ঢাকা , মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সেঞ্চুরি নাম্বার থার্টি ফর নাঈম ইসলাম

  • পোস্ট হয়েছে : ০২:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
  • 2

ক্রীড়া ডেস্ক:‘যতদিন ফিট আছি ততদিন খেলব’ —বলছিলেন নাঈম ইসলাম। নিজের এই মন্ত্রতেই ২২ গজে আনন্দ খুঁজে পান ডানহাতি ব্যাটসম্যান। সেই আনন্দ রানের ফোয়ারা ছুটিয়ে যাচ্ছেন অভিজ্ঞ এ ব্যাটসম্যান।

আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) নাঈম দেখা পেয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটের ৩০তম সেঞ্চুরির। চলমান বিসিএলের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিনের খেলায় বিসিবি নর্থ জোনের হয়ে ইসলামী ব্যাংকের বিপক্ষে ১০৭ রান করেন নাঈম।

আগের দিন ৭৫ রানে অপরাজিত ছিলেন এ ব্যাটসম্যান। আজ সকালের সেশনেই তুলে নেন সেঞ্চুরি। ৩০০ বলে ৯ বাউন্ডারিতে ১০৭ রান করে ড্রেসিংরুমে ফিরেন এ ব্যাটসম্যান।

তার সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩৭৮ রান তুলে ইনিংস ঘোষণা করে নর্থ জোন।

প্রথম শ্রেণির ক্রিকেটে নাঈমের চেয়ে কেবল সেঞ্চুরিতে এগিয়ে আছেন তুষার ইমরান। ১১ হাজার ৯৭২ রান নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরে যাওয়া তুষার সেঞ্চুরি হাঁকিয়েছেন ৩২টি। ৩০ সেঞ্চুরিতে নাঈম তার পেছনে ছুটছেন। সঙ্গে ১০ হাজার রানের মাইলফলকও ছোঁয়ার অপেক্ষায় ৩৬ বছর বয়সী ক্রিকেটার। ১৬২ প্রথম শ্রেণির ম্যাচে নাঈমের রান ৯ হাজার ৮২৩।

বিজনেস আওয়ার/২৬ ফেব্রুয়ারি, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সেঞ্চুরি নাম্বার থার্টি ফর নাঈম ইসলাম

পোস্ট হয়েছে : ০২:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩

ক্রীড়া ডেস্ক:‘যতদিন ফিট আছি ততদিন খেলব’ —বলছিলেন নাঈম ইসলাম। নিজের এই মন্ত্রতেই ২২ গজে আনন্দ খুঁজে পান ডানহাতি ব্যাটসম্যান। সেই আনন্দ রানের ফোয়ারা ছুটিয়ে যাচ্ছেন অভিজ্ঞ এ ব্যাটসম্যান।

আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) নাঈম দেখা পেয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটের ৩০তম সেঞ্চুরির। চলমান বিসিএলের তৃতীয় রাউন্ডের দ্বিতীয় দিনের খেলায় বিসিবি নর্থ জোনের হয়ে ইসলামী ব্যাংকের বিপক্ষে ১০৭ রান করেন নাঈম।

আগের দিন ৭৫ রানে অপরাজিত ছিলেন এ ব্যাটসম্যান। আজ সকালের সেশনেই তুলে নেন সেঞ্চুরি। ৩০০ বলে ৯ বাউন্ডারিতে ১০৭ রান করে ড্রেসিংরুমে ফিরেন এ ব্যাটসম্যান।

তার সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩৭৮ রান তুলে ইনিংস ঘোষণা করে নর্থ জোন।

প্রথম শ্রেণির ক্রিকেটে নাঈমের চেয়ে কেবল সেঞ্চুরিতে এগিয়ে আছেন তুষার ইমরান। ১১ হাজার ৯৭২ রান নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরে যাওয়া তুষার সেঞ্চুরি হাঁকিয়েছেন ৩২টি। ৩০ সেঞ্চুরিতে নাঈম তার পেছনে ছুটছেন। সঙ্গে ১০ হাজার রানের মাইলফলকও ছোঁয়ার অপেক্ষায় ৩৬ বছর বয়সী ক্রিকেটার। ১৬২ প্রথম শ্রেণির ম্যাচে নাঈমের রান ৯ হাজার ৮২৩।

বিজনেস আওয়ার/২৬ ফেব্রুয়ারি, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: