1. [email protected] : Anissuzzaman : Anissuzzaman
  2. [email protected] : anjuman : anjuman
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : mujahid : mujahid
  5. [email protected] : Nayan Babu : Nayan Babu
  6. [email protected] : Rajowan : Rajowan
প্রথম দিনেই দসরার দারুণ সাড়া
সোমবার, ২৯ মে ২০২৩, ০২:১৩ পূর্বাহ্ন

প্রথম দিনেই দসরার দারুণ সাড়া

  • পোস্ট হয়েছে : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : নানি ও কীর্তি সুরেশ অভিনীত সিনেমা দসরা। গতকাল বৃহস্পতিবার এটি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। তেলেগু ভাষার এ সিনেমা মুক্তির প্রথম দিনে বক্ষ অফিসে দারুণ সাড়া ফেলেছে। শ্রীকান্ত ওডেলা পরিচালিত এ সিনেমার ভূয়সী প্রশংসা করছেন দর্শকরা।

ইন্ডিয়া টিভি জানায়, মুক্তির প্রথম দিনে অপ্রতিরোধ্য নানির দসরা। দর্শক চাহিদার কারণে ভোর ৫টা থেকে শো শুরু হয়। স্থানীয় গল্প নিয়ে সিনেমার কাহিনি এগিয়েছে। তা ছাড়া অ্যাকশনে ভরপুর সিনেমাটি দর্শকদের মন কেড়েছে। বক্স অফিসে ভালো করেছে এটি। নানির ক্যারিয়ারে সবচেয়ে সেরা ওপেনিং সিনেমা এটি।

বলি মুভি রিভিউ ডটকম জানিয়েছে, দসরা সিনেমাটি শুধু ভারতে আয় করেছে ২৬ কোটি রুপি। আর বিশ্বব্যাপী এর আয় দাঁড়িয়েছে ৩৮ কোটি রুপি। চলতি বছরে তেলেগু ভাষার ১০টি সিনেমা মুক্তি পেয়েছে। বিশ্বব্যাপী আয়ের দিক থেকে দসরার অবস্থান তৃতীয়। অ্যাকশন-থ্রিলার ঘরানার দসরা সিনেমায় দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন নানি-কীর্তি। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন- প্রকাশ রাজ, রাজেন্দ্র প্রসাদ, রোশান ম্যাথিউ, সাই কুমার, পুর্ণা প্রমুখ। বড় বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন শুদ্ধকর চেরুকুরি।

বিজনেস আওয়ার/৩১ মার্চ, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ