ঢাকা , বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

  • পোস্ট হয়েছে : ১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • 2

বিজনেস আওয়ার প্রতিবেদক : ক্ষুদ্রঋণ ব্যবস্থা শক্তিশালী করতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরীফা খান এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং চুক্তিতে সই করেন।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ‘মাইক্রো এন্টারপ্রাইজ ফাইন্যান্সিং অ্যান্ড ক্রেডিট এনহেন্সমেন্ট প্রজেক্ট’-এর মাধ্যমে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানকে এ তহবিল সরবরাহ করবে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং এ বিষয়ে বলেছেন, ‘ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ দারিদ্র্য হ্রাস এবং শহর-গ্রামীণ অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে ভূমিকা রাখবে এই প্রকল্প।’

তিনি আরও বলেন, ‘করোনা মহামারি থেকে আর্থ-সামাজিক পুনরুদ্ধার এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য ক্ষুদ্রঋণকে শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগটি ঋণ ঝুঁকি হ্রাস করে বাণিজ্যিক ব্যাংক তহবিলকে বলিষ্ঠ করবে।’

এডিবি বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। সংস্থাটি এখন পর্যন্ত ২৭ দশমিক ২২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশকে। এছাড়া, শূন্য দশমিক ৫৩৭ বিলিয়ন ডলারের অনুদান সহায়তা দিয়েছে।

বিজনেস আওয়ার/০৭ ডিসেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

পোস্ট হয়েছে : ১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : ক্ষুদ্রঋণ ব্যবস্থা শক্তিশালী করতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরীফা খান এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং চুক্তিতে সই করেন।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ‘মাইক্রো এন্টারপ্রাইজ ফাইন্যান্সিং অ্যান্ড ক্রেডিট এনহেন্সমেন্ট প্রজেক্ট’-এর মাধ্যমে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানকে এ তহবিল সরবরাহ করবে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং এ বিষয়ে বলেছেন, ‘ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ দারিদ্র্য হ্রাস এবং শহর-গ্রামীণ অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে ভূমিকা রাখবে এই প্রকল্প।’

তিনি আরও বলেন, ‘করোনা মহামারি থেকে আর্থ-সামাজিক পুনরুদ্ধার এবং অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার জন্য ক্ষুদ্রঋণকে শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগটি ঋণ ঝুঁকি হ্রাস করে বাণিজ্যিক ব্যাংক তহবিলকে বলিষ্ঠ করবে।’

এডিবি বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। সংস্থাটি এখন পর্যন্ত ২৭ দশমিক ২২ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিয়েছে বাংলাদেশকে। এছাড়া, শূন্য দশমিক ৫৩৭ বিলিয়ন ডলারের অনুদান সহায়তা দিয়েছে।

বিজনেস আওয়ার/০৭ ডিসেম্বর, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: