ঢাকা , শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গৃহকর্মীকে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে যুবলীগ নেত্রীসহ গ্রেফতার ২

  • পোস্ট হয়েছে : ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
  • 7

বিজনেস আওয়ার প্রতিবেদক: নোয়াখালীর সেনবাগের ছিলাদী গ্রামে এক গৃহকর্মীকে (১৫) শারীরিক নির্যাতন ও অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে মহিলা যুবলীগ নেত্রী দিলরুবা আক্তার তুহিনসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার দিলরুবা আক্তার তুহিন (৩০) সেনবাগ উপজেলা ছাতারপাইয়া ইউনিয়নের চিলাদী গ্রামের মোশারেফ হোসেনের মেয়ে ও বিবি কুলসুম (২৪) সে সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

অভিযুক্ত দিলরুবা আক্তার তুহিন সেনবাগ উপজেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বিবি কুলসুম সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সোনাইমুড়ি সীমান্ত এলাকার একটি চাইনিজ রেষ্টুরেন্ট থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

নির্যাতিতার দায়ের করা অভিযোগে বলা হয়, দিলরুবার বাসায় পাঁচ হাজার টাকা মাসিক বেতনে গৃহকর্মীর কাজ নেন। কিছুদিন পর অপর অভিযুক্ত কুলসুম অপরিচিত লোকজন নিয়ে তাকে অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করে। এক পর্যায়ে ভুক্তভোগী প্রতিবাদ করলে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে এবং রুমে আটক রাখে।

পরবর্তীতে মহিলা আওয়ামী লীগ নেত্রী দিলরুবার সোনাইমুড়ির ভাড়া বাসায় নিয়ে যায় তাকে। সেখানেও একই কায়দায় তাকে যৌন কাজে বাধ্য করার চেষ্টা করে এবং ভিডিও ধারণ করে। এক পর্যায়ে তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে যৌন কাজে বাধ্য করে। কয়েকদিন পর বাধ্য হয়ে ওই বাসা থেকে পালিয়ে যায় ভুক্তভোগী। পালিয়ে আসলেও তাকে ও তার পরিবারকে প্রাণ নাশের হুমকি দেয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছে।

পরে বিষয়টি মহিলা আওয়ামী লীগের অন্য নেত্রীদের জানালে তাদের সহায়তায় জেলা পুলিশ সুপারকে লিখিত অভিযোগ করে ভুক্তভোগী।

সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন জানান, গৃহকর্মীকে শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় দিলরুবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সোনাইমুড়ী থানার মামলা নং-১৮।

বিজনেস আওয়ার/২১ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

গৃহকর্মীকে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে যুবলীগ নেত্রীসহ গ্রেফতার ২

পোস্ট হয়েছে : ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক: নোয়াখালীর সেনবাগের ছিলাদী গ্রামে এক গৃহকর্মীকে (১৫) শারীরিক নির্যাতন ও অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগে মহিলা যুবলীগ নেত্রী দিলরুবা আক্তার তুহিনসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার দিলরুবা আক্তার তুহিন (৩০) সেনবাগ উপজেলা ছাতারপাইয়া ইউনিয়নের চিলাদী গ্রামের মোশারেফ হোসেনের মেয়ে ও বিবি কুলসুম (২৪) সে সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

অভিযুক্ত দিলরুবা আক্তার তুহিন সেনবাগ উপজেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক ও বিবি কুলসুম সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সোনাইমুড়ি সীমান্ত এলাকার একটি চাইনিজ রেষ্টুরেন্ট থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

নির্যাতিতার দায়ের করা অভিযোগে বলা হয়, দিলরুবার বাসায় পাঁচ হাজার টাকা মাসিক বেতনে গৃহকর্মীর কাজ নেন। কিছুদিন পর অপর অভিযুক্ত কুলসুম অপরিচিত লোকজন নিয়ে তাকে অনৈতিক কাজে বাধ্য করার চেষ্টা করে। এক পর্যায়ে ভুক্তভোগী প্রতিবাদ করলে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে এবং রুমে আটক রাখে।

পরবর্তীতে মহিলা আওয়ামী লীগ নেত্রী দিলরুবার সোনাইমুড়ির ভাড়া বাসায় নিয়ে যায় তাকে। সেখানেও একই কায়দায় তাকে যৌন কাজে বাধ্য করার চেষ্টা করে এবং ভিডিও ধারণ করে। এক পর্যায়ে তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে যৌন কাজে বাধ্য করে। কয়েকদিন পর বাধ্য হয়ে ওই বাসা থেকে পালিয়ে যায় ভুক্তভোগী। পালিয়ে আসলেও তাকে ও তার পরিবারকে প্রাণ নাশের হুমকি দেয়ায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছে।

পরে বিষয়টি মহিলা আওয়ামী লীগের অন্য নেত্রীদের জানালে তাদের সহায়তায় জেলা পুলিশ সুপারকে লিখিত অভিযোগ করে ভুক্তভোগী।

সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন জানান, গৃহকর্মীকে শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় দিলরুবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সোনাইমুড়ী থানার মামলা নং-১৮।

বিজনেস আওয়ার/২১ ডিসেম্বর, ২০২২/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: