ঢাকা , শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দেশে চশমার উৎপাদন বাড়ানোর আহ্বান

  • পোস্ট হয়েছে : ১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
  • 3

বিজনেস আওয়ার প্রতিবেদক : চশমা ব্যবসায়ীদের আমদানি নির্ভরতা কমিয়ে দেশেই উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন ব্যবাসয়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। বৃহস্পতিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ চশমা শিল্প ও বণিক সমিতি আয়োজিত ১০ম বাংলা অপটিকা-২০২৩ (আন্তর্জাতিক অপটিক্যাল ফেয়ার) এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জসিম উদ্দিন বলেন, অবৈধভাবে চশমা আমদানি প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। চশমা একটি অতি জরুরি পণ্য, এর চাহিদাও অনেক। কিন্তু চাহিদার পুরোটাই আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। অথচ চশমার উৎপাদন প্রক্রিয়া কঠিন কোন কাজ নয়। প্রয়োজনে কাঁচামাল আমদানি করে দেশেই চশমা উৎপাদন করতে হবে উদ্যোক্তাদের।

চশমা শিল্পের প্রসার এবং সংকট নিরসনে আগামি বাজেটের আগেই ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে অর্থমন্ত্রণালয়সহ জাতীয় রাজস্ব বোর্ডের সাথে আলোচনার পদক্ষেপ নেয়া হবে বলেন জসিম উদ্দিন। চশমা শিল্পের উন্নয়নে এফবিসিসিআই সব ধরণের সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন।

বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার জানিয়ে জসিম উদ্দিন বলেন, এই সুযোগ ব্যবসায়ীদের কাজে লাগাতে হবে। দেশে দক্ষ জনশক্তি রয়েছে, উন্নত প্রযুক্তি রয়েছে। সরকারও সহযোগিতা দিচ্ছে। তাই দেশে চশমাশিল্প গড়ে না ওঠার কোনো কারণ নেই।

বাংলাদেশ চশমাশিল্প ও বণিক সমিতির সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক নিজাম উদ্দিন রাজেশ, হাফেজ হারুন, বাংলাদেশ অপটিক্যাল ইন্ডাস্ট্রিজ এন্ড ট্রেডার্স এসোসিয়েশনের (বোটা) সভাপতি সানাউল্লাহ খান, মেলা কমিটির চেয়ারম্যান মো. বাবুল হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (বোটা) মো. মিজানুর রহমান, ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন খান প্রমুখ।

বিজনেস আওয়ার/১৬ ফেব্রুয়ারি, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দেশে চশমার উৎপাদন বাড়ানোর আহ্বান

পোস্ট হয়েছে : ১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : চশমা ব্যবসায়ীদের আমদানি নির্ভরতা কমিয়ে দেশেই উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন ব্যবাসয়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। বৃহস্পতিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ চশমা শিল্প ও বণিক সমিতি আয়োজিত ১০ম বাংলা অপটিকা-২০২৩ (আন্তর্জাতিক অপটিক্যাল ফেয়ার) এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জসিম উদ্দিন বলেন, অবৈধভাবে চশমা আমদানি প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। চশমা একটি অতি জরুরি পণ্য, এর চাহিদাও অনেক। কিন্তু চাহিদার পুরোটাই আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। অথচ চশমার উৎপাদন প্রক্রিয়া কঠিন কোন কাজ নয়। প্রয়োজনে কাঁচামাল আমদানি করে দেশেই চশমা উৎপাদন করতে হবে উদ্যোক্তাদের।

চশমা শিল্পের প্রসার এবং সংকট নিরসনে আগামি বাজেটের আগেই ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে অর্থমন্ত্রণালয়সহ জাতীয় রাজস্ব বোর্ডের সাথে আলোচনার পদক্ষেপ নেয়া হবে বলেন জসিম উদ্দিন। চশমা শিল্পের উন্নয়নে এফবিসিসিআই সব ধরণের সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন।

বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার জানিয়ে জসিম উদ্দিন বলেন, এই সুযোগ ব্যবসায়ীদের কাজে লাগাতে হবে। দেশে দক্ষ জনশক্তি রয়েছে, উন্নত প্রযুক্তি রয়েছে। সরকারও সহযোগিতা দিচ্ছে। তাই দেশে চশমাশিল্প গড়ে না ওঠার কোনো কারণ নেই।

বাংলাদেশ চশমাশিল্প ও বণিক সমিতির সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক নিজাম উদ্দিন রাজেশ, হাফেজ হারুন, বাংলাদেশ অপটিক্যাল ইন্ডাস্ট্রিজ এন্ড ট্রেডার্স এসোসিয়েশনের (বোটা) সভাপতি সানাউল্লাহ খান, মেলা কমিটির চেয়ারম্যান মো. বাবুল হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (বোটা) মো. মিজানুর রহমান, ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন খান প্রমুখ।

বিজনেস আওয়ার/১৬ ফেব্রুয়ারি, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: