1. [email protected] : Anissuzzaman : Anissuzzaman
  2. [email protected] : anjuman : anjuman
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : mujahid : mujahid
  5. [email protected] : Nayan Babu : Nayan Babu
  6. [email protected] : Rajowan : Rajowan
আমাদের রুচির দুর্ভিক্ষ চলছে
সোমবার, ২৯ মে ২০২৩, ০২:২২ পূর্বাহ্ন

আমাদের রুচির দুর্ভিক্ষ চলছে

  • পোস্ট হয়েছে : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
print sharing button

বিনোদন ডেস্ক : কিংবদন্তি অভিনেতা ও নাট্যজন মামুনুর রশীদ দেশের সংস্কৃতি ও শিল্প অঙ্গনের করুণ অবস্থার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, ‘আমাদের রুচির দুর্ভিক্ষ চলছে।’ উদাহরণ টানতে গিয়ে হিরো আলমের নাম উল্লেখ করেন এই গুণী অভিনেতা। তার এই মন্তব্যে নাট্য ও সিনেমা অঙ্গনের অধিকাংশ মানুষ একাত্মতা প্রকাশ করেছেন। তবে বিপক্ষেও ব্যাখ্যা দিচ্ছেন অনেকে।

নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী ‘রুচির দুর্ভিক্ষ’ কথাটিতে সমর্থন দিলেও আপত্তি জানিয়েছেন একজন ব্যক্তির নাম প্রকাশ করায়।

ওমর সানী এ প্রসঙ্গে রাইজিংবিডিকে বলেন, আমাদের রুচির দুর্ভিক্ষ চলছে এটা সত্য। মামুনুর রশীদ স্যারের তুলনা নেই। বাংলাদেশে স্বর্ণাক্ষরে তার নাম লেখা থাকবে। স্যার যে দুর্ভিক্ষের কথা বলেছেন তা সকল সেক্টরেই আছে। পারটিকুলার ওর (হিরো আলম) নাম বলার তো দরকার নেই। আর যদি বলতেই হয় তাহলে সবার নাম বলেন আপনি।

মামুনুর রশীদের বিশ্লেষণের প্রসংশা করে এই চিত্রনায়ক বলেন, স্যার পরে যেটা বিশ্লেষণ করেছেন সুন্দর বলেছেন। আমাদের এই দুর্ভিক্ষ থেরে বেরিয়ে আসা উচিৎ। তবে একজনের নাম বলা উচিৎ হয়নি।

বিজনেস আওয়ার/৩০ মার্চ, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ