ঢাকা , শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

অন্তর্জালে ভাসছে মাহফুজ-বুবলীর ‘মেঘের নৌকা’

  • পোস্ট হয়েছে : ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • 9

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেতা মাহফুজুর রহমান। একটা সময় নিয়মিত অভিনয় করলেও মাঝে লম্বা বিরতি নিয়ে ফের পর্দায় ফিরেছেন। সম্প্রতি ‘প্রহেলিকা’সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী।

চয়নিকা চৌধুরীর পরিচালনায় এই সিনেমার প্রথম গান প্রকাশ করা হয়। গতকাল সন্ধ্যায় (২৭ ফেব্রুয়ারি) বঙ্গ’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত ‘মেঘের নৌকা’ নামের গানটিতে দেখা যায়, সিলেট, ছেঁড়াদ্বীপ ও সেন্টমার্টিনের নৈসর্গিক স্থানে প্রেমের সুতোয় বাঁধা পড়লেন মাহফুজ-বুবলী। একে অপরের চোখে চোখ রেখে ঠোঁট মেলালেন এই বলে- মেঘের নৌকা তুমি/ তোমায় ওড়াবো আকাশে/ সাগরের শঙ্খ তুমি/ তোমায় বাজাবো বাতাসে…।

আসিফ ইকবালের কথায় গানটির সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল। এতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন ইমরান-কোনাল।

গানটি নিয়ে বেশ আশাবাদী নায়ক মাহফুজ আহমেদ। তিনি বলেন, ‘মানুষ প্রথম দেখায় নাকি প্রেমে পড়ে। আর আমি প্রেমে পড়লাম গান শুনে! এই গানটি শোনার পর থেকে আমি প্রেমে ডুবে আছি। বের হতে পারছি না। এটা আমার কাছে শুধু গান নয়, প্রেমিকার মতো।আসিফ ইকবাল লিখেছেন অসাধারণ এক গীতিকবিতা। আর তাতে ইমরান-কোনাল তাদের জীবনের সব প্রেম ঢেলে দিয়েছেন।’

রঙ্গন মিউজিকের ব্যানারে নির্মিত ‘প্রহেলিকা’ সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। খুব শিগগিরই সিনেমাটির মুক্তির রাতিখ ঘোষণা করা হবে বলে জানান এর নির্মাতা।

বিজনেস আওয়ার/২৮ ফেব্রুয়ারি, ২০২৩/ এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অন্তর্জালে ভাসছে মাহফুজ-বুবলীর ‘মেঘের নৌকা’

পোস্ট হয়েছে : ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেতা মাহফুজুর রহমান। একটা সময় নিয়মিত অভিনয় করলেও মাঝে লম্বা বিরতি নিয়ে ফের পর্দায় ফিরেছেন। সম্প্রতি ‘প্রহেলিকা’সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী।

চয়নিকা চৌধুরীর পরিচালনায় এই সিনেমার প্রথম গান প্রকাশ করা হয়। গতকাল সন্ধ্যায় (২৭ ফেব্রুয়ারি) বঙ্গ’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত ‘মেঘের নৌকা’ নামের গানটিতে দেখা যায়, সিলেট, ছেঁড়াদ্বীপ ও সেন্টমার্টিনের নৈসর্গিক স্থানে প্রেমের সুতোয় বাঁধা পড়লেন মাহফুজ-বুবলী। একে অপরের চোখে চোখ রেখে ঠোঁট মেলালেন এই বলে- মেঘের নৌকা তুমি/ তোমায় ওড়াবো আকাশে/ সাগরের শঙ্খ তুমি/ তোমায় বাজাবো বাতাসে…।

আসিফ ইকবালের কথায় গানটির সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল। এতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন ইমরান-কোনাল।

গানটি নিয়ে বেশ আশাবাদী নায়ক মাহফুজ আহমেদ। তিনি বলেন, ‘মানুষ প্রথম দেখায় নাকি প্রেমে পড়ে। আর আমি প্রেমে পড়লাম গান শুনে! এই গানটি শোনার পর থেকে আমি প্রেমে ডুবে আছি। বের হতে পারছি না। এটা আমার কাছে শুধু গান নয়, প্রেমিকার মতো।আসিফ ইকবাল লিখেছেন অসাধারণ এক গীতিকবিতা। আর তাতে ইমরান-কোনাল তাদের জীবনের সব প্রেম ঢেলে দিয়েছেন।’

রঙ্গন মিউজিকের ব্যানারে নির্মিত ‘প্রহেলিকা’ সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। খুব শিগগিরই সিনেমাটির মুক্তির রাতিখ ঘোষণা করা হবে বলে জানান এর নির্মাতা।

বিজনেস আওয়ার/২৮ ফেব্রুয়ারি, ২০২৩/ এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: