ঢাকা , শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

অনলাইন জুয়ার সঙ্গে জড়িত সন্দেহে সাবেক ছাত্রলীগ নেতাসহ আটক ৬

  • পোস্ট হয়েছে : ০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
  • 10

বিজনেস আওয়ার প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে অনলাইন জুয়ার সাথে জড়িত সন্দেহে মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জামান শিপুসহ ৬জনকে আট করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে আটটা থেকে সাড়ে ১১টা পর্যন্ত গাংনী উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন শিপুর ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে গাংনী থানা পুলিশ ও মেহেরপুর জেলা ডিবি পুলিশের দুটিদল।

শিপু গাংনী পৌর এলাকার উত্তরপাড়ার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। এছাড়া যাদের পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তারা হলেন-রবিউল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের হোসেন উজ্জল, বিপুল হোসেন, চঞ্চল হোসেন ও জিয়াউর রহমান। এদের বাড়ি গাংনী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে।

মেহেরপুর জেলা ডিবি সূত্র জানায়, গাংনী উত্তরপাড়ায় সাহিদুজ্জামান শিপুর ব্যক্তিগত কার্যালয়ে অনলাইনে জুয়া খেলা হয়। শিপুর মাধ্যমে এলাকার অনেক মানুষ জুয়ার খেলার সাথে সম্পৃক্ত হয়েছে। জুয়া খেলার মাধ্যমে টাকা পাঁচার হচ্ছে বিদেশে। এমন অভিযোগে ডিবি ও গাংনী থানা পুলিশের দুটিদল রাতে শিপুর ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালায়। এসময় শিপুসহ কয়েকজন সেখানে অবস্থান করছিল। অভিযানে তাদের ব্যবহৃত ১৪টি মোবাইল ডিভাইস জব্দ করে প্রাথমিক পরীক্ষা করা হয়। দীর্ঘ সময় ধরে মোবাইল পরীক্ষা-নিরীক্ষা করে রাত ১১টার দিকে তাদের ৬জনকে পুলিশ হেফাজতে নিয়ে যায়।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক ও জেলা ডিবির ওসি সাইফুল ইসলাম।

মেহেরপুর জেলা ডিবির ওসি সাইফুল ইসলাম জানান, সাহিদুজ্জামান শিপুসহ ৬জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তাদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস হিসেবে ১৪টি মোবাইল ও সিম জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও ডিভাইসগুলো প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজনেস আওয়ার/১৪ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অনলাইন জুয়ার সঙ্গে জড়িত সন্দেহে সাবেক ছাত্রলীগ নেতাসহ আটক ৬

পোস্ট হয়েছে : ০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: মেহেরপুরের গাংনীতে অনলাইন জুয়ার সাথে জড়িত সন্দেহে মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জামান শিপুসহ ৬জনকে আট করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে আটটা থেকে সাড়ে ১১টা পর্যন্ত গাংনী উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন শিপুর ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে গাংনী থানা পুলিশ ও মেহেরপুর জেলা ডিবি পুলিশের দুটিদল।

শিপু গাংনী পৌর এলাকার উত্তরপাড়ার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। এছাড়া যাদের পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তারা হলেন-রবিউল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের হোসেন উজ্জল, বিপুল হোসেন, চঞ্চল হোসেন ও জিয়াউর রহমান। এদের বাড়ি গাংনী পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে।

মেহেরপুর জেলা ডিবি সূত্র জানায়, গাংনী উত্তরপাড়ায় সাহিদুজ্জামান শিপুর ব্যক্তিগত কার্যালয়ে অনলাইনে জুয়া খেলা হয়। শিপুর মাধ্যমে এলাকার অনেক মানুষ জুয়ার খেলার সাথে সম্পৃক্ত হয়েছে। জুয়া খেলার মাধ্যমে টাকা পাঁচার হচ্ছে বিদেশে। এমন অভিযোগে ডিবি ও গাংনী থানা পুলিশের দুটিদল রাতে শিপুর ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালায়। এসময় শিপুসহ কয়েকজন সেখানে অবস্থান করছিল। অভিযানে তাদের ব্যবহৃত ১৪টি মোবাইল ডিভাইস জব্দ করে প্রাথমিক পরীক্ষা করা হয়। দীর্ঘ সময় ধরে মোবাইল পরীক্ষা-নিরীক্ষা করে রাত ১১টার দিকে তাদের ৬জনকে পুলিশ হেফাজতে নিয়ে যায়।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক ও জেলা ডিবির ওসি সাইফুল ইসলাম।

মেহেরপুর জেলা ডিবির ওসি সাইফুল ইসলাম জানান, সাহিদুজ্জামান শিপুসহ ৬জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তাদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস হিসেবে ১৪টি মোবাইল ও সিম জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও ডিভাইসগুলো প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজনেস আওয়ার/১৪ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: