ঢাকা , বুধবার, ২২ মে ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বকাপে স্টেডিয়ামে নিষিদ্ধ ৬ হাজার আর্জেন্টাইন

  • পোস্ট হয়েছে : ০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • 8

বিজনেস আওয়ার প্রতিবেদক : কাতার বিশ্বকাপে অবৈধ সংগঠনের সঙ্গে জড়িত উগ্র সমর্থক ও খাবার খেয়ে বিল দেয় না, এমন ৬ হাজার আর্জেন্টাইনের তালিকা সোমবার প্রকাশ করেছে বুয়েন্স আয়ার্স সিটি গভরমেন্ট, যারা কাতারে বিশ্বকাপ ভেন্যুতে ঢুকতে পারবেন না। মানে তারা স্টেডিয়ামে নিষিদ্ধ।

সিটির জাস্টিস অ্যান্ড সিকিউরিটি মিনিস্টার মার্সেলো ডি’আলেসান্দ্রো স্থানীয় এক রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা ফুটবলে শান্তি ফেরাতে চাই এবং যারা উগ্র তারা থাকবে স্টেডিয়ামের বাইরে। তারা ‘বারাস’-এর (উগ্র সমর্থক) অন্তর্ভুক্ত, যারা সহিংস কর্মকাণ্ড করে থাকে, যারা ট্রাপিটোসের (নিষিদ্ধ ব্যবসা) মতো অবৈধ সংগঠনের সঙ্গে জড়িত এবং খাবার খেয়ে বিল দেয় না।’

ডি’আলেসান্দ্রো বলেছেন, এই ৬ হাজার দর্শকের মধ্যে তিন হাজার ‘বারাব্রাভাস’, যারা স্থানীয় লিগ ম্যাচেই নিষিদ্ধ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতি বিশ্বকাপেই অংশগ্রহণকারী দেশগুলো থেকে নিরাপত্তা প্রতিনিধি দল পাঠানো হয়, যেন তারা আয়োজক দেশের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করতে পারে। বিশ্বকাপে উগ্র সমর্থকদের দূরে রাখতে গত জুনে কাতারি অ্যাম্বাসির সঙ্গে একটি সহযোগিতা চুক্তি করেছে আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়।

বিজনেস আওয়ার/০৮ নভেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিশ্বকাপে স্টেডিয়ামে নিষিদ্ধ ৬ হাজার আর্জেন্টাইন

পোস্ট হয়েছে : ০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : কাতার বিশ্বকাপে অবৈধ সংগঠনের সঙ্গে জড়িত উগ্র সমর্থক ও খাবার খেয়ে বিল দেয় না, এমন ৬ হাজার আর্জেন্টাইনের তালিকা সোমবার প্রকাশ করেছে বুয়েন্স আয়ার্স সিটি গভরমেন্ট, যারা কাতারে বিশ্বকাপ ভেন্যুতে ঢুকতে পারবেন না। মানে তারা স্টেডিয়ামে নিষিদ্ধ।

সিটির জাস্টিস অ্যান্ড সিকিউরিটি মিনিস্টার মার্সেলো ডি’আলেসান্দ্রো স্থানীয় এক রেডিও স্টেশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা ফুটবলে শান্তি ফেরাতে চাই এবং যারা উগ্র তারা থাকবে স্টেডিয়ামের বাইরে। তারা ‘বারাস’-এর (উগ্র সমর্থক) অন্তর্ভুক্ত, যারা সহিংস কর্মকাণ্ড করে থাকে, যারা ট্রাপিটোসের (নিষিদ্ধ ব্যবসা) মতো অবৈধ সংগঠনের সঙ্গে জড়িত এবং খাবার খেয়ে বিল দেয় না।’

ডি’আলেসান্দ্রো বলেছেন, এই ৬ হাজার দর্শকের মধ্যে তিন হাজার ‘বারাব্রাভাস’, যারা স্থানীয় লিগ ম্যাচেই নিষিদ্ধ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতি বিশ্বকাপেই অংশগ্রহণকারী দেশগুলো থেকে নিরাপত্তা প্রতিনিধি দল পাঠানো হয়, যেন তারা আয়োজক দেশের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করতে পারে। বিশ্বকাপে উগ্র সমর্থকদের দূরে রাখতে গত জুনে কাতারি অ্যাম্বাসির সঙ্গে একটি সহযোগিতা চুক্তি করেছে আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়।

বিজনেস আওয়ার/০৮ নভেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: