ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মার্শাল আর্ট ফাইটার হলেন ওয়াসিম আকরামের ছেলে

  • পোস্ট হয়েছে : ০২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩
  • 0

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের তারকা ক্রিকেটার ওয়াসিম আকরাম। সুলতান অব সুইং বলা হয় তাকে। ক্রিকেটার বাবার ছেলেরা সাধারণত ক্রিকেটার হওয়ার চেষ্টা করেন। তবে ওয়াসিমের ছেলে তৈমূর আকরাম হাঁটলেন ভিন্ন পথে। ক্রিকেটার নন, তিনি হয়েছেন মিক্সড মার্শাল আর্ট (এমএমএ) ফাইটার।

ওয়াসিম আকরাম জানিয়েছেন, তার তিন সন্তান- তৈমূর আকরাম, আকবর আকরাম ও আইলা সাবেন রোজ আকরাম। তার বড় ছেলে সম্প্রতি বেশ কয়েকটি অ্যামেচার এমএমএ ফাইটে অংশ নিয়েছেন।

ছেলেকে কখনো ক্রিকেটার বানাতে চেয়েছিলেন কিনা? এমন প্রশ্নের জবাবে ওয়াসিম জানান, তার ছেলে বড় হয়েছে আমেরিকায়। সেখানে ক্রিকেট খুব একটা জনপ্রিয় না। খুব বেশি খেলাও হয় না সেখানে।

তিনি আরও জানান, অবশ্য আমি আমার সন্তানদের তাদের মতো করে জীবন গড়ার স্বাধীনতা দিয়েছি। তাদের যা ভালো লাগে সেভাবেই তারা জীবন গড়ুক। সেক্ষেত্রে তারা যদি ফাইটার হতে চায়, সেটাই হোক।

ওয়াসিম আকরাম ১৯৮৫ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ১০৪টি টেস্ট ম্যাচ খেলে ২৩.৬২ গড়ে ৪১৪ উইকেট শিকার করেন। আর ১৯৮৩ থেকে ২০০৩ সালের মধ্যে ৩৫৬ ওয়ানডে খেলে ২৩.৫২ গড়ে উইকেট নেন ৫০২টি। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় তিনি আছেন দুইয়ে। আর পেসার হিসেবে শীর্ষে।

বিজনেস আওয়ার/১৫ জানুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মার্শাল আর্ট ফাইটার হলেন ওয়াসিম আকরামের ছেলে

পোস্ট হয়েছে : ০২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের তারকা ক্রিকেটার ওয়াসিম আকরাম। সুলতান অব সুইং বলা হয় তাকে। ক্রিকেটার বাবার ছেলেরা সাধারণত ক্রিকেটার হওয়ার চেষ্টা করেন। তবে ওয়াসিমের ছেলে তৈমূর আকরাম হাঁটলেন ভিন্ন পথে। ক্রিকেটার নন, তিনি হয়েছেন মিক্সড মার্শাল আর্ট (এমএমএ) ফাইটার।

ওয়াসিম আকরাম জানিয়েছেন, তার তিন সন্তান- তৈমূর আকরাম, আকবর আকরাম ও আইলা সাবেন রোজ আকরাম। তার বড় ছেলে সম্প্রতি বেশ কয়েকটি অ্যামেচার এমএমএ ফাইটে অংশ নিয়েছেন।

ছেলেকে কখনো ক্রিকেটার বানাতে চেয়েছিলেন কিনা? এমন প্রশ্নের জবাবে ওয়াসিম জানান, তার ছেলে বড় হয়েছে আমেরিকায়। সেখানে ক্রিকেট খুব একটা জনপ্রিয় না। খুব বেশি খেলাও হয় না সেখানে।

তিনি আরও জানান, অবশ্য আমি আমার সন্তানদের তাদের মতো করে জীবন গড়ার স্বাধীনতা দিয়েছি। তাদের যা ভালো লাগে সেভাবেই তারা জীবন গড়ুক। সেক্ষেত্রে তারা যদি ফাইটার হতে চায়, সেটাই হোক।

ওয়াসিম আকরাম ১৯৮৫ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ১০৪টি টেস্ট ম্যাচ খেলে ২৩.৬২ গড়ে ৪১৪ উইকেট শিকার করেন। আর ১৯৮৩ থেকে ২০০৩ সালের মধ্যে ৩৫৬ ওয়ানডে খেলে ২৩.৫২ গড়ে উইকেট নেন ৫০২টি। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় তিনি আছেন দুইয়ে। আর পেসার হিসেবে শীর্ষে।

বিজনেস আওয়ার/১৫ জানুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: