ঢাকা , শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

৭০-এ পা রাখলেন ‘সংগীতশিল্পী’ রুনা লায়লা

  • পোস্ট হয়েছে : ০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
  • 3

বিনোদন ডেস্ক: আজ ১৭ নভেম্বর ‘সংগীতশিল্পী’ রুনা লায়লার শুভ জন্মদিন। এ দিন ৭০ বছরে পা রাখলেন তিনি। জন্মদিন উদযাপনা, মিউজিক ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা ও বিভিন্ন প্রসঙ্গে আলাপ করেছেন উপমহাদেশের বরেণ্য এই শিল্পী। প্রায় ১৭টি ভাষায় গান গেয়েছেন এ সংগীতশিল্পী

মাত্র ছয় বছর বয়স থেকে যে শুরু হয় সংগীতশিল্পী জগতে পথচলা। সেই পথচলা আর থামেনি। শিল্পী জীবনের ৬৪ বছরের অবিরাম পথচলা তার।

দিনটি তিনি তার পরিবারের সঙ্গেই উদযাপন করবেন বলে জানিয়েছেন রুনা লায়লা, আজ দুপুর ১২টা ৩০ মিনিটে অনন্যা রুমা প্রযোজিত বর্ণাঢ্য ‘তারকা কথন’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এবারের অনুষ্ঠানটি বিশেষায়িত করে তোলার জন্য চ্যানেল আইও বেশ আয়োজন করেই দর্শকের সামনে তারকা কথন তুলে ধরার চেষ্টা করছে। একই অনুষ্ঠানে কোনাল, ঝিলিক, তরিক মৃধা ও মেজবাহ বাপ্পীর রুনা লায়লাকে নিয়ে গাওয়া একটি বিশেষ গান প্রচার হবে। হাসনাত করিম পিন্টুর কথায় গানটির সুর করেছেন মনোয়ার হোসেন টুটুল।

এবারের জন্মদিন প্রসঙ্গে রুনা লায়লা বলেন, সত্যি বলতে কী এবারের জন্মদিনটি কেন যেন মনে হচ্ছে একটু বেশিই বিশেষ। অনেক আগে থেকেই এই দিনটিকে ঘিরে চলছে নানা আয়োজন। পারিবারিকভাবেও দিনটিকে উদযাপনের জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।
আমরা পরিবারের সদস্যরাই থাকছি।

এছাড়া চ্যানেল আইতে থাকছে বিশেষ আয়োজন। তবে জীবনের এই বিশেষ দিনে বাবা মায়ের কথা বিশেষভাবে মনে পড়ছে। বড় বোন দীনা আপার কথা মনে পড়ছে। হয়তো সবাই থাকলে জীবনের এই দিনটি আরও বিশেষ হতো। তারপরও যারা আছেন সবসময় পাশে তাদের নিয়েই ভালো থাকাটাও জরুরি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি। সবাই দোয়া করবেন যেন আগামীদিনেও আল্লাহ ভালো রাখেন, সুস্থ রাখেন।

বিজনেস আওয়ার/১৭ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

৭০-এ পা রাখলেন ‘সংগীতশিল্পী’ রুনা লায়লা

পোস্ট হয়েছে : ০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২

বিনোদন ডেস্ক: আজ ১৭ নভেম্বর ‘সংগীতশিল্পী’ রুনা লায়লার শুভ জন্মদিন। এ দিন ৭০ বছরে পা রাখলেন তিনি। জন্মদিন উদযাপনা, মিউজিক ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা ও বিভিন্ন প্রসঙ্গে আলাপ করেছেন উপমহাদেশের বরেণ্য এই শিল্পী। প্রায় ১৭টি ভাষায় গান গেয়েছেন এ সংগীতশিল্পী

মাত্র ছয় বছর বয়স থেকে যে শুরু হয় সংগীতশিল্পী জগতে পথচলা। সেই পথচলা আর থামেনি। শিল্পী জীবনের ৬৪ বছরের অবিরাম পথচলা তার।

দিনটি তিনি তার পরিবারের সঙ্গেই উদযাপন করবেন বলে জানিয়েছেন রুনা লায়লা, আজ দুপুর ১২টা ৩০ মিনিটে অনন্যা রুমা প্রযোজিত বর্ণাঢ্য ‘তারকা কথন’ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এবারের অনুষ্ঠানটি বিশেষায়িত করে তোলার জন্য চ্যানেল আইও বেশ আয়োজন করেই দর্শকের সামনে তারকা কথন তুলে ধরার চেষ্টা করছে। একই অনুষ্ঠানে কোনাল, ঝিলিক, তরিক মৃধা ও মেজবাহ বাপ্পীর রুনা লায়লাকে নিয়ে গাওয়া একটি বিশেষ গান প্রচার হবে। হাসনাত করিম পিন্টুর কথায় গানটির সুর করেছেন মনোয়ার হোসেন টুটুল।

এবারের জন্মদিন প্রসঙ্গে রুনা লায়লা বলেন, সত্যি বলতে কী এবারের জন্মদিনটি কেন যেন মনে হচ্ছে একটু বেশিই বিশেষ। অনেক আগে থেকেই এই দিনটিকে ঘিরে চলছে নানা আয়োজন। পারিবারিকভাবেও দিনটিকে উদযাপনের জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।
আমরা পরিবারের সদস্যরাই থাকছি।

এছাড়া চ্যানেল আইতে থাকছে বিশেষ আয়োজন। তবে জীবনের এই বিশেষ দিনে বাবা মায়ের কথা বিশেষভাবে মনে পড়ছে। বড় বোন দীনা আপার কথা মনে পড়ছে। হয়তো সবাই থাকলে জীবনের এই দিনটি আরও বিশেষ হতো। তারপরও যারা আছেন সবসময় পাশে তাদের নিয়েই ভালো থাকাটাও জরুরি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি। সবাই দোয়া করবেন যেন আগামীদিনেও আল্লাহ ভালো রাখেন, সুস্থ রাখেন।

বিজনেস আওয়ার/১৭ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: