ঢাকা , মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

হাথুরুসিংহের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট উপকৃত হবে:হেরাথ

  • পোস্ট হয়েছে : ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
  • 2

ক্রীড়া ডেস্ক: স্বদেশি চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশের প্রধান কোচ হওয়াতে রোমাঞ্চিত স্পিন কোচ রঙ্গনা হেরাথ। হাথুরুসিংহের অধীনে হেরাথ শ্রীলঙ্কার জার্সিতে খেলেছেন, এবার একই সঙ্গে কাজ করবেন কোচ হিসেবে।

হাথুরুসিংহে কোচ হওয়াতে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যত ভালো হবে বলে মনে করেন হেরাথ। হাথুরুসিংহেকে নিয় এক প্রতিক্রিয়া দিতে গিয়ে রোববার (১৯ ফেব্রুয়ারি) এমন মন্তব্য করেন মিরাজ-তাইজুলদের গুরু।

হেরাথ বলেন, ‘চান্ডিকা এর আগে বাংলাদেশে কাজ করেছেন। ওই সময় ভালো করেছেন, সাফল্যও পেয়েছেন। আমার ক্ষেত্রে বলব, আমি তার সঙ্গে খেলেছি, তার কোচিংয়েও খেলেছি। তো এদিক থেকে তার ব্যাপারে আমার ফিডব্যাক ইতিবাচক এবং আমি আত্মবিশ্বাসী, বাংলাদেশ ক্রিকেট তার মাধ্যমে উপকৃত হবে।’

দ্বিতীয় মেয়াদের বাংলাদেশের কোচ হিসেবে আগামীকাল ঢাকায় আসার কথা রয়েছে হাথুরুসিংহের। এবার তিন সংস্করণে প্রধান কোচ হিসেবে তিনি দুই বছর কাজ করবেন। এর আগেরবার ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ৩ বছর সাকিবদের কোচ হিসেবে ছিলেন হাথুরুসিংহে।

২০২১ সালের জুলাই থেকে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হেরাথ। সিরিজভিত্তিক কাজের পর একুশের টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন পরামর্শক হিসেবে। এরপর বিসিবি তার সঙ্গে ২০২৩ সালের বিশ্বকাপ পর্যন্ত পাকাপাকি চুক্তি করে। এবার হাথুরু-হেরাথ জুটি বেঁধে বাংলাদেশকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে তাই দেখার বিষয়।

বিজনেস আওয়ার/১৯ ফেব্রুয়ারি, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

হাথুরুসিংহের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট উপকৃত হবে:হেরাথ

পোস্ট হয়েছে : ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩

ক্রীড়া ডেস্ক: স্বদেশি চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশের প্রধান কোচ হওয়াতে রোমাঞ্চিত স্পিন কোচ রঙ্গনা হেরাথ। হাথুরুসিংহের অধীনে হেরাথ শ্রীলঙ্কার জার্সিতে খেলেছেন, এবার একই সঙ্গে কাজ করবেন কোচ হিসেবে।

হাথুরুসিংহে কোচ হওয়াতে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যত ভালো হবে বলে মনে করেন হেরাথ। হাথুরুসিংহেকে নিয় এক প্রতিক্রিয়া দিতে গিয়ে রোববার (১৯ ফেব্রুয়ারি) এমন মন্তব্য করেন মিরাজ-তাইজুলদের গুরু।

হেরাথ বলেন, ‘চান্ডিকা এর আগে বাংলাদেশে কাজ করেছেন। ওই সময় ভালো করেছেন, সাফল্যও পেয়েছেন। আমার ক্ষেত্রে বলব, আমি তার সঙ্গে খেলেছি, তার কোচিংয়েও খেলেছি। তো এদিক থেকে তার ব্যাপারে আমার ফিডব্যাক ইতিবাচক এবং আমি আত্মবিশ্বাসী, বাংলাদেশ ক্রিকেট তার মাধ্যমে উপকৃত হবে।’

দ্বিতীয় মেয়াদের বাংলাদেশের কোচ হিসেবে আগামীকাল ঢাকায় আসার কথা রয়েছে হাথুরুসিংহের। এবার তিন সংস্করণে প্রধান কোচ হিসেবে তিনি দুই বছর কাজ করবেন। এর আগেরবার ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ৩ বছর সাকিবদের কোচ হিসেবে ছিলেন হাথুরুসিংহে।

২০২১ সালের জুলাই থেকে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হেরাথ। সিরিজভিত্তিক কাজের পর একুশের টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন পরামর্শক হিসেবে। এরপর বিসিবি তার সঙ্গে ২০২৩ সালের বিশ্বকাপ পর্যন্ত পাকাপাকি চুক্তি করে। এবার হাথুরু-হেরাথ জুটি বেঁধে বাংলাদেশকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে তাই দেখার বিষয়।

বিজনেস আওয়ার/১৯ ফেব্রুয়ারি, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: