ঢাকা , শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

নাটোরে ৯ হাজার কেজি ভেজাল গুড় জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

  • পোস্ট হয়েছে : ০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২
  • 7

বিজনেস আওয়ার প্রতিবেদক: রোববার দিবাগত রাতে নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজার এলাকায় র‌্যাব নাটোর ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালিয়ে ৯ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করেছে। পরে সেগুলো ধ্বংস করে এবং দুই গুড় ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১২ ডিসেম্বর) নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গতকাল রাতে চাঁচকৈড় বাজারে র‌্যাব নাটোর ক্যাম্প ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তার অভিযান পরিচালনা করে। এসময় মেসার্স ভাই ভাই গুড় কারখানার মালিক মো.দোলোয়ার হোসেনকে (৫৫) ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা এবং একই এলাকার মেসার্স আজিজ সোনার গুড় কারখানার মোলিক মো. সুজন সোনাকে ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে ৯ হাজার কেজি ভেজাল গুড়, ১৮ হাজার কেজি ভেজাল চিনির সিরাপ জব্দ করা হয়। পরে জব্দ করা ভেজাল গুড় ও সিরাপ ধ্বংস করা হয়।

নাটোরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁচকৈড় বাজারের মেসার্স ভাই ভাই গুড় কারখানা ও মেসার্স আজিজ সোনার গুড় কারখানায় র‌্যাবের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান চালিয়ে ৯ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করে তা সেগুলো ধ্বংস করা হয়েছে এবং দুই গুড় ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজনেস আওয়ার/১২ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

নাটোরে ৯ হাজার কেজি ভেজাল গুড় জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

পোস্ট হয়েছে : ০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: রোববার দিবাগত রাতে নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজার এলাকায় র‌্যাব নাটোর ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালিয়ে ৯ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করেছে। পরে সেগুলো ধ্বংস করে এবং দুই গুড় ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১২ ডিসেম্বর) নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গতকাল রাতে চাঁচকৈড় বাজারে র‌্যাব নাটোর ক্যাম্প ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তার অভিযান পরিচালনা করে। এসময় মেসার্স ভাই ভাই গুড় কারখানার মালিক মো.দোলোয়ার হোসেনকে (৫৫) ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা এবং একই এলাকার মেসার্স আজিজ সোনার গুড় কারখানার মোলিক মো. সুজন সোনাকে ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে ৯ হাজার কেজি ভেজাল গুড়, ১৮ হাজার কেজি ভেজাল চিনির সিরাপ জব্দ করা হয়। পরে জব্দ করা ভেজাল গুড় ও সিরাপ ধ্বংস করা হয়।

নাটোরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁচকৈড় বাজারের মেসার্স ভাই ভাই গুড় কারখানা ও মেসার্স আজিজ সোনার গুড় কারখানায় র‌্যাবের সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান চালিয়ে ৯ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করে তা সেগুলো ধ্বংস করা হয়েছে এবং দুই গুড় ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজনেস আওয়ার/১২ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: