ঢাকা , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে দেড় লাখ পিপিপিই রফতানি করল বাংলাদেশ

  • পোস্ট হয়েছে : ০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০
  • 67

বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশ থেকে ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট) আমদানি করছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে দেশটির কাছ থেকে ৬৫ লাখ পিপিইর অর্ডারও পেয়েছে বাংলাদেশ। এর প্রথম অংশ সোমবার (২৫ মে) ঈদের দিনই হস্তান্তর করা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, বাংলাদেশ আজ ১.৫ লাখ (৬৫ লাখের মধ্যে) পিপিই রফতানি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। হস্তান্তর অনুষ্ঠানের ছবি পোস্ট করে নিজের ভালো লাগার কথাও জানিয়েছেন মন্ত্রী।

এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওই রফতানি আদেশের প্রথম অংশটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ লাখের কাছাকাছি। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৬ লাখ ৬৬ হাজার ৮২৯ জন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। একইসঙ্গে দেশটিতে কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষাসামগ্রীরও সংকট দেখা দিয়েছে।

বিজনেস আওয়ার/২৫ মে, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

যুক্তরাষ্ট্রে দেড় লাখ পিপিপিই রফতানি করল বাংলাদেশ

পোস্ট হয়েছে : ০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশ থেকে ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট) আমদানি করছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে দেশটির কাছ থেকে ৬৫ লাখ পিপিইর অর্ডারও পেয়েছে বাংলাদেশ। এর প্রথম অংশ সোমবার (২৫ মে) ঈদের দিনই হস্তান্তর করা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, বাংলাদেশ আজ ১.৫ লাখ (৬৫ লাখের মধ্যে) পিপিই রফতানি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। হস্তান্তর অনুষ্ঠানের ছবি পোস্ট করে নিজের ভালো লাগার কথাও জানিয়েছেন মন্ত্রী।

এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওই রফতানি আদেশের প্রথম অংশটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ লাখের কাছাকাছি। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৬ লাখ ৬৬ হাজার ৮২৯ জন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। একইসঙ্গে দেশটিতে কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষাসামগ্রীরও সংকট দেখা দিয়েছে।

বিজনেস আওয়ার/২৫ মে, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: