ঢাকা , রবিবার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাটম্যান খ্যাত ‘কেভিন কনরয়’ মারা গেছেন

  • পোস্ট হয়েছে : ১২:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
  • 8

বিনোদন ডেস্ক: ব্যাটম্যান খ্যাত কিংবদন্তি অভিনেতা কেভিন কনরয় মারা গেছেন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) ৬৬ বছর বয়সে না ফেরার দেশে পারি জমান তিনি। শুক্রবার দিবাগত রাতে পিটার মেহিউ ফাউন্ডেশন টুইটারে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

১৯৯২ সালে ব্যাটম্যানের চরিত্রে কেভিন কনরয়ের অভিনয় শুরু। ‘ব্যাটম্যান দ্য অ্যানিমেটেড সি‌রি‌জে তার কণ্ঠে ব্রুস ওডেন দারুণ জন‌প্রিয় হ‌য়ে উঠেন। তারপর কেভিন ১৫টি চলচ্চিত্র এবং ৪০০টিরও বেশি টেলিভিশন পর্বে ব্যাটম্যানের চরিত্রে অভিনয় করেছেন। ব্যাটম্যানকে নিয়ে তৈরি হওয়া একাধিক ভিডিও গেমে কেভিনের কণ্ঠস্বর কয়েক প্রজন্মের কাছে জনপ্রিয় ছিল।

কেভিন ১৯৫৫ সালে নিউইয়র্কে জন্মগ্রহণ করেন, বেড়ে ওঠেছেন কানেটিকাটে। ১৯৮০ নাগাদ অভিনয়ে নিয়মিত কেভিন ‘ডায়নাস্টি’, ‘ট্যুর অফ ডিউটি’, ‘ওহারা’-র মতো একাধিক টিভি সিরিজে সাফল্যের সঙ্গে কাজ করেছেন।

বিজনেস আওয়ার/ ১২ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ব্যাটম্যান খ্যাত ‘কেভিন কনরয়’ মারা গেছেন

পোস্ট হয়েছে : ১২:১৭ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২

বিনোদন ডেস্ক: ব্যাটম্যান খ্যাত কিংবদন্তি অভিনেতা কেভিন কনরয় মারা গেছেন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) ৬৬ বছর বয়সে না ফেরার দেশে পারি জমান তিনি। শুক্রবার দিবাগত রাতে পিটার মেহিউ ফাউন্ডেশন টুইটারে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

১৯৯২ সালে ব্যাটম্যানের চরিত্রে কেভিন কনরয়ের অভিনয় শুরু। ‘ব্যাটম্যান দ্য অ্যানিমেটেড সি‌রি‌জে তার কণ্ঠে ব্রুস ওডেন দারুণ জন‌প্রিয় হ‌য়ে উঠেন। তারপর কেভিন ১৫টি চলচ্চিত্র এবং ৪০০টিরও বেশি টেলিভিশন পর্বে ব্যাটম্যানের চরিত্রে অভিনয় করেছেন। ব্যাটম্যানকে নিয়ে তৈরি হওয়া একাধিক ভিডিও গেমে কেভিনের কণ্ঠস্বর কয়েক প্রজন্মের কাছে জনপ্রিয় ছিল।

কেভিন ১৯৫৫ সালে নিউইয়র্কে জন্মগ্রহণ করেন, বেড়ে ওঠেছেন কানেটিকাটে। ১৯৮০ নাগাদ অভিনয়ে নিয়মিত কেভিন ‘ডায়নাস্টি’, ‘ট্যুর অফ ডিউটি’, ‘ওহারা’-র মতো একাধিক টিভি সিরিজে সাফল্যের সঙ্গে কাজ করেছেন।

বিজনেস আওয়ার/ ১২ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: