ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনের বিপক্ষে বড় জয় পেল স্পেন

  • পোস্ট হয়েছে : ১০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
  • 18

স্পোর্টস ডেস্ক: উয়েফা ন্যাশনস লিগের গ্রুপ পর্বের ম্যাচে ইউক্রেনের বিপক্ষে বড় জয় পেয়েছে স্পেন। রোববার দিনগত রাতে মাদ্রিদের এস্তাদিয়ো আলফ্রেদো দি স্তেফানোয় আনসু ফাতি ও সার্জিও রামোসের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে ৪-০ ব্যবধানে জয় পেয়েছে স্পেন।

স্পেনের প্রথম গোলটি আসে রামোসের পা থেকে। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন তিনি। পরে হেড থেকেও একটি গোল করেন এই রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার। ম্যাচের দ্বিতীয় গোলটি করেন ফাতি। ম্যাচের প্রথম গোলটিতেও ফাতির ভূমিকা ছিল। ফাউলের শিকার শিকার হয়ে পেনাল্টির সুযোগ তিনিই পাইয়ে দিয়েছিলেন, যা থেকে গোল করেন রামোস।

প্রথমার্ধেই স্পেন এগিয়ে যায় ৩-০ গোলে। দ্বিতীয়ার্ধে আর গোল হচ্ছিল না। কিন্তু ম্যাচের একেবারে শেষ প্রান্তে এসে, ৮৪তম মিনিটে ইউক্রেনের জালে চতুর্থবারেরমত বল জড়িয়ে দেন বদলি হিসেবে মাঠে নামা ২০ বছর বয়সী আরেত তরুণ, ফেরান তোরেস। গ্রুপ-৪ থেকে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষ উঠে গেল স্পেন।

বিজনেস আওয়ার/০৭ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইউক্রেনের বিপক্ষে বড় জয় পেল স্পেন

পোস্ট হয়েছে : ১০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক: উয়েফা ন্যাশনস লিগের গ্রুপ পর্বের ম্যাচে ইউক্রেনের বিপক্ষে বড় জয় পেয়েছে স্পেন। রোববার দিনগত রাতে মাদ্রিদের এস্তাদিয়ো আলফ্রেদো দি স্তেফানোয় আনসু ফাতি ও সার্জিও রামোসের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে ৪-০ ব্যবধানে জয় পেয়েছে স্পেন।

স্পেনের প্রথম গোলটি আসে রামোসের পা থেকে। পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন তিনি। পরে হেড থেকেও একটি গোল করেন এই রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার। ম্যাচের দ্বিতীয় গোলটি করেন ফাতি। ম্যাচের প্রথম গোলটিতেও ফাতির ভূমিকা ছিল। ফাউলের শিকার শিকার হয়ে পেনাল্টির সুযোগ তিনিই পাইয়ে দিয়েছিলেন, যা থেকে গোল করেন রামোস।

প্রথমার্ধেই স্পেন এগিয়ে যায় ৩-০ গোলে। দ্বিতীয়ার্ধে আর গোল হচ্ছিল না। কিন্তু ম্যাচের একেবারে শেষ প্রান্তে এসে, ৮৪তম মিনিটে ইউক্রেনের জালে চতুর্থবারেরমত বল জড়িয়ে দেন বদলি হিসেবে মাঠে নামা ২০ বছর বয়সী আরেত তরুণ, ফেরান তোরেস। গ্রুপ-৪ থেকে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষ উঠে গেল স্পেন।

বিজনেস আওয়ার/০৭ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: