ঢাকা , মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ক্রিকেটারদের নিয়ে হাথুরু শুরু করলেন অনুশীলন

  • পোস্ট হয়েছে : ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
  • 4

বিজনেস আওয়ার প্রতিবেদক : সিরিজের জন্য আগেই ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। মঙ্গলবার ছুটির দিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে ওই সদস্যের নিয়ে শুরু হয়েছে অনুশীলন। তামিম ইকবাল যোগ দিয়েছেন অনুশীলনে। ব্যাটিং কোচ জেমি সিডন্সের তত্ত্বাবধানে হালকা জিম করতে দেখা গেছে তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, ইয়াসির আলি রাব্বিসহ বেশকিছু ক্রিকেটারকে।

হেড কোচ চান্দিকা হাথুরুসিংহেও যোগ দিয়েছেন এই অনুশীলনে। শুরুর দিকে অধিনায়ক তামিম ইকবালসহ দলের বাকিদের সঙ্গে কুশল বিনিময় করেন হাথুরু। কিছুক্ষণ কথা বলতে দেখা যায় তাকে।

২৩ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। দুই ভাগ হয়ে খেলা এই ম্যাচ থেকে ১৪ সদস্যের দলে অন্তর্ভুক্ত হবেন এক ক্রিকেটার। পহেলা মার্চ মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে হবে। এরপর তিন তারিখ একই জায়গায় খেলবে দ্বিতীয়টিতে। ৯ মার্চ শেষ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও।

১৪ সদস্যের স্কোয়াড: তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।

বিজনেস আওয়ার/২১ ফেব্রুয়ারি, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ক্রিকেটারদের নিয়ে হাথুরু শুরু করলেন অনুশীলন

পোস্ট হয়েছে : ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : সিরিজের জন্য আগেই ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। মঙ্গলবার ছুটির দিনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে ওই সদস্যের নিয়ে শুরু হয়েছে অনুশীলন। তামিম ইকবাল যোগ দিয়েছেন অনুশীলনে। ব্যাটিং কোচ জেমি সিডন্সের তত্ত্বাবধানে হালকা জিম করতে দেখা গেছে তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, ইয়াসির আলি রাব্বিসহ বেশকিছু ক্রিকেটারকে।

হেড কোচ চান্দিকা হাথুরুসিংহেও যোগ দিয়েছেন এই অনুশীলনে। শুরুর দিকে অধিনায়ক তামিম ইকবালসহ দলের বাকিদের সঙ্গে কুশল বিনিময় করেন হাথুরু। কিছুক্ষণ কথা বলতে দেখা যায় তাকে।

২৩ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। দুই ভাগ হয়ে খেলা এই ম্যাচ থেকে ১৪ সদস্যের দলে অন্তর্ভুক্ত হবেন এক ক্রিকেটার। পহেলা মার্চ মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে হবে। এরপর তিন তারিখ একই জায়গায় খেলবে দ্বিতীয়টিতে। ৯ মার্চ শেষ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও।

১৪ সদস্যের স্কোয়াড: তামিম ইকবাল, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।

বিজনেস আওয়ার/২১ ফেব্রুয়ারি, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: