ঢাকা , শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড

  • পোস্ট হয়েছে : ১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
  • 20

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভাগ্যক্রমে শেষ হাসি হেসেছিল ইংল্যান্ড। তবে কাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে অজিদের পাত্তাই দিলেন না ইংলিশরা। জস বাটলারের দুর্দান্ত এক ইনিংসে অস্ট্রেলিয়াকে ছয় উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। টানা দুই জয়ে সিরিজটা নিজেদের করে নিয়েছে ইয়ান মর্গানের দল।

শেষ ম্যাচে ওল্ড ট্রাফোর্ডের সাউদাম্পটনে প্রথমে ব্যাটিং করতে নামা অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহ গড়তে দেয়নি ইংল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রানের বেশি তুলতে পারেনি নিয়মিত বিরতিতে উইকেট হারানো অস্ট্রেলিয়া। ৩৩ বলে সর্বোচ্চ ৪০ রান করেছেন অ্যারন ফিঞ্চ। মার্কাস স্টায়নিস ৩৫, গ্লে ম্যাক্সওয়েল ২৬ ও অ্যাস্টন আগারের ব্যাট থেকে এসেছে ২৩ রান করে। ইংল্যান্ডের হয়ে দুই উইকেট নিয়েছেন ক্রিস জর্ডান।

পরে জবাব দিতে নেমে ইংল্যান্ডের শুরুটা অবশ্য ভালো হয়নি। ১১ বলে ৯ রান করে ফেরেন জনি বেয়ারস্টো। এরপর জস বাটলার ও ডেভিড মালানের দ্বিতীয় উইকেটে ৮৭ রানের জুটি গড়েন। মালান ৪২ করে ফিরলেও বাটলার অপরাজিত ছিলেন ৭৭ রান করে। শেষ পর্যন্ত ১৮.৫ চার উইকেট হারিয়ে ১৫৮ রান তুলে ফেলে ইংল্যান্ড।

বিজনেস আওয়ার/০৭ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড

পোস্ট হয়েছে : ১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভাগ্যক্রমে শেষ হাসি হেসেছিল ইংল্যান্ড। তবে কাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে অজিদের পাত্তাই দিলেন না ইংলিশরা। জস বাটলারের দুর্দান্ত এক ইনিংসে অস্ট্রেলিয়াকে ছয় উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। টানা দুই জয়ে সিরিজটা নিজেদের করে নিয়েছে ইয়ান মর্গানের দল।

শেষ ম্যাচে ওল্ড ট্রাফোর্ডের সাউদাম্পটনে প্রথমে ব্যাটিং করতে নামা অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহ গড়তে দেয়নি ইংল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রানের বেশি তুলতে পারেনি নিয়মিত বিরতিতে উইকেট হারানো অস্ট্রেলিয়া। ৩৩ বলে সর্বোচ্চ ৪০ রান করেছেন অ্যারন ফিঞ্চ। মার্কাস স্টায়নিস ৩৫, গ্লে ম্যাক্সওয়েল ২৬ ও অ্যাস্টন আগারের ব্যাট থেকে এসেছে ২৩ রান করে। ইংল্যান্ডের হয়ে দুই উইকেট নিয়েছেন ক্রিস জর্ডান।

পরে জবাব দিতে নেমে ইংল্যান্ডের শুরুটা অবশ্য ভালো হয়নি। ১১ বলে ৯ রান করে ফেরেন জনি বেয়ারস্টো। এরপর জস বাটলার ও ডেভিড মালানের দ্বিতীয় উইকেটে ৮৭ রানের জুটি গড়েন। মালান ৪২ করে ফিরলেও বাটলার অপরাজিত ছিলেন ৭৭ রান করে। শেষ পর্যন্ত ১৮.৫ চার উইকেট হারিয়ে ১৫৮ রান তুলে ফেলে ইংল্যান্ড।

বিজনেস আওয়ার/০৭ সেপ্টেম্বর, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: