ঢাকা , বুধবার, ২২ মে ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

২০০৮ সাল থেকে টি-২০ বিশ্বকাপ জিততে পারেনি ভারত

  • পোস্ট হয়েছে : ০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২
  • 11

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট পরিসংখ্যান বলছে, ভারতে আইপিএল শুরু হওয়ার পর থেকে আর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি দেশটির ক্রিকেট দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসর তথা ২০০৭ সালে শিরোপা জেতে মহেন্দ্র সিং ধোনির ভারত। এরপরের বছরই ভারতের ক্রিকেটপাড়ায় উন্মাদনা আনে নতুন এক ক্রিকেট লিগ। ২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএল এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের আয়ের অন্যতম বড় উৎস।

বিশ্বমঞ্চে দারুণ পারফর্ম করা ক্রিকেটাররা নিজেদের সাফল্যের পেছনে আইপিএলের কথা বলেন। ফাইনাল নিশ্চিতের ম্যাচে ভারতকে উড়িয়ে দেয়ার পর যেমনটা বলেছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। তবে অবাক করা ব্যাপার হচ্ছে, আইপিএল শুরুর পর ক্রিকেটের ক্ষুদ্র এই সংস্করণে আর ট্রফি জিততে পারেনি ভারত।

ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে ভারতের বিদায়ের পর বৃহস্পতিবার (১০ নভেম্বর) এক টিভি শোতে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম বলেন, সবাই ভেবেছিল আইপিএল পার্থক্য গড়ে দেবে ভারত এবং অন্য দলগুলোর মধ্যে। আইপিএল শুরু হয় ২০০৮ সালে। ভারত বিশ্বকাপ জিতেছিল তার আগে অর্থাৎ ২০০৭ সালে। তারপর ভারত আর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেনি। ২০১১ সালে ওরা বিশ্বকাপ জেতে, কিন্তু সেটা ৫০ ওভারের ক্রিকেটে।

২০০৭ সালে বিশ্বকাপ জেতার পর ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফরম্যান্স কেমন? ২০০৯, ২০১০ এবং ২০১২ সালে সুপার এইট থেকেই বিদায় নেয় ভারত। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলেও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায় ভারত। ২০১৬ সালে ঘরের মাঠে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে বিদায় নেয় ভারত।

সবশেষ গত বছর পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে হারের লজ্জা মাথায় নিতে হয়েছিল বিরাট কোহলিদের। সেই সঙ্গে গ্রুপপর্ব থেকে বিদায় নেয় ভারত। এক বছরের মধ্যে সাফল্য বলতে সেই সেমিফাইনাল।

বিজনেস আওয়ার/১১ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

২০০৮ সাল থেকে টি-২০ বিশ্বকাপ জিততে পারেনি ভারত

পোস্ট হয়েছে : ০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট পরিসংখ্যান বলছে, ভারতে আইপিএল শুরু হওয়ার পর থেকে আর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি দেশটির ক্রিকেট দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসর তথা ২০০৭ সালে শিরোপা জেতে মহেন্দ্র সিং ধোনির ভারত। এরপরের বছরই ভারতের ক্রিকেটপাড়ায় উন্মাদনা আনে নতুন এক ক্রিকেট লিগ। ২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএল এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের আয়ের অন্যতম বড় উৎস।

বিশ্বমঞ্চে দারুণ পারফর্ম করা ক্রিকেটাররা নিজেদের সাফল্যের পেছনে আইপিএলের কথা বলেন। ফাইনাল নিশ্চিতের ম্যাচে ভারতকে উড়িয়ে দেয়ার পর যেমনটা বলেছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। তবে অবাক করা ব্যাপার হচ্ছে, আইপিএল শুরুর পর ক্রিকেটের ক্ষুদ্র এই সংস্করণে আর ট্রফি জিততে পারেনি ভারত।

ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে ভারতের বিদায়ের পর বৃহস্পতিবার (১০ নভেম্বর) এক টিভি শোতে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম বলেন, সবাই ভেবেছিল আইপিএল পার্থক্য গড়ে দেবে ভারত এবং অন্য দলগুলোর মধ্যে। আইপিএল শুরু হয় ২০০৮ সালে। ভারত বিশ্বকাপ জিতেছিল তার আগে অর্থাৎ ২০০৭ সালে। তারপর ভারত আর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেনি। ২০১১ সালে ওরা বিশ্বকাপ জেতে, কিন্তু সেটা ৫০ ওভারের ক্রিকেটে।

২০০৭ সালে বিশ্বকাপ জেতার পর ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে পারফরম্যান্স কেমন? ২০০৯, ২০১০ এবং ২০১২ সালে সুপার এইট থেকেই বিদায় নেয় ভারত। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলেও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায় ভারত। ২০১৬ সালে ঘরের মাঠে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে বিদায় নেয় ভারত।

সবশেষ গত বছর পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে হারের লজ্জা মাথায় নিতে হয়েছিল বিরাট কোহলিদের। সেই সঙ্গে গ্রুপপর্ব থেকে বিদায় নেয় ভারত। এক বছরের মধ্যে সাফল্য বলতে সেই সেমিফাইনাল।

বিজনেস আওয়ার/১১ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: