ঢাকা , বুধবার, ২২ মে ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

কাতার বিশ্বকাপ: জাপান, ব্রাজিল ও ডেনমার্কের পর অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা

  • পোস্ট হয়েছে : ০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • 9

স্পোর্টস ডেস্ক: আসতে আসতে ঘনিয়ে আসছে কাতার বিশ্বকাপ। অপেক্ষা আর মাত্র ১২ দিনের। এরইমধ্যে স্কোয়াড ঘোষণা করছে জাতীয় দলগুলো। জাপান, ব্রাজিল ও ডেনমার্কের পর এবার স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ২৬ ফুটবলার। এরমধ্যে আছেন ১৮ বছর বয়সী গারাং কৌল। যিনি সিনিয়র পর্যায়ে কোনো ম্যাচেই শুরুর একাদশে জায়গা পাননি।। যদিও তার ওপরই বাজি কোচ গ্রাহাম আরনল্ডের। জেসন কামিংসের সঙ্গে জাতীয় দলে যোগ দেবেন তিনি।

কৌল আগামী বছরের শুরুর দিকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডে যোগ দেয়ার কথা রয়েছে। ১৮ বছর বয়সী এই তারকা বিশ্বকাপ দলে থাকলেও জায়গা হয়নি অভিজ্ঞ ডিফেন্ডার ট্রেন্ট সেইন্সবারির এবং ইনফর্ম গোলরক্ষক মিটচ ল্যাঙ্গারেকের। সেইন্সবারি আবার আরনল্ডের মেয়ে জামাই।

দল ঘোষণা করে কোচ গ্রাহাম বলেছেন, ‘দল নির্বাচন করা অনেক কঠিন ছিল। সেইন্সবারি বেশ কয়েক সপ্তাহ ধরে খেলছে না। কিন্তু ওভারঅল ব্যাপারে বললে হ্যারি সোটার ও কাই রোউলসকে ভালোই বলতে হয়। ওরা অন্যদের চেয়ে ব্যতিক্রম।’

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল
ম্যাট রায়ান, নাথানিয়েল অ্যাটকিনসন, কীনু বাচুস, আজিজ বেহিচ, মার্টিন বয়লে, জেসন কামিংস, মিলস দেজেনেক, থমাস ডেং, ক্যামেরন ডেভলিন, মিচেল ডুক, ক্রেগ গুডউইন, আজদিন রাস্টিন, জ্যাকসন আরভিন, ফ্রান কারাচিচ, জোয়েল কিং, গারাং কৌল, ম্যাথুও ল্যাকি, আওয়ের ম্যাবিল, জ্যামি ম্যাকলেরেন, লিলে ম্যাকগ্রি, অ্যারন মোই, অ্যান্ড্রু রেডমাইনে, কাইলে রোউলস, হ্যারি সোটার, ড্যানি ভুকাভিচ ও বেইলি রাইট।

বিজনেস আওয়ার/৮ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কাতার বিশ্বকাপ: জাপান, ব্রাজিল ও ডেনমার্কের পর অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা

পোস্ট হয়েছে : ০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২

স্পোর্টস ডেস্ক: আসতে আসতে ঘনিয়ে আসছে কাতার বিশ্বকাপ। অপেক্ষা আর মাত্র ১২ দিনের। এরইমধ্যে স্কোয়াড ঘোষণা করছে জাতীয় দলগুলো। জাপান, ব্রাজিল ও ডেনমার্কের পর এবার স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন ২৬ ফুটবলার। এরমধ্যে আছেন ১৮ বছর বয়সী গারাং কৌল। যিনি সিনিয়র পর্যায়ে কোনো ম্যাচেই শুরুর একাদশে জায়গা পাননি।। যদিও তার ওপরই বাজি কোচ গ্রাহাম আরনল্ডের। জেসন কামিংসের সঙ্গে জাতীয় দলে যোগ দেবেন তিনি।

কৌল আগামী বছরের শুরুর দিকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডে যোগ দেয়ার কথা রয়েছে। ১৮ বছর বয়সী এই তারকা বিশ্বকাপ দলে থাকলেও জায়গা হয়নি অভিজ্ঞ ডিফেন্ডার ট্রেন্ট সেইন্সবারির এবং ইনফর্ম গোলরক্ষক মিটচ ল্যাঙ্গারেকের। সেইন্সবারি আবার আরনল্ডের মেয়ে জামাই।

দল ঘোষণা করে কোচ গ্রাহাম বলেছেন, ‘দল নির্বাচন করা অনেক কঠিন ছিল। সেইন্সবারি বেশ কয়েক সপ্তাহ ধরে খেলছে না। কিন্তু ওভারঅল ব্যাপারে বললে হ্যারি সোটার ও কাই রোউলসকে ভালোই বলতে হয়। ওরা অন্যদের চেয়ে ব্যতিক্রম।’

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল
ম্যাট রায়ান, নাথানিয়েল অ্যাটকিনসন, কীনু বাচুস, আজিজ বেহিচ, মার্টিন বয়লে, জেসন কামিংস, মিলস দেজেনেক, থমাস ডেং, ক্যামেরন ডেভলিন, মিচেল ডুক, ক্রেগ গুডউইন, আজদিন রাস্টিন, জ্যাকসন আরভিন, ফ্রান কারাচিচ, জোয়েল কিং, গারাং কৌল, ম্যাথুও ল্যাকি, আওয়ের ম্যাবিল, জ্যামি ম্যাকলেরেন, লিলে ম্যাকগ্রি, অ্যারন মোই, অ্যান্ড্রু রেডমাইনে, কাইলে রোউলস, হ্যারি সোটার, ড্যানি ভুকাভিচ ও বেইলি রাইট।

বিজনেস আওয়ার/৮ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: