ঢাকা , শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বুলগেরিয়ায় পরিত্যক্ত ট্রাক থেকে ১৮ মরদেহ উদ্ধার

  • পোস্ট হয়েছে : ০৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
  • 4

আন্তর্জাতিক ডেস্ক: বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার কাছে একটি পরিত্যক্ত ট্রাক থেকে কমপক্ষে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে এক শিশুর মরদেহও রয়েছে। এছাড়া এই ঘটনায় আরও বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, পুলিশ কাঠবোঝাই ট্রাকের এক গোপন বগি থেকে শরণার্থীদের উদ্ধার করে। উদ্ধার হওয়া শরণার্থীরা কোন দেশের নাগরিক তা এখনও জানা যায়নি। ট্রাক চালককে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী আসান মেদঝিদিভ বলেছেন, অসুস্থ অবস্থায় পাঁচ শিশুসহ ৩৪ জনকে সোফিয়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মেদঝিদিভ সাংবাদিকদের জানিয়েছেন, তালাবদ্ধ ওই ট্রাকে অক্সিজেনের অভাব ছিল। শরণার্থীরা ঠাণ্ডায় হিমায়িত অবস্থায় ছিল। তারা বেশ কয়েক দিন ধরে খায়নি।

ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের জন্য মধ্যপ্রাচ্য এবং আফগানিস্তান থেকে আসা উদ্বাস্তু এবং অভিবাসীদের নিয়ে যাওয়ার একটি রুট হিসেবে বুলগেরিয়াকে ব্যবহার করা হয়।

অভিবাসীদের বেশিরভাগই ইইউর দরিদ্রতম রাষ্ট্র বুলগেরিয়ায় থাকতে চায় না। এজন্য তারা চোরাকারবারিদের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে পশ্চিম ইউরোপের ধনী দেশগুলোতে যাওয়ার চেষ্টা করে।

বিজনেস আওয়ার/১৮ ফেব্রুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বুলগেরিয়ায় পরিত্যক্ত ট্রাক থেকে ১৮ মরদেহ উদ্ধার

পোস্ট হয়েছে : ০৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার কাছে একটি পরিত্যক্ত ট্রাক থেকে কমপক্ষে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে এক শিশুর মরদেহও রয়েছে। এছাড়া এই ঘটনায় আরও বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, পুলিশ কাঠবোঝাই ট্রাকের এক গোপন বগি থেকে শরণার্থীদের উদ্ধার করে। উদ্ধার হওয়া শরণার্থীরা কোন দেশের নাগরিক তা এখনও জানা যায়নি। ট্রাক চালককে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী আসান মেদঝিদিভ বলেছেন, অসুস্থ অবস্থায় পাঁচ শিশুসহ ৩৪ জনকে সোফিয়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মেদঝিদিভ সাংবাদিকদের জানিয়েছেন, তালাবদ্ধ ওই ট্রাকে অক্সিজেনের অভাব ছিল। শরণার্থীরা ঠাণ্ডায় হিমায়িত অবস্থায় ছিল। তারা বেশ কয়েক দিন ধরে খায়নি।

ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের জন্য মধ্যপ্রাচ্য এবং আফগানিস্তান থেকে আসা উদ্বাস্তু এবং অভিবাসীদের নিয়ে যাওয়ার একটি রুট হিসেবে বুলগেরিয়াকে ব্যবহার করা হয়।

অভিবাসীদের বেশিরভাগই ইইউর দরিদ্রতম রাষ্ট্র বুলগেরিয়ায় থাকতে চায় না। এজন্য তারা চোরাকারবারিদের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে পশ্চিম ইউরোপের ধনী দেশগুলোতে যাওয়ার চেষ্টা করে।

বিজনেস আওয়ার/১৮ ফেব্রুয়ারি, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: