ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

স্বাস্থ্যসেবায় আইইউএইচডব্লিউর সঙ্গে বিএসএমএমইউর সমঝোতা

  • পোস্ট হয়েছে : ০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩
  • 0

বিজনেস আওয়ার প্রতিবেদক : জাতীয় ও আন্তর্জাতিক স্বাস্থ্য সেবায় কার্যকর অবদান রাখার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সমঝোতা সই করেছে জাপানের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ারের (আইইউএইচডব্লিউ) সঙ্গে।

শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বিষয়টি জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার জাপানের এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ারের পক্ষে প্রফেসর টোমোহিকো ইউসুই এ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।

শারফুদ্দিন আহমেদ জানান, সমঝোতা চুক্তির ফলে ভবিষ্যতে স্বাস্থ্য খাতের উন্নয়নে স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী এ প্রতিষ্ঠান দুটির মধ্যে পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হলো। চুক্তির ফলে দুই প্রতিষ্ঠানের মধ্যে স্বাস্থ্য শিক্ষা, সেবা ও গবেষণা প্রতিষ্ঠানগুলো মানবসম্পদ বিনিময় করার পাশাপাশি প্রশিক্ষণ নিতে পারবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের মেডিক্যাল করপোরেশন ইওয়াকাইর চেয়ারম্যান ডা. কাজুহিকো ড্যানু, জাপানের ম্যাটস মেডিক্যাল ইনকর্পোরেটেডের সিইও ডা. নাওফুমি কিতা, বাংলাদেশের শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের পরিচালক ফুটেশি কোনো এবং টোকিও ইউনিভার্সিটির পিএইচডি রিসার্চ ফেলো ও বিএসএমএমইউর চক্ষু বিশেষজ্ঞ ডা. তাজবীর আহমেদ।

বিজনেস আওয়ার/৩ মার্চ, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

স্বাস্থ্যসেবায় আইইউএইচডব্লিউর সঙ্গে বিএসএমএমইউর সমঝোতা

পোস্ট হয়েছে : ০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : জাতীয় ও আন্তর্জাতিক স্বাস্থ্য সেবায় কার্যকর অবদান রাখার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) সমঝোতা সই করেছে জাপানের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ারের (আইইউএইচডব্লিউ) সঙ্গে।

শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বিষয়টি জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার জাপানের এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ারের পক্ষে প্রফেসর টোমোহিকো ইউসুই এ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।

শারফুদ্দিন আহমেদ জানান, সমঝোতা চুক্তির ফলে ভবিষ্যতে স্বাস্থ্য খাতের উন্নয়নে স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী এ প্রতিষ্ঠান দুটির মধ্যে পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হলো। চুক্তির ফলে দুই প্রতিষ্ঠানের মধ্যে স্বাস্থ্য শিক্ষা, সেবা ও গবেষণা প্রতিষ্ঠানগুলো মানবসম্পদ বিনিময় করার পাশাপাশি প্রশিক্ষণ নিতে পারবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের মেডিক্যাল করপোরেশন ইওয়াকাইর চেয়ারম্যান ডা. কাজুহিকো ড্যানু, জাপানের ম্যাটস মেডিক্যাল ইনকর্পোরেটেডের সিইও ডা. নাওফুমি কিতা, বাংলাদেশের শিপ ইন্টারন্যাশনাল হসপিটালের পরিচালক ফুটেশি কোনো এবং টোকিও ইউনিভার্সিটির পিএইচডি রিসার্চ ফেলো ও বিএসএমএমইউর চক্ষু বিশেষজ্ঞ ডা. তাজবীর আহমেদ।

বিজনেস আওয়ার/৩ মার্চ, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: