1. [email protected] : Anissuzzaman : Anissuzzaman
  2. [email protected] : anjuman : anjuman
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : mujahid : mujahid
  5. [email protected] : Nayan Babu : Nayan Babu
  6. [email protected] : Rajowan : Rajowan
অস্কারে ভুল সিনেমা পাঠাচ্ছে ভারত: এ আর রহমান
সোমবার, ২৯ মে ২০২৩, ০২:১৪ পূর্বাহ্ন

অস্কারে ভুল সিনেমা পাঠাচ্ছে ভারত: এ আর রহমান

  • পোস্ট হয়েছে : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
print sharing button

বিনোদন ডেস্ক :বিশ্ব চলচ্চিত্রে পরিসর কিংবা বাণিজ্যে হলিউডের পরের স্থানটি বলিউডের হলেও অস্কারে ভারতের পুরস্কার জয় আঙুলেই গুণে ফেলা যায়: কেন? এ আর রহমান বলছেন, সিনেমা নির্বাচনে ভুল হচ্ছে।

‘নাটু নাটু’ ও ‘দ্য এলিফ্যান্ট হুইসপারারস’-এর হাত ধরে এবার ভারতে এসেছে অস্কার অ্যাওয়ার্ড। যদিও সেরা তথ্যচিত্র বিভাগে থেকে ছিটকে গেছে ভারতের আরেকটি চলচ্চিত্র, বাঙালি শৌনক সেনের ‘অল দ্যাট ব্রিদস’। আপাতত দুই অস্কারেই খুশি দেশবাসী। তবে খ্যাতনামা সঙ্গীতশিল্পী এ আর রহমান মনে করেন অস্কারের জন্য ভুল সিনেমার মনোনয়ন পাঠানো হয়েছে। সম্প্রতি, সঙ্গীতশিল্পী এল সুব্রহ্মণ্যমের সঙ্গে কথোপকথনে সময় এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন গ্র্যামি ও অস্কারজয়ী এই সঙ্গীতশিল্পী।

এ আর রহমান বলেন, ‘কখনও কখনও দেখছি অস্কারের জন্য মনোনীত হয়ে চলে যাচ্ছে, কিন্তু সেগুলো শেষপর্যন্ত পাচ্ছে না। আমার কখনও মনে হয় ভুল চলচ্চিত্র অস্কারে পাঠানো হচ্ছে। আমার তো কখনও কখনও মনে হয় অন্যলোকের জায়গায় থেকে নিজেদের বিচার করতে হবে। ওয়েস্টমেয়ারের জায়গায় রেখে যদি তাহলেই আসলে ঠিক-ভুল বুঝতে পারব।’

সঙ্গীত নিয়ে কাজ করতে গিয়ে তাকেও বহুবার চরাই-উৎরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এ প্রসঙ্গে রহমান বলেন, “আমি যখন কাজ শুরু করি, সেসময়টা ছিল দুই যুগের সন্ধিক্ষণ। যে সময় মিউজিকের প্রযুক্তিগত পরিবর্তন হচ্ছে। আগে মিউজিক করতে গেলে অর্কেস্ট্রা ব্যবহার হত, সেটা ছিল অনেক খরচ সাপেক্ষ। তবে এখুন সেই যন্ত্রগুলোই অনেক ছোট হয়ে গেছে, যেটা সুবিধাজনক। আর তাছাড়াও আমিও গবেষণা করে কাজ করতে গিয়ে বহুবার বিফল হয়েছি। তবে মানুষ বিফলতার দিকে তাকায় না, সফলতাগুলোকেই মনে রাখে। স্টুডিওর মধ্যে অনেক কিছুই ঘটে যায়। কখনও কিছু বানাই, আবারও সেটা ফেলে দিয়ে নতুন করে শুরু করি। বারবার সেটা করতে থাকি। এই সুযোগটা আমি পাই, কারণ বাড়িতেই স্টুডিও রয়েছে।”

রহমানের কথায়, ‘তবে এটা ভীষণভাবেই সত্যি যে প্যাশান থাকলেই হয় না, টাকাও প্রয়োজন। তবে আমার বারবার মনে হয়, যখন পশ্চিমের দেশগুলো পারছে, তখন আমরা কেন নয়! আমরা যদি ওদের মিউজিক শুনি, তাহলে ওরা কেন শুনবেন না? আমার সবসময়ই মনে হতে থাকে, কীভাবে আরও ভালো মানের মিউজিক তৈরি হবে! কীভাবে সেগুলো ঠিকভাবে ছড়িয়ে দেওয়া হবে!’এই প্রশ্নগুলিই আমার মধ্যে ঘুরপাক খেতে থাকে!’

এ আর রহমানের এই সাক্ষাৎকারটি দেখে অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে তিনি হয়ত ‘নাটু নাটু’ ও ‘দ্য এলিফ্যান্ট হুইসপারারস’-এর অস্কার জয় নিয়ে এবং ‘অল দ্যাট ব্রিদস’-এর না পাওয়া নিয়ে প্রশ্ন তুলছেন। কিন্তু নাহ! এমনটা ভাবা অবশ্য একেবারেই ভুল। কারণ, এ আর রহমান এই সাক্ষাৎকারটি দিয়েছিলেন ৬ জানুয়ারি। তবে তার বক্তব্যের সাথে অনেকেই নিজেদের একাত্মতা ঘোষণা করেছিলেন। দর্শক ও ভক্তদের মতে, এ আর রহমান যৌক্তিক কথাই বলেছেন।

বিজনেস আওয়ার/১৮ মার্চ, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ