1. [email protected] : Anissuzzaman : Anissuzzaman
  2. [email protected] : anjuman : anjuman
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : mujahid : mujahid
  5. [email protected] : Nayan Babu : Nayan Babu
  6. [email protected] : Rajowan : Rajowan
তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন দেখে লাভ নেই: কামরুল
সোমবার, ২৯ মে ২০২৩, ০২:৪৬ পূর্বাহ্ন

তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন দেখে লাভ নেই: কামরুল

  • পোস্ট হয়েছে : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক: বিএনপি নেতাদের উদ্দেশ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দিবাস্বপ্ন দেখে লাভ নেই, এটি আর ফিরে আসবে না।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীতে ১৪ দল আয়োজিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের আলোচনায় এ কথা বলেন তিনি।

বিরোধীদলের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আলোচনা নয় বলেও অভিমত ব্যক্ত করেন আওয়ামী লীগ নেতা।

বিএনপিকে উদ্দেশ করে কামরুল ইসলাম বলেন, যারা এদেশের সংবিধান মানে না, নির্বাচন কমিশন মানে না; তারা একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করার জন্য অগ্রসর হচ্ছে। আজকে তারা বাক সন্ত্রাস করছে, ভবিষ্যতে তারা আবার আগুন সন্ত্রাস ও প্রকৃত সন্ত্রাসের দিকে ধাবিত হচ্ছে। তাই আসুন এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি।

তিনি বলেন, আমাদের একটাই কথা নতুন প্রজন্ম যারা এখানে আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। বাংলাদেশে কোনোভাবেই সংবিধান বহির্ভূতভাবে নির্বাচন হবে না, তত্ত্বাবধায়ক সরকার হবে না। নির্বাচন হবে; আর নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্বাচন হবে এবং একটি সুষ্ঠু নির্বাচন আর নির্বাচন কমিশন সেটা আমাদের উপহার দেবে। সরকার কোনোভাবেই নির্বাচন কমিশনের ওপর প্রভাব বিস্তার করবে না বলে জানিয়ে কামরুল ইসলাম বলেন, যারা ক্ষমতায় আসার জন্য স্বপ্ন দেখছেন, তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখছেন এবং ভাবছেন তত্ত্বাবধায়ক সরকার আপনাদের (বিএনপি নেতা) ক্ষমতায় বসিয়ে দেবে, তাদের বলছি, এই স্বপ্ন-দিবাস্বপ্ন আর দেখবেন না। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার আর কোনো সম্ভবনা নেই। এক চুলও সংবিধানের বাইরে যাওয়ার প্রশ্নই আসে না। নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হতে পারে, অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হতে পারে, তবে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নয়।

বিজনেস আওয়ার/৩০ মার্চ, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ