1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
চার মাসে হিলিতে রাজস্ব আদায় ১৩৭ কোটি টাকা
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন

চার মাসে হিলিতে রাজস্ব আদায় ১৩৭ কোটি টাকা

  • পোস্ট হয়েছে : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : দিনাজপুরের হিলি স্থলবন্দরে চলতি অর্থবছরের ৪ মাসে রাজস্ব আদায় হয়েছে ১৩৭ কোটি ৫৬ লাখ টাকা। যা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দেওয়া লক্ষ্যমাত্রার চেয়ে ৫০ কোটি টাকা কম, লক্ষ্যমাত্রা ছিলো ১৮৭ কোটি ৩৮ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার মো. বায়েজিদ হোসেন।

তিনি বলেন, চলতি অর্থবছরের গত ৪ মাসে (জুলাই থেকে অক্টোবর) জাতীয় রাজস্ব রোর্ডের (এনবিআর) বেধে দেওয়া লক্ষ্যমাত্রা ছিল ১৮৭ কোটি ৩৮ লাখ টাকা। এর বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ১৩৭ কোটি ৫৬ লাখ টাকা।

জুলাই মাসে ৪২ কোটি ৭৪ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ২৪ কোটি ৩৮ লাখ টাকা, আগস্ট মাসে ৪৯ কোটি ৬ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৩৮ কোটি ৭৪ লাখ টাকা, সেপ্টেম্বর মাসে ৪২ কোটি ১৪ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৩৬ কোটি ৯৯ লাখ টাকা ও অক্টোবর মাসে ৫৩ কোটি ৪৪ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৩৭ কোটি ৪৩ লাখ টাকা। যা এনবিআর বেধে দেওয়া লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৪৯ কোটি ৮২ লাখ টাকা কম।

গত ৪ মাসে ভারত থেকে এই বন্দরে বিভিন্ন পণ্য আমদানি হয়েছে ৪ লাখ ৬৮ হাজার ২৪১ মেট্রিক টন।

বিজনেস আওয়ার/২৪ নভেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ