ঢাকা , রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

১২ দিন সংসার করেই ১০৬ কোটি টাকা পাচ্ছেন পামেলা!

  • পোস্ট হয়েছে : ০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
  • 0

বিনোদন ডেস্ক: হলিউডের ‘বেওয়াচ’খ্যাত অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। ২০২০ সালের জানুয়ারি মাসে মালিবুতে ‘ব্যাটমান’, ‘সুপারম্যান রিটার্নস’র মতো জনপ্রিয় সিনেমার প্রযোজক জন পিটার্সের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

তবে সেই বিয়ে ১২ দিনের বেশি টেকেনি। সেই বছরই ১ ফেব্রুয়ারি বিচ্ছেদের জন্য আইনি পথে আবেদন জানান নবদম্পতি। এ নিয়ে কম আলোচন হয়নি। যা এখনও থামেনি।

তবে বিচ্ছেদ মানেই কি ভালোবাসায় ইতি? জন পিটার্স অন্তত তা ভুল প্রমাণ করেছেন। নিজের উইলে সাবেক স্ত্রী পামেলা অ্যান্ডারসনের জন্য রেখে যাচ্ছেন ১০ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১০৬ কোটিরও বেশি!

আশির দশক থেকেই পরিচয় ছিল পামেলা ও জনের। ১৯৮০ সালে প্রথম প্লে-বয় ম্যানসনে পামেলাকে দেখেন জন পিটার্স। পামেলা তখন ১৯ বছরের কিশোরী। প্রথম দেখাতেই পামেলাকে মনে ধরেছিল জনের। তারপর কেটে গেছে প্রায় ৩০ বছর।

একে অপরের বন্ধু হিসেবে বিপদে-আপদে পাশে থেকেছেন পামেলা ও জন। তারপর হঠাৎ বিয়ের প্রস্তাব। জনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন পামেলা। মোবাইলে এসএমএস করে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।

জন পিটার্স জানান, সেই সময় অন্য এক নারীর বাগদত্তা ছিলেন তিনি, তবে পামেলার হাতছানি উপেক্ষা করতে পারেননি তিনি।

বিজনেস আওয়ার/২৮ জানুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

১২ দিন সংসার করেই ১০৬ কোটি টাকা পাচ্ছেন পামেলা!

পোস্ট হয়েছে : ০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩

বিনোদন ডেস্ক: হলিউডের ‘বেওয়াচ’খ্যাত অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। ২০২০ সালের জানুয়ারি মাসে মালিবুতে ‘ব্যাটমান’, ‘সুপারম্যান রিটার্নস’র মতো জনপ্রিয় সিনেমার প্রযোজক জন পিটার্সের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

তবে সেই বিয়ে ১২ দিনের বেশি টেকেনি। সেই বছরই ১ ফেব্রুয়ারি বিচ্ছেদের জন্য আইনি পথে আবেদন জানান নবদম্পতি। এ নিয়ে কম আলোচন হয়নি। যা এখনও থামেনি।

তবে বিচ্ছেদ মানেই কি ভালোবাসায় ইতি? জন পিটার্স অন্তত তা ভুল প্রমাণ করেছেন। নিজের উইলে সাবেক স্ত্রী পামেলা অ্যান্ডারসনের জন্য রেখে যাচ্ছেন ১০ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ১০৬ কোটিরও বেশি!

আশির দশক থেকেই পরিচয় ছিল পামেলা ও জনের। ১৯৮০ সালে প্রথম প্লে-বয় ম্যানসনে পামেলাকে দেখেন জন পিটার্স। পামেলা তখন ১৯ বছরের কিশোরী। প্রথম দেখাতেই পামেলাকে মনে ধরেছিল জনের। তারপর কেটে গেছে প্রায় ৩০ বছর।

একে অপরের বন্ধু হিসেবে বিপদে-আপদে পাশে থেকেছেন পামেলা ও জন। তারপর হঠাৎ বিয়ের প্রস্তাব। জনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন পামেলা। মোবাইলে এসএমএস করে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।

জন পিটার্স জানান, সেই সময় অন্য এক নারীর বাগদত্তা ছিলেন তিনি, তবে পামেলার হাতছানি উপেক্ষা করতে পারেননি তিনি।

বিজনেস আওয়ার/২৮ জানুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: