা উপহার দেন পান্ডিয়া ও অশ্বিন। রাজাকে পান্ডিয়া ও বার্লকে ফেরান অশ্বিন। শেষ পর্যন্ত দলটি গুটিয়ে যায় ১৮ তম ওভারের ২য় বলেই। সঙ্গে সঙ্গে ‘বি’-গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমির টিকিট নিশ্চিত করে রোহিত শর্মার দল।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ভারত। চতুর্থ ওভারের পঞ্চম বলেই রোহিত শর্মা ফিরে যান। তবে রাহুল দারুণ খেলেন। ৩৪ বলে ফিফটি পূরণ করেন ডানহাতি এই ওপেনার। যদিও এরপর টিকতে পারেননি। ৩৫ বলে ৩টি করে চার-ছক্কায় ৫১ রান করে হন সিকান্দার রাজার শিকার। মাঝে বিরাট কোহলি ২৫ বলে খেলেন ২৬ রানের ধীরগতির ইনিংস। রিশাভ পান্ত করেন মাত্র ৩। হার্দিক পান্ডিয়াও তার সহজাত মারমুখী ব্যাটিং করতে পারেননি (১৮ বলে ১৮)।

শেষ দিকে ঝড় তোলেন সূর্যকুমার। এক পর্যায়ে তিনি ২৩ বলে করেন ফিফটি। ২৫ বলে ৬ চার আর ৪ ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন তিনি। যে কারণে ভারত পায় বড় পুঁজি।

জিম্বাবুয়ের সবচেয়ে সফল বোলার শন উইলিয়ামস। ৯ রানে ২টি উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতে দারুণ ইনিংস খেলায় ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সূর্যকুমার।

বিজনেস আওয়ার/০৬ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জিম্বাবুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত

পোস্ট হয়েছে : ০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২

স্পোর্টস ডেস্ক: গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপের সেমিতে নাম লেখালো ভারত। জিম্বাবুয়ের বিপক্ষে সুপার টুয়েলভের শেষ ম্যাচটি তাদের কাছে ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। শেষ পর্যন্ত জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়ে সেটা তারা করেছে। এই জয়ে গ্রুপ টু’তে চ্যাম্পিয়ন ভারত। রানার্স আপ পাকিস্তান। সেমিফাইনালে ভারত খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ ওয়ান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড শেষ চারে খেলবে গ্রুপ টু’য়ের রানার্স আপ পাকিস্তানের বিপক্ষে।

রোববার (৬ নভেম্বর) মেলবোর্নে জিম্বাবুয়েকে ৭১ রানে হারিয়েছে ভারত। এ দিন, টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো না হলেও শেষ দিকে সূর্যকুমার যাদবের তাণ্ডবে (২৫ বলে ৬১) দলটি তোলে নির্ধারিত ২০ ওভারে ১৮৬ রান। জবাব দিতে নেমে শুরু থেকেই ভারতীয় পেস-স্পিনে মুখ থুবড়ে পড়ে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত তারা গুটিয়ে যায় ১৭.২ ওভারে ১১৫ রানে। ২২ বলে রায়ান বার্ল ২২ বলে করেন ৩৫ রান। সিকান্দার রাজা করেন ২৪ বলে ৩৪ রান। ভারতের হয়ে ২২ রানে ৩ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন।

জিম্বাবুয়ের সামনে ১৮৭ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বল হাতে শুরু থেকেই দারুণ করে ভারত। প্রথম ওভারের প্রথম বলেই এদিন জিম্বাবুয়ে ওপেনার মাদভেরেকে ফেরান ভুবনেশ্বর কুমার। পরের ওভারেই রেগিস চাকামভাকে ফেরান অর্শদ্বীপ শিং। শন উইলিয়ামসন অবশ্য চেষ্টা করেছিলেন। তবে তিনি পারেননি বেশিক্ষণ টিকতে। ইনিংসের ৬ষ্ঠ ওভারের শেষ বলে তাকে তুলে নেন মোহাম্মদ সামি।

ক্রেইগ অরভিন হতাশ করেন। মাত্র ১৩ রানে তিনি ফিরে যান হার্দিক পান্ডিয়ার বলে। তবে দলের বিপদে চেষ্টা চালিয়ে যান রায়ান বার্ল ও সিকান্দার রাজা। তারা মারমুখী ভূমিকায় অবতীর্ণ হন। যে কারণে কিছুটা হলেও আশার আলো দেখে জিম্বাবুয়ে। তবে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে হতাশা উপহার দেন পান্ডিয়া ও অশ্বিন। রাজাকে পান্ডিয়া ও বার্লকে ফেরান অশ্বিন। শেষ পর্যন্ত দলটি গুটিয়ে যায় ১৮ তম ওভারের ২য় বলেই। সঙ্গে সঙ্গে ‘বি’-গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমির টিকিট নিশ্চিত করে রোহিত শর্মার দল।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ভারত। চতুর্থ ওভারের পঞ্চম বলেই রোহিত শর্মা ফিরে যান। তবে রাহুল দারুণ খেলেন। ৩৪ বলে ফিফটি পূরণ করেন ডানহাতি এই ওপেনার। যদিও এরপর টিকতে পারেননি। ৩৫ বলে ৩টি করে চার-ছক্কায় ৫১ রান করে হন সিকান্দার রাজার শিকার। মাঝে বিরাট কোহলি ২৫ বলে খেলেন ২৬ রানের ধীরগতির ইনিংস। রিশাভ পান্ত করেন মাত্র ৩। হার্দিক পান্ডিয়াও তার সহজাত মারমুখী ব্যাটিং করতে পারেননি (১৮ বলে ১৮)।

শেষ দিকে ঝড় তোলেন সূর্যকুমার। এক পর্যায়ে তিনি ২৩ বলে করেন ফিফটি। ২৫ বলে ৬ চার আর ৪ ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন তিনি। যে কারণে ভারত পায় বড় পুঁজি।

জিম্বাবুয়ের সবচেয়ে সফল বোলার শন উইলিয়ামস। ৯ রানে ২টি উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতে দারুণ ইনিংস খেলায় ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সূর্যকুমার।

বিজনেস আওয়ার/০৬ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: