ঢাকা , মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

হোয়াইটওয়াশ এড়ালো পাকিস্তান

  • পোস্ট হয়েছে : ০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
  • 6

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৬ উইকেটে হারে পাকিস্তান। এরপর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে। পর পর দুই ম্যাচ হেরে সিরিজ আগেই হাতছাড়া হয় শাদাববাহিনীর। শঙ্কা ছিল হোয়াইটওয়াশের। কিন্তু অধিনায়ক শাদাব খানের অলরাউন্ডিং নৈপূণ্যে সেটা এড়িয়েছে পাকিস্তান।

সোমবার রাতে শারজায় তৃতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে তারা হারিয়েছে ৬৬ রানের ব্যবধানে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে। জবাবে পাকিস্তানের বোলিং তোপে ১৮.৪ ওভারে ১১৬ রানেই অলআউট হয়ে যায় আফগানিস্তান।

বল হাতে পাকিস্তানের অধিনায়ক শাদাব খান ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩টি উইকেট নেন। ইহসানুল্লাহ ৪ ওভারে ২৯ রান দিয়ে নেন ৩টি উইকেট। এছাড়া ইমাদ ওয়াসিম, জামান খান ও মোহাম্মদ ওয়াসিম ১টি করে উইকেট নেন।

আফগানিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে কেউ অবশ্য এদিন সুবিধা করতে পারেননি। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া আজমতউল্লাহ ওমরজাই ২ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ২১ রান করেন। এছাড়া রহমানুল্লাহ গুরবাজ ১৮, মোহাম্মদ নবী ১৭, অধিনায়ক রশিদ খান ১৬ ও উসমান ঘানি ১৫ রান করেন।

তার আগে পাকিস্তানের ইনিংসে সিয়াম আইয়ুব ৪০ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৪৯ রান করেন। ২ ছক্কায় ইফতিখার আহমেদ করেন ৩১ রান। ফরিদ আহমেদের বলে হিট উইকেট হওয়ার আগে শাদাব খান ১৭ বলে ৫ চারে করে যান ২৮ রান। এছাড়া আব্দুল্লাহ শফিকের ১৩ বলে করা ২৩ রানের ইনিংসে ভর করে পাকিস্তান ১৮২ রানের বড় সংগ্রহ পায়।

আফগানিস্তানের মুজিব উর রহমান ৪ ওভারে ২৮ রান দিয়ে ২টি উইকেট নেন।

অলরাউন্ড নৈপূণ্য দেখিয়ে ম্যাচসেরা হন শাদাব খান। ব্যাট হাতে মোট ৬৩ রান ও বল হাতে ৩ উইকেট নিয়ে সিরিজ সেরা হন আফগানিস্তানের বর্ষীয়ান খেলোয়াড় মোহাম্মদ নবী।

বিজনেস আওয়ার/২৮ মার্চ, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

হোয়াইটওয়াশ এড়ালো পাকিস্তান

পোস্ট হয়েছে : ০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৬ উইকেটে হারে পাকিস্তান। এরপর দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে। পর পর দুই ম্যাচ হেরে সিরিজ আগেই হাতছাড়া হয় শাদাববাহিনীর। শঙ্কা ছিল হোয়াইটওয়াশের। কিন্তু অধিনায়ক শাদাব খানের অলরাউন্ডিং নৈপূণ্যে সেটা এড়িয়েছে পাকিস্তান।

সোমবার রাতে শারজায় তৃতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে তারা হারিয়েছে ৬৬ রানের ব্যবধানে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে। জবাবে পাকিস্তানের বোলিং তোপে ১৮.৪ ওভারে ১১৬ রানেই অলআউট হয়ে যায় আফগানিস্তান।

বল হাতে পাকিস্তানের অধিনায়ক শাদাব খান ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩টি উইকেট নেন। ইহসানুল্লাহ ৪ ওভারে ২৯ রান দিয়ে নেন ৩টি উইকেট। এছাড়া ইমাদ ওয়াসিম, জামান খান ও মোহাম্মদ ওয়াসিম ১টি করে উইকেট নেন।

আফগানিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে কেউ অবশ্য এদিন সুবিধা করতে পারেননি। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া আজমতউল্লাহ ওমরজাই ২ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ২১ রান করেন। এছাড়া রহমানুল্লাহ গুরবাজ ১৮, মোহাম্মদ নবী ১৭, অধিনায়ক রশিদ খান ১৬ ও উসমান ঘানি ১৫ রান করেন।

তার আগে পাকিস্তানের ইনিংসে সিয়াম আইয়ুব ৪০ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৪৯ রান করেন। ২ ছক্কায় ইফতিখার আহমেদ করেন ৩১ রান। ফরিদ আহমেদের বলে হিট উইকেট হওয়ার আগে শাদাব খান ১৭ বলে ৫ চারে করে যান ২৮ রান। এছাড়া আব্দুল্লাহ শফিকের ১৩ বলে করা ২৩ রানের ইনিংসে ভর করে পাকিস্তান ১৮২ রানের বড় সংগ্রহ পায়।

আফগানিস্তানের মুজিব উর রহমান ৪ ওভারে ২৮ রান দিয়ে ২টি উইকেট নেন।

অলরাউন্ড নৈপূণ্য দেখিয়ে ম্যাচসেরা হন শাদাব খান। ব্যাট হাতে মোট ৬৩ রান ও বল হাতে ৩ উইকেট নিয়ে সিরিজ সেরা হন আফগানিস্তানের বর্ষীয়ান খেলোয়াড় মোহাম্মদ নবী।

বিজনেস আওয়ার/২৮ মার্চ, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: