ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ারবাজারে বড় উন্নতি : বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার

  • পোস্ট হয়েছে : ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
  • 0

বিজনেস আওয়ার প্রতিবেদক : একদিনের ব্যবধানে মঙ্গলবার (১৭ জানুয়ারি) দেশের শেয়ারবাজারে বড় উন্নতি হয়েছে। এদিন মূল্যসূচক বাড়ার পাশাপাশি লেনদেন ছাড়িয়ে গেছে ৯০০ কোটি টাকার। যা গত কয়েকদিন ধরে টানা বেড়ে এই অবস্থানে উঠে এসেছে। লেনদেনের এই উত্থান বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার তৈরী করেছে।

জানা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৮২ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৭২ পয়েন্টে এবং ২২১৫ পয়েন্টে।

এর আগে গতকাল বা সোমবার ডিএসইএক্স কমেছিল ৪ পয়েন্ট। তবে তার আগের ৪ কার্যদিবস টানা বেড়েছিল। এরমধ্যে ১০ জানুয়ারি (মঙ্গলবার) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছিল ১৪ পয়েন্ট। যা ১১ জানুয়ারি (বুধবার) ৪ পয়েন্ট, ১২ জানুয়ারি (বৃহস্পতিবার) ৬ পয়েন্ট ও ১৫ জানুয়ারি (রবিবার) ৩৫ পয়েন্ট বেড়েছিল।

ডিএসইতে আজ ৯০০ কোটি ৪৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৮৬ কোটি ৭১ লাখ টাকা বা ২৬% বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭১৩ কোটি ৭৭ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৯টির বা ৩১.৯০ শতাংশের, শেয়ার দর কমেছে ৬৮টির বা ১৮.২৩ শতাংশের এবং ১৮৬টির বা ৪৯.৮৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

এদিন ডিএসইতে সবচেয়ে বেশি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ৫৯ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরের অবস্থানে থাকে জেনেক্স ইনফোসিসের ৫২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩৭ কোটি ১৪ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৫৩০ পয়েন্টে। সিএসইতে আজ ২১৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৮টির দর বেড়েছে, কমেছে ৩৭টির এবং ১০৩ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে আজ ৪২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বিজনেস আওয়ার/১৭ জানুয়ারি, ২০২৩/এসএম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শেয়ারবাজারে বড় উন্নতি : বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার

পোস্ট হয়েছে : ০৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : একদিনের ব্যবধানে মঙ্গলবার (১৭ জানুয়ারি) দেশের শেয়ারবাজারে বড় উন্নতি হয়েছে। এদিন মূল্যসূচক বাড়ার পাশাপাশি লেনদেন ছাড়িয়ে গেছে ৯০০ কোটি টাকার। যা গত কয়েকদিন ধরে টানা বেড়ে এই অবস্থানে উঠে এসেছে। লেনদেনের এই উত্থান বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার তৈরী করেছে।

জানা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৮২ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৭২ পয়েন্টে এবং ২২১৫ পয়েন্টে।

এর আগে গতকাল বা সোমবার ডিএসইএক্স কমেছিল ৪ পয়েন্ট। তবে তার আগের ৪ কার্যদিবস টানা বেড়েছিল। এরমধ্যে ১০ জানুয়ারি (মঙ্গলবার) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছিল ১৪ পয়েন্ট। যা ১১ জানুয়ারি (বুধবার) ৪ পয়েন্ট, ১২ জানুয়ারি (বৃহস্পতিবার) ৬ পয়েন্ট ও ১৫ জানুয়ারি (রবিবার) ৩৫ পয়েন্ট বেড়েছিল।

ডিএসইতে আজ ৯০০ কোটি ৪৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৮৬ কোটি ৭১ লাখ টাকা বা ২৬% বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭১৩ কোটি ৭৭ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৯টির বা ৩১.৯০ শতাংশের, শেয়ার দর কমেছে ৬৮টির বা ১৮.২৩ শতাংশের এবং ১৮৬টির বা ৪৯.৮৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

এদিন ডিএসইতে সবচেয়ে বেশি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির ৫৯ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরের অবস্থানে থাকে জেনেক্স ইনফোসিসের ৫২ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩৭ কোটি ১৪ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৫৩০ পয়েন্টে। সিএসইতে আজ ২১৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৮টির দর বেড়েছে, কমেছে ৩৭টির এবং ১০৩ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে আজ ৪২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

বিজনেস আওয়ার/১৭ জানুয়ারি, ২০২৩/এসএম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: