ঢাকা , বুধবার, ২২ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পগবা-কন্তেকে ছাড়া ফ্রান্সের দল ঘোষণা

  • পোস্ট হয়েছে : ০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • 6

বিজনেস আওয়ার প্রতিবেদক : কাতার বিশ্বকাপ ফুটবলের জন্য পগবা আর এনগোলো কন্তেকে ছাড়াই দল ঘোষণা করেছে ফ্রান্স। বুধবার (৯ নভেম্ভর) রাতে এক বিবৃতির মাধ্যমে দল ঘোষণা করেন কোচ দিদিয়ের দেশম। চোটে আক্রান্ত হওয়ার কারণেই পগবা আর কন্তেকে দলে নেওয়া হয়নি।

দলটির তারকা ডিফেন্ডার রাফায়েল ভারানের ও প্রেসনেল কিমপেম্বেরও চোট ছিল। তবে এই দুজনকেই স্কোয়াডে রেখেছে ফ্রান্স। স্কোয়াডে আছেন গেল বিশ্বকাপজয়ী দলের সদস্য অলিভিয়ের জিরু। চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন তিনি। ফ্রান্সের হয়ে থিয়েরি অঁরির ৫১ গোলের রেকর্ড ছুঁতেও আর মাত্র ২টি গোল চাই তার।

বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে ফ্রান্স। যেখানে ২২ নভেম্বর তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। পরের দুই ম্যাচে ডেনমার্ক ও তিউনিসিয়ার বিপক্ষে খেলবেন কিলিয়ান এমবাপেরা।

ফ্রান্সের ২৫ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ দল:

গোলরক্ষক : হুগো লরিস (টটেনহ্যাম হটম্পার), আলফঁস আরিওলা (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), স্তিভ মাঁদাঁদা (রেন)।

ডিফেন্ডার : রাফায়েল ভারান (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস এরনান্দেজ (বায়ার্ন মিউনিখ), থিও এরনান্দেজ (এসি মিলান), প্রেসনেল কিম্পেম্বে (পিএসজি), বেঞ্জামিন পাভার্দ (বায়ার্ন মিউনিখ), উইলিয়াম সালিবা (আর্সেনাল, ডায়ট উপামেকানো (বায়ার্ন মিউনিখ), জুলস কুন্দে (বার্সেলোনা), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল)।

মিডফিল্ডার : আদ্রিয়াঁ রাবিও (জুভেন্তাস), মাতেও গেনদোজি (অলিম্পিক মার্সেই), অহেলিয়া চুয়ামেনি (রিয়াল মাদ্রিদ), জরদাঁ ভেরেতু (অলিম্পিক মার্সেই), এদুয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), ইউসুফ ফোফানা (মোনাকো)।

ফরোয়ার্ড: করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ), কিংসলে কোমান (বায়ার্ন মিউনিখ), উসমান দেম্বেলে (বার্সেলোনা), অলিভিয়ে জিরুদ (এসি মিলান), অ্যান্টোয়ান গ্রিজমান (অ্যাটলেটিকো মাদ্রিদ), কিলিয়ান এমবাপে (পিএসজি), ত্রিস্তোফা এনকুনকু (লাইপজিগ)।

বিজনেস আওয়ার/১০ নভেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

পগবা-কন্তেকে ছাড়া ফ্রান্সের দল ঘোষণা

পোস্ট হয়েছে : ০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : কাতার বিশ্বকাপ ফুটবলের জন্য পগবা আর এনগোলো কন্তেকে ছাড়াই দল ঘোষণা করেছে ফ্রান্স। বুধবার (৯ নভেম্ভর) রাতে এক বিবৃতির মাধ্যমে দল ঘোষণা করেন কোচ দিদিয়ের দেশম। চোটে আক্রান্ত হওয়ার কারণেই পগবা আর কন্তেকে দলে নেওয়া হয়নি।

দলটির তারকা ডিফেন্ডার রাফায়েল ভারানের ও প্রেসনেল কিমপেম্বেরও চোট ছিল। তবে এই দুজনকেই স্কোয়াডে রেখেছে ফ্রান্স। স্কোয়াডে আছেন গেল বিশ্বকাপজয়ী দলের সদস্য অলিভিয়ের জিরু। চলতি মৌসুমে দারুণ ফর্মে আছেন তিনি। ফ্রান্সের হয়ে থিয়েরি অঁরির ৫১ গোলের রেকর্ড ছুঁতেও আর মাত্র ২টি গোল চাই তার।

বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে রয়েছে ফ্রান্স। যেখানে ২২ নভেম্বর তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। পরের দুই ম্যাচে ডেনমার্ক ও তিউনিসিয়ার বিপক্ষে খেলবেন কিলিয়ান এমবাপেরা।

ফ্রান্সের ২৫ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ দল:

গোলরক্ষক : হুগো লরিস (টটেনহ্যাম হটম্পার), আলফঁস আরিওলা (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), স্তিভ মাঁদাঁদা (রেন)।

ডিফেন্ডার : রাফায়েল ভারান (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস এরনান্দেজ (বায়ার্ন মিউনিখ), থিও এরনান্দেজ (এসি মিলান), প্রেসনেল কিম্পেম্বে (পিএসজি), বেঞ্জামিন পাভার্দ (বায়ার্ন মিউনিখ), উইলিয়াম সালিবা (আর্সেনাল, ডায়ট উপামেকানো (বায়ার্ন মিউনিখ), জুলস কুন্দে (বার্সেলোনা), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল)।

মিডফিল্ডার : আদ্রিয়াঁ রাবিও (জুভেন্তাস), মাতেও গেনদোজি (অলিম্পিক মার্সেই), অহেলিয়া চুয়ামেনি (রিয়াল মাদ্রিদ), জরদাঁ ভেরেতু (অলিম্পিক মার্সেই), এদুয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), ইউসুফ ফোফানা (মোনাকো)।

ফরোয়ার্ড: করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ), কিংসলে কোমান (বায়ার্ন মিউনিখ), উসমান দেম্বেলে (বার্সেলোনা), অলিভিয়ে জিরুদ (এসি মিলান), অ্যান্টোয়ান গ্রিজমান (অ্যাটলেটিকো মাদ্রিদ), কিলিয়ান এমবাপে (পিএসজি), ত্রিস্তোফা এনকুনকু (লাইপজিগ)।

বিজনেস আওয়ার/১০ নভেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: