ঢাকা , মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

৬০ হাজার দর্শক নিয়ে কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু

  • পোস্ট হয়েছে : ১০:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২
  • 7

স্পোর্টস ডেস্ক: অবশেশে সব অপেক্ষার অবসান ঘটিয়ে কাতার বিশ্বকাপের বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। মাঠে গড়াতে যাচ্ছে কাতারের ফুটবল বিশ্বকাপ। আজ প্রথম দিনের খেলায় মাঠে নামছে স্বাগতিক কাতার, প্রতিপক্ষ ইকুয়েডর।

কাতারের আল বায়াত স্টেডিয়ামে আয়োজিত হয়েছে বর্ণীল এ উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানকে ঘিরে পুরো স্টেডিয়াম এলাকা জুড়েই বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ৬০ হাজার দর্শকভর্তি স্টেডিয়ামে শুরুতেই পারফর্ম করেছেন কাতারের আঞ্চলিক শিল্পীরা। নাচ-গান এবং ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে তারা তুলে ধরতে চেয়েছেন উপসাগরীয় দেশটির সংস্কৃতি।

কাতারের আঞ্চলিক পারফরম্যান্সের মধ্যেই হুট করে মঞ্চে এসে হাজির হন হলিউড কিংবদন্তি মরগান ফ্রিম্যান। মঞ্চে কয়েক মিনিটের উপস্থিতিতে শান্তি ও ঐক্যের বার্তা দেওয়ার চেষ্টা করেছেন ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’ সিনেমার বিখ্যাত এ অভিনেতা।

এরপর মঞ্চে আসেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের সর্বকনিষ্ঠ সদস্য জাংকুক। মিনিট পাঁচেকের পারফরম্যান্সে গ্যালারির সকল দর্শককে জাগিয়ে তুলেছেন এই তারকা। এবারের বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ গেয়েছেন তিনি। জাংকুকের মনোমুগ্ধকর পারফরম্যান্সের সময় বিশ্বকাপের মাসকট লা’ইবও পারফর্ম করেছে মঞ্চে। বিশ্বকাপের উদ্ধোধনী অনুষ্ঠানে এই প্রথম কোরিয়ান কোনো শিল্পী হিসেবে পারফর্ম করলেন জাংকুক।

এরপর বর্ণীল আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। উদ্বোধনী ঘোষণায় বিশ্বের সকল দেশের দর্শকদের কাতারে আমন্ত্রণ জানান তিনি। ৪৫ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠানটি শেষ হয় রঙ-বেরঙের আতশবাতজি ফুটানোর মাধ্যমে।

বিজনেস আওয়ার/২০ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

৬০ হাজার দর্শক নিয়ে কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু

পোস্ট হয়েছে : ১০:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২

স্পোর্টস ডেস্ক: অবশেশে সব অপেক্ষার অবসান ঘটিয়ে কাতার বিশ্বকাপের বর্ণিল উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। মাঠে গড়াতে যাচ্ছে কাতারের ফুটবল বিশ্বকাপ। আজ প্রথম দিনের খেলায় মাঠে নামছে স্বাগতিক কাতার, প্রতিপক্ষ ইকুয়েডর।

কাতারের আল বায়াত স্টেডিয়ামে আয়োজিত হয়েছে বর্ণীল এ উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানকে ঘিরে পুরো স্টেডিয়াম এলাকা জুড়েই বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ৬০ হাজার দর্শকভর্তি স্টেডিয়ামে শুরুতেই পারফর্ম করেছেন কাতারের আঞ্চলিক শিল্পীরা। নাচ-গান এবং ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে তারা তুলে ধরতে চেয়েছেন উপসাগরীয় দেশটির সংস্কৃতি।

কাতারের আঞ্চলিক পারফরম্যান্সের মধ্যেই হুট করে মঞ্চে এসে হাজির হন হলিউড কিংবদন্তি মরগান ফ্রিম্যান। মঞ্চে কয়েক মিনিটের উপস্থিতিতে শান্তি ও ঐক্যের বার্তা দেওয়ার চেষ্টা করেছেন ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’ সিনেমার বিখ্যাত এ অভিনেতা।

এরপর মঞ্চে আসেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের সর্বকনিষ্ঠ সদস্য জাংকুক। মিনিট পাঁচেকের পারফরম্যান্সে গ্যালারির সকল দর্শককে জাগিয়ে তুলেছেন এই তারকা। এবারের বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ গেয়েছেন তিনি। জাংকুকের মনোমুগ্ধকর পারফরম্যান্সের সময় বিশ্বকাপের মাসকট লা’ইবও পারফর্ম করেছে মঞ্চে। বিশ্বকাপের উদ্ধোধনী অনুষ্ঠানে এই প্রথম কোরিয়ান কোনো শিল্পী হিসেবে পারফর্ম করলেন জাংকুক।

এরপর বর্ণীল আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। উদ্বোধনী ঘোষণায় বিশ্বের সকল দেশের দর্শকদের কাতারে আমন্ত্রণ জানান তিনি। ৪৫ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠানটি শেষ হয় রঙ-বেরঙের আতশবাতজি ফুটানোর মাধ্যমে।

বিজনেস আওয়ার/২০ নভেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: