ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

স্ত্রীকে গণধর্ষণ ও স্বামীকে হত্যা : ১৪ বছর পর গ্রেপ্তার

  • পোস্ট হয়েছে : ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
  • 21

বিজনেস আওয়ার প্রতিবেদক: প্রায় ১৪ বছর আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক নারীকে ধর্ষণের পর স্বামীসহ হত্যার ঘটনায় মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি লোকমানকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে মোহাম্মদপুরের বসিলায় র‍্যাব-২ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন অ্যাডিশনাল ডিআইজি মো. আনোয়ার হোসেন খান।

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, ২০০৯ সালের ১১ আগস্ট খাদিজা বেগম ও আব্দুর রহমানের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এক পর্যায়ে স্ত্রী খাদিজাকে হত্যার জন্য আব্দুর রহমান ভাড়া করা সন্ত্রাসীদের হাতে তুলে দেয়। খাদিজাকে সন্ত্রাসীরা একটি নির্জন স্থানে নিয়ে গণধর্ষণের পর হত্যা করে এবং সন্ত্রাসীরা হত্যার পর চুক্তি অনুযায়ী স্বামী আব্দুর রহমানের নিকট ১০ হাজার টাকা দাবি করে। আব্দুর রহমান টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকেও হত্যা করে দুজনকেই পরিত্যক্ত ডোবার কচুরিপানার নিচে লাশ গুম করে রাখে।

এ ঘটনায় নিহতের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে লোকমানসহ ছয়জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে লোকমান পলাতক ছিলেন।

তিনি আরও জানান, এ মামলার বিচারিক কার্যক্রম শেষে ২০২২ সালে আদালত আসামিদের মৃত্যুদণ্ড প্রদান করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, রায় ঘোষণার পর থেকে লোকমান আত্মগোপনে ছিল। পরবর্তীতে ঘটনার গুরুত্ব বিবেচনা করে আসামিদের গ্রেফতারের উদ্দেশ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ এর একটি আভিযানিক দল কেরানীগঞ্জের নবাবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লোকমানকে গ্রেপ্তার করে।

বিজনেস আওয়ার/১৪ ফেব্রুয়ারি, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

স্ত্রীকে গণধর্ষণ ও স্বামীকে হত্যা : ১৪ বছর পর গ্রেপ্তার

পোস্ট হয়েছে : ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: প্রায় ১৪ বছর আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক নারীকে ধর্ষণের পর স্বামীসহ হত্যার ঘটনায় মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি লোকমানকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে মোহাম্মদপুরের বসিলায় র‍্যাব-২ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন অ্যাডিশনাল ডিআইজি মো. আনোয়ার হোসেন খান।

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, ২০০৯ সালের ১১ আগস্ট খাদিজা বেগম ও আব্দুর রহমানের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। এক পর্যায়ে স্ত্রী খাদিজাকে হত্যার জন্য আব্দুর রহমান ভাড়া করা সন্ত্রাসীদের হাতে তুলে দেয়। খাদিজাকে সন্ত্রাসীরা একটি নির্জন স্থানে নিয়ে গণধর্ষণের পর হত্যা করে এবং সন্ত্রাসীরা হত্যার পর চুক্তি অনুযায়ী স্বামী আব্দুর রহমানের নিকট ১০ হাজার টাকা দাবি করে। আব্দুর রহমান টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকেও হত্যা করে দুজনকেই পরিত্যক্ত ডোবার কচুরিপানার নিচে লাশ গুম করে রাখে।

এ ঘটনায় নিহতের বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে লোকমানসহ ছয়জনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে লোকমান পলাতক ছিলেন।

তিনি আরও জানান, এ মামলার বিচারিক কার্যক্রম শেষে ২০২২ সালে আদালত আসামিদের মৃত্যুদণ্ড প্রদান করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, রায় ঘোষণার পর থেকে লোকমান আত্মগোপনে ছিল। পরবর্তীতে ঘটনার গুরুত্ব বিবেচনা করে আসামিদের গ্রেফতারের উদ্দেশ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ এর একটি আভিযানিক দল কেরানীগঞ্জের নবাবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লোকমানকে গ্রেপ্তার করে।

বিজনেস আওয়ার/১৪ ফেব্রুয়ারি, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: