ঢাকা , শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ব্লু টিকের জন্য ৮ ডলার ফি স্থগিত করল টুইটার

  • পোস্ট হয়েছে : ১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
  • 5

বিজনেস আওয়ার ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য প্রতি মাসে ৮ ডলার ফি নেওয়ার প্রকল্প বাতিল করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে ভুয়া আইডি খুলে ব্লু টিক নেওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় এই প্রকল্প বাতিল করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ব্লু টিকের জন্য ৮ ডলার ফি স্থগিতের বিষয়টির সঙ্গে যুক্ত এমন এক ব্যক্তির বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। বিষয়টি গোপনীয় হওয়ায় টুইটারের ওই কর্মকর্তা নিজের নাম প্রকাশ করেননি। তিনি জানিয়েছেন, ওই প্রকল্প স্থগিত করায় নিয়মিত টুইটার ব্যবহার বাধাগ্রস্ত হবে।

আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, এখন থেকে কেবল হাই প্রোফাইল ব্যক্তি এবং প্রতিষ্ঠাগুলোকে ‘অফিশিয়াল’ ব্যাজ দেবে। এ ছড়া টুইটারের অনুমোদিত তালিকার ভিত্তিতে ব্যবসায় প্রতিষ্ঠান এবং প্রধান গণমাধ্যমগুলোর অ্যাকাউন্টে ‘গ্রে ব্যাজ’ ফিরিয়ে দেওয়া হবে।

টাকার বিনিময়ে অ্যাকাউন্ট ভেরিফাই করা সুযোগ দিয়ে টুইটার ভুয়া অ্যাকাউন্ট নিয়ে বড় ধরনের ঝামেলার মধ্যে পড়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের অ্যাকাউন্টের মতো ভুয়া অ্যাকাউন্টকে ব্লু ব্যাজ দেওয়ায় টুইটারকে ক্ষমা চাইতে বলেছে। অনেকে আবার টেসলাকে নিয়েও রসিকতা করেছে।

এর আগে, টুইটারের মালিক ও নতুন প্রধান নির্বাহী ইলন মাস্ক ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছিলেন। এমনকি টুইটার কেনার দেনদরবারের সময় বড় একটি ইস্যু ছিল ভুয়া অ্যাকাউন্ট। যাই হোক, সর্বশেষ গতকাল শুক্রবার টুইটার এক টুইটে ঘোষণা দিয়েছে যে, তাঁরা ভুয়া অ্যাকাউন্ট ঠেকাতে কিছু কিছু অ্যাকাউন্টকে ‘অফিশিয়াল’ বলে স্বীকৃতি দেবে।

বিজনেস আওয়ার/ ১২ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ব্লু টিকের জন্য ৮ ডলার ফি স্থগিত করল টুইটার

পোস্ট হয়েছে : ১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২

বিজনেস আওয়ার ডেস্ক: জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য প্রতি মাসে ৮ ডলার ফি নেওয়ার প্রকল্প বাতিল করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে ভুয়া আইডি খুলে ব্লু টিক নেওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় এই প্রকল্প বাতিল করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ব্লু টিকের জন্য ৮ ডলার ফি স্থগিতের বিষয়টির সঙ্গে যুক্ত এমন এক ব্যক্তির বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। বিষয়টি গোপনীয় হওয়ায় টুইটারের ওই কর্মকর্তা নিজের নাম প্রকাশ করেননি। তিনি জানিয়েছেন, ওই প্রকল্প স্থগিত করায় নিয়মিত টুইটার ব্যবহার বাধাগ্রস্ত হবে।

আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, এখন থেকে কেবল হাই প্রোফাইল ব্যক্তি এবং প্রতিষ্ঠাগুলোকে ‘অফিশিয়াল’ ব্যাজ দেবে। এ ছড়া টুইটারের অনুমোদিত তালিকার ভিত্তিতে ব্যবসায় প্রতিষ্ঠান এবং প্রধান গণমাধ্যমগুলোর অ্যাকাউন্টে ‘গ্রে ব্যাজ’ ফিরিয়ে দেওয়া হবে।

টাকার বিনিময়ে অ্যাকাউন্ট ভেরিফাই করা সুযোগ দিয়ে টুইটার ভুয়া অ্যাকাউন্ট নিয়ে বড় ধরনের ঝামেলার মধ্যে পড়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান তাদের অ্যাকাউন্টের মতো ভুয়া অ্যাকাউন্টকে ব্লু ব্যাজ দেওয়ায় টুইটারকে ক্ষমা চাইতে বলেছে। অনেকে আবার টেসলাকে নিয়েও রসিকতা করেছে।

এর আগে, টুইটারের মালিক ও নতুন প্রধান নির্বাহী ইলন মাস্ক ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছিলেন। এমনকি টুইটার কেনার দেনদরবারের সময় বড় একটি ইস্যু ছিল ভুয়া অ্যাকাউন্ট। যাই হোক, সর্বশেষ গতকাল শুক্রবার টুইটার এক টুইটে ঘোষণা দিয়েছে যে, তাঁরা ভুয়া অ্যাকাউন্ট ঠেকাতে কিছু কিছু অ্যাকাউন্টকে ‘অফিশিয়াল’ বলে স্বীকৃতি দেবে।

বিজনেস আওয়ার/ ১২ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: