ঢাকা , বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

১০ ডিসেম্বর বিএনপি-জামায়াতকে খুঁজে পাওয়া যাবে না

  • পোস্ট হয়েছে : ০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
  • 1

বিজনেস আওয়ার প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আগামী ১০ তারিখ রাজপথ আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে থাকবে। ঐদিন বিএনপি-জামায়াতকে রাজপথে খুঁজে পাওয়া যাবে না। সেদিন আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে থাকবে রাজপথ।

সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ফের নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। সবাই মিলে আমাদের দেশটাকে রক্ষা করতে হবে। দেশ রাজাকার-আলবদরের হাতে চলে যেতে দেওয়া যাবে না। তাদের হাতে ক্ষমতা গেলে দেশ ধ্বংস হয়ে যাবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে টিপু মুনশি বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। আমরা তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালী করতে চাই।

বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রোজী রহমান, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল প্রমুখ।

বর্ধিত সভায় আগামী এক মাসের মধ্যে উপজেলার ৯টি ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া উপজেলা ছাত্রলীগ ও কৃষক লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।

বিজনেস আওয়ার/০৫ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

১০ ডিসেম্বর বিএনপি-জামায়াতকে খুঁজে পাওয়া যাবে না

পোস্ট হয়েছে : ০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আগামী ১০ তারিখ রাজপথ আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে থাকবে। ঐদিন বিএনপি-জামায়াতকে রাজপথে খুঁজে পাওয়া যাবে না। সেদিন আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে থাকবে রাজপথ।

সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে রংপুরের পীরগাছা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত ফের নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। সবাই মিলে আমাদের দেশটাকে রক্ষা করতে হবে। দেশ রাজাকার-আলবদরের হাতে চলে যেতে দেওয়া যাবে না। তাদের হাতে ক্ষমতা গেলে দেশ ধ্বংস হয়ে যাবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে টিপু মুনশি বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই আওয়ামী লীগের প্রাণ। আমরা তৃণমূল আওয়ামী লীগকে শক্তিশালী করতে চাই।

বর্ধিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রোজী রহমান, পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল প্রমুখ।

বর্ধিত সভায় আগামী এক মাসের মধ্যে উপজেলার ৯টি ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া উপজেলা ছাত্রলীগ ও কৃষক লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।

বিজনেস আওয়ার/০৫ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: