ঢাকা , শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে ইয়াসিনের বিরুদ্ধে হাইকোর্টের তদন্তের নির্দেশ

  • পোস্ট হয়েছে : ০২:১৮ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
  • 4

বিজনেস আওয়ার প্রতিবেদক: জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান এফএমসি ডকইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইয়াসিন চৌধুরীর এক হাজার ২৪৩ কোটি ৫৩ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৮ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), পুলিশের গোয়েন্দা বিভাগ (সিআইডি), দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এ আদেশ দেন।

এ সময় আদালতে দুদকের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক উপস্থিত ছিলেন।

হাইকোর্ট দুই সপ্তাহের মধ্যে বিএফআইইউ, সিআইডি ও দুদককে বিষয়টি তদন্ত করে রুলের জবাব দিতে আগামী ৯ মার্চ শুনানির দিন ধার্য করেন।
অভিযোগ রয়েছে, ইয়াসিন চৌধুরী বিদেশে অবস্থান করে সরকারবিরোধী নানা তৎপরতাসহ আন্দোলনে মদদ ও অর্থের জোগান দিচ্ছেন। গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে যোগাযোগ ও নুরের দল পরিচালনায় এবং আন্দোলনে অর্থের জোগান দিচ্ছেন ইয়াসিন।

উল্লেখ্য, ইয়াসিন গ্রাহকদের সঙ্গে প্রতারণা ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ বাবদ প্রায় দেড় হাজার কোটি টাকা আত্মসাৎ করেন। যার মধ্যে শুধু ব্যাংকের পাওনার পরিমাণ এক হাজার ২৪৩ কোটি ৫৩ লাখ টাকা।

বিজনেস আওয়ার/০৮ জানুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে ইয়াসিনের বিরুদ্ধে হাইকোর্টের তদন্তের নির্দেশ

পোস্ট হয়েছে : ০২:১৮ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান এফএমসি ডকইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইয়াসিন চৌধুরীর এক হাজার ২৪৩ কোটি ৫৩ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৮ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), পুলিশের গোয়েন্দা বিভাগ (সিআইডি), দুর্নীতি দমন কমিশনকে (দুদক) এ আদেশ দেন।

এ সময় আদালতে দুদকের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক উপস্থিত ছিলেন।

হাইকোর্ট দুই সপ্তাহের মধ্যে বিএফআইইউ, সিআইডি ও দুদককে বিষয়টি তদন্ত করে রুলের জবাব দিতে আগামী ৯ মার্চ শুনানির দিন ধার্য করেন।
অভিযোগ রয়েছে, ইয়াসিন চৌধুরী বিদেশে অবস্থান করে সরকারবিরোধী নানা তৎপরতাসহ আন্দোলনে মদদ ও অর্থের জোগান দিচ্ছেন। গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে যোগাযোগ ও নুরের দল পরিচালনায় এবং আন্দোলনে অর্থের জোগান দিচ্ছেন ইয়াসিন।

উল্লেখ্য, ইয়াসিন গ্রাহকদের সঙ্গে প্রতারণা ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ বাবদ প্রায় দেড় হাজার কোটি টাকা আত্মসাৎ করেন। যার মধ্যে শুধু ব্যাংকের পাওনার পরিমাণ এক হাজার ২৪৩ কোটি ৫৩ লাখ টাকা।

বিজনেস আওয়ার/০৮ জানুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: