ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রমজান উপলক্ষ্যে ‘১ টাকা’ লাভে পণ্য বিক্রির ঘোষণা দোকানির

  • পোস্ট হয়েছে : ০২:১২ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
  • 0

বিজনেস আওয়ার ডেস্ক: পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘১ টাকা’ লাভে পণ্য বিক্রির ঘোষণা দিয়েছেন ফরিদগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের চরকুমিরা গ্রামের ব্যবসায়ী শাহ আলম মাল।

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের চরকুমিরা গ্রামের ব্যবসায়ী শাহ আলম মাল (৪০) রমজান মাস উপলক্ষ্যে পণ্য সামগ্রী বিক্রি করছেন মাত্র ১ টাকা লাভে।

জানা গেছে, শাহ আলম তার বাড়ির পাশে কনফেকশনারির দোকান ‘শাহ আলম স্টোরের’ পাশে একটি কক্ষে আগাম ইফতারের পণ্য বিক্রি করছেন। পুরো রমজান মাস জুড়ে চলবে তার মাত্র ১ টাকা লাভে পণ্য বিক্রি। তার দোকানে রয়েছে- মুড়ি, ছোলা (বুট), খেজুর, খেসারির ডাল, বেসন, চিড়া ইত্যাদি। এছাড়াও বিভিন্ন পণ্যে রয়েছে রমজানের বিশেষ অফার। শাহ আলম তার পণ্যগুলো কেনা ও দোকানে আনার পর যে খরচ হয় সেটি বাদ দিয়ে প্রতি কেজিতে ১ টাকা লাভে পণ্যগুলো বিক্রি করেন। তার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ক্রেতারা ভিড় করছেন তার দোকানে।

ব্যবসায়ী শাহ আলম মাল বলেন, আমি অনেক আগে থেকে ব্যবসা করি। চিন্তা করলাম রমজান উপলক্ষ্যে ১ টাকা লাভে ইফতারের পণ্য সামগ্রী বিক্রয় করব। যেহেতু এখান থেকে এলাকার লোকজনের স্থানীয় বাজারে যেতে আসতে প্রায় ৪০ টাকা লাগে। বাজারের ব্যবসায়ীরা প্রতি কেজি মালামালে প্রায় ৫ টাকা লাভ নিয়ে থাকে। তাই আমি উদ্যোগ নিলাম প্রতি কেজিতে ১ টাকা লাভ করব। বর্তমানে আমার সেল অনেক বেশি হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের এলাকায় গরিব মানুষ আছে তাদের বেশি দামে রমজানের ইফতার সামগ্রী কেনাকাটা কষ্ট হয়। তাই তাদের কাছে ১ টাকা লাভে ইফতারের পণ্য বিক্রয় করছি। তবে তাদের কাছে মালামাল বিক্রয় করে অনেক সময় ১ টাকাও লাভ হয় না। কারণ তারা টোটাল পণ্য কেনার পর খুচরা টাকাটা দেয় না। যেমন, অনেকে পণ্য কিনে ১০৫ টাকা হলে খুচরা ৫ টাকা দেয় না। আবার ১ হাজার ৩০টাকা হলে ১ হাজার টাকা দেয়। বাকি ৩০টাকা দেয় না। এই কারণে অনেক সময় ১ টাকাও লাভ হয় না। আমার শুধু চলার টাকা থাকে। তবুও আমি খুব খুশি কারণ গরিব অসহায় মানুষ রমজানে ভালোভাবে ইফতার খেতে পারবে।

মধ্যে চরকুমিরা গ্রামের রাজু হোসেন বেপারী জানান, শাহ আলম মালের কাছ থেকে আমরা রমজানের জন্য যে মালামালগুলো কিনলাম তা বাজারের দামের তুলনায় কেজি প্রতি ৬-৫ টাকা বেশি। তার থেকে যেকোনো পণ্য ৬ টাকা কম দামে কিনতে পারছি। তিনি তার কেনা দামের চেয়ে ১ টাকা লাভে পণ্যগুলো বিক্রি করছেন। আমাদের বাজার থেকে পণ্য কিনতে যাওয়ার জন্য যেই গাড়ি ভাড়ার টাকাও বেঁচে যাচ্ছে। তাই আমি তার কাছ থেকে অল্প অল্প করে পণ্য কিনছি। এই পণ্যগুলোর শেষ হলে আবার তার কাছ থেকে পণ্য কিনব।

ফরিদগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাদ হোসেন টিটু বলেন, দেশের কিছু অসাধু ব্যবসী আছে। তারা শুধু পবিত্র রমজান মাসকে টার্গেট করে পুরো বছরের ব্যবসার করার জন্য। আর আমাদের এই মানবিক দোকানদার শাহ আলম মাল মাহে রমজান উপলক্ষ্যে ভালো উদ্যোগ নিয়েছেন। তিনি ১ টাকা লাভে পণ্য বিক্রয় করছেন। এজন্য আমার ওয়ার্ডের সবার পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। তার কাছ থেকে পণ্য কিনে তাকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমাদের সমাজের সকলের এই সমস্ত মানবিক দোকানদারদের পাশে দাড়ানো উচিত। কারণ এ ধনের মানবিক লোক সমাজে পাওয়া যায় না। এটি বড় সেবা। তিনি সাধারণ মানুষের কথা চিন্তা করে এ কাজ করছেন।

বিজনেস আওয়ার/২০ মার্চ, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রমজান উপলক্ষ্যে ‘১ টাকা’ লাভে পণ্য বিক্রির ঘোষণা দোকানির

পোস্ট হয়েছে : ০২:১২ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩

বিজনেস আওয়ার ডেস্ক: পবিত্র মাহে রমজান উপলক্ষে ‘১ টাকা’ লাভে পণ্য বিক্রির ঘোষণা দিয়েছেন ফরিদগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের চরকুমিরা গ্রামের ব্যবসায়ী শাহ আলম মাল।

চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের চরকুমিরা গ্রামের ব্যবসায়ী শাহ আলম মাল (৪০) রমজান মাস উপলক্ষ্যে পণ্য সামগ্রী বিক্রি করছেন মাত্র ১ টাকা লাভে।

জানা গেছে, শাহ আলম তার বাড়ির পাশে কনফেকশনারির দোকান ‘শাহ আলম স্টোরের’ পাশে একটি কক্ষে আগাম ইফতারের পণ্য বিক্রি করছেন। পুরো রমজান মাস জুড়ে চলবে তার মাত্র ১ টাকা লাভে পণ্য বিক্রি। তার দোকানে রয়েছে- মুড়ি, ছোলা (বুট), খেজুর, খেসারির ডাল, বেসন, চিড়া ইত্যাদি। এছাড়াও বিভিন্ন পণ্যে রয়েছে রমজানের বিশেষ অফার। শাহ আলম তার পণ্যগুলো কেনা ও দোকানে আনার পর যে খরচ হয় সেটি বাদ দিয়ে প্রতি কেজিতে ১ টাকা লাভে পণ্যগুলো বিক্রি করেন। তার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে ক্রেতারা ভিড় করছেন তার দোকানে।

ব্যবসায়ী শাহ আলম মাল বলেন, আমি অনেক আগে থেকে ব্যবসা করি। চিন্তা করলাম রমজান উপলক্ষ্যে ১ টাকা লাভে ইফতারের পণ্য সামগ্রী বিক্রয় করব। যেহেতু এখান থেকে এলাকার লোকজনের স্থানীয় বাজারে যেতে আসতে প্রায় ৪০ টাকা লাগে। বাজারের ব্যবসায়ীরা প্রতি কেজি মালামালে প্রায় ৫ টাকা লাভ নিয়ে থাকে। তাই আমি উদ্যোগ নিলাম প্রতি কেজিতে ১ টাকা লাভ করব। বর্তমানে আমার সেল অনেক বেশি হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের এলাকায় গরিব মানুষ আছে তাদের বেশি দামে রমজানের ইফতার সামগ্রী কেনাকাটা কষ্ট হয়। তাই তাদের কাছে ১ টাকা লাভে ইফতারের পণ্য বিক্রয় করছি। তবে তাদের কাছে মালামাল বিক্রয় করে অনেক সময় ১ টাকাও লাভ হয় না। কারণ তারা টোটাল পণ্য কেনার পর খুচরা টাকাটা দেয় না। যেমন, অনেকে পণ্য কিনে ১০৫ টাকা হলে খুচরা ৫ টাকা দেয় না। আবার ১ হাজার ৩০টাকা হলে ১ হাজার টাকা দেয়। বাকি ৩০টাকা দেয় না। এই কারণে অনেক সময় ১ টাকাও লাভ হয় না। আমার শুধু চলার টাকা থাকে। তবুও আমি খুব খুশি কারণ গরিব অসহায় মানুষ রমজানে ভালোভাবে ইফতার খেতে পারবে।

মধ্যে চরকুমিরা গ্রামের রাজু হোসেন বেপারী জানান, শাহ আলম মালের কাছ থেকে আমরা রমজানের জন্য যে মালামালগুলো কিনলাম তা বাজারের দামের তুলনায় কেজি প্রতি ৬-৫ টাকা বেশি। তার থেকে যেকোনো পণ্য ৬ টাকা কম দামে কিনতে পারছি। তিনি তার কেনা দামের চেয়ে ১ টাকা লাভে পণ্যগুলো বিক্রি করছেন। আমাদের বাজার থেকে পণ্য কিনতে যাওয়ার জন্য যেই গাড়ি ভাড়ার টাকাও বেঁচে যাচ্ছে। তাই আমি তার কাছ থেকে অল্প অল্প করে পণ্য কিনছি। এই পণ্যগুলোর শেষ হলে আবার তার কাছ থেকে পণ্য কিনব।

ফরিদগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর সাজ্জাদ হোসেন টিটু বলেন, দেশের কিছু অসাধু ব্যবসী আছে। তারা শুধু পবিত্র রমজান মাসকে টার্গেট করে পুরো বছরের ব্যবসার করার জন্য। আর আমাদের এই মানবিক দোকানদার শাহ আলম মাল মাহে রমজান উপলক্ষ্যে ভালো উদ্যোগ নিয়েছেন। তিনি ১ টাকা লাভে পণ্য বিক্রয় করছেন। এজন্য আমার ওয়ার্ডের সবার পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। তার কাছ থেকে পণ্য কিনে তাকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমাদের সমাজের সকলের এই সমস্ত মানবিক দোকানদারদের পাশে দাড়ানো উচিত। কারণ এ ধনের মানবিক লোক সমাজে পাওয়া যায় না। এটি বড় সেবা। তিনি সাধারণ মানুষের কথা চিন্তা করে এ কাজ করছেন।

বিজনেস আওয়ার/২০ মার্চ, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: