ঢাকা , সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

দেশে স্বাস্থ্য খাতে মাথাপিছু ব্যয় সাড়ে চার হাজার টাকা

  • পোস্ট হয়েছে : ০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
  • 16

বিজনেস আওয়ার প্রতিবেদক : ২০২০ সালে স্বাস্থ্য খাতে সরকারের মাথাপিছু ব্যয় ৪ হাজার ৫৭৮ টাকা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এ তথ‌্য জানিয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের আয়োজনে বাংলাদেশ ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টসের (বিএনএইচএর) ষষ্ঠ রাউন্ডের চূড়ান্ত ফল ঘোষণা কর্মশালায় এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে জানানো হয়, বিভিন্ন বিভাগের স্বাস্থ্য খাতে মোট খরচের সর্বোচ্চ ৩৭ শতাংশ ঢাকা বিভাগে, সবচেয়ে কম তিন শতাংশ ময়মনসিংহ বিভাগে। মাথাপিছু হিসেবে স্বাস্থ্য খাতে ঢাকা বিভাগে জনপ্রতি ব‌্যয় হয়েছে ৭ হাজার ৩৯ টাকা এবং ময়মনসিংহে ২ হাজার ৬০ টাকা।

বিএনএইচএর তথ্যানুসারে ২০১৫ সালে স্বাস্থ্য খাতে মাথাপিছু খরচ ছিল ৩৭ ডলার, যা ২০২০ সালে বেড়ে ৫৪ ডলার হয়েছে।

আরো জানানো হয়, সরকারি ব্যয়ের মধ্যে মোট ৯৩ শতাংশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বহন করে। অন্যান্য মন্ত্রণালয় এবং সিটি করপোরেশন সম্মিলিতভাবে বাকি সাত শতাংশ খরচ বহন করে।

এছাড়া বেসরকারি ব্যয়ের মোট ৮৯ শতাংশ ব্যক্তি পর্যায়ে নিজ পকেট থেকে করতে হয় এবং বাকি ১১ শতাংশ বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থা, এনজিও এবং প্রাইভেট হেলথ ইনস্যুরেন্সের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে।

বিজনেস আওয়ার/০৪ জানুয়ারি, ২০২৩/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দেশে স্বাস্থ্য খাতে মাথাপিছু ব্যয় সাড়ে চার হাজার টাকা

পোস্ট হয়েছে : ০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : ২০২০ সালে স্বাস্থ্য খাতে সরকারের মাথাপিছু ব্যয় ৪ হাজার ৫৭৮ টাকা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এ তথ‌্য জানিয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের আয়োজনে বাংলাদেশ ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টসের (বিএনএইচএর) ষষ্ঠ রাউন্ডের চূড়ান্ত ফল ঘোষণা কর্মশালায় এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে জানানো হয়, বিভিন্ন বিভাগের স্বাস্থ্য খাতে মোট খরচের সর্বোচ্চ ৩৭ শতাংশ ঢাকা বিভাগে, সবচেয়ে কম তিন শতাংশ ময়মনসিংহ বিভাগে। মাথাপিছু হিসেবে স্বাস্থ্য খাতে ঢাকা বিভাগে জনপ্রতি ব‌্যয় হয়েছে ৭ হাজার ৩৯ টাকা এবং ময়মনসিংহে ২ হাজার ৬০ টাকা।

বিএনএইচএর তথ্যানুসারে ২০১৫ সালে স্বাস্থ্য খাতে মাথাপিছু খরচ ছিল ৩৭ ডলার, যা ২০২০ সালে বেড়ে ৫৪ ডলার হয়েছে।

আরো জানানো হয়, সরকারি ব্যয়ের মধ্যে মোট ৯৩ শতাংশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বহন করে। অন্যান্য মন্ত্রণালয় এবং সিটি করপোরেশন সম্মিলিতভাবে বাকি সাত শতাংশ খরচ বহন করে।

এছাড়া বেসরকারি ব্যয়ের মোট ৮৯ শতাংশ ব্যক্তি পর্যায়ে নিজ পকেট থেকে করতে হয় এবং বাকি ১১ শতাংশ বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থা, এনজিও এবং প্রাইভেট হেলথ ইনস্যুরেন্সের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে।

বিজনেস আওয়ার/০৪ জানুয়ারি, ২০২৩/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: