ঢাকা , সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ফিল্ডিংয়ে দিল্লি, জায়গা হয়নি মুস্তাফিজের

  • পোস্ট হয়েছে : ০৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
  • 4

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে দিল্লি ক্ল্যাপিটলাস। লক্ষ্মৌ সুপার জায়ান্টসের বিপক্ষে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডেভিড ওয়ার্নার। দিল্লির একাদশে জায়গা হয়নি মুস্তাফিজুর রহমানের।

গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষেই ঢাকায় চলে আসেন মুস্তাফিজ। যদিও তিনি সেই ম্যাচের একাদশে ছিলেন না। এরপর আজ সকালে চার্টার্ড বিমানে ভারতের উদ্দেশে দেশ ছাড়েন এই পেসার।

আজ দুপুরে দলের সঙ্গে যোগ দিয়েছেন মুস্তাফিজ। তবে অনুশীলনের তেমন একটা সুযোগ পাননি। তার ভ্রমণ ক্লান্তির পাশাপাশি দলের সঙ্গে মানিয়ে নেয়া সবমিলিয়ে হয়তোবা এই ম্যাচে তার খেলার খুব বেশি সম্ভাবনাও ছিল না।

এদিকে সাকিব-লিটন কলকাতা নাইট রাইডার্সে কবে নাগাদ যোগ দেবেন সেটি এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বাংলাদেশের টেস্ট ম্যাচ শেষ হলেই ভারতের বিমান ধরবেন তারা।

আইরিশদের বিপক্ষে শেষ ম্যাচের পর বিসিবি সভাপতি জানিয়েছেন, সাকিব-লিটনকে এখনও ছাড়পত্র দেওয়া হয়নি। আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্ট শেষ হলেই তারা আইপিএল খেলতে যেতে পারবেন বলে জানান নাজমুল হাসান পাপন।

বিজনেস আওয়ার/১ এপ্রিল, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ফিল্ডিংয়ে দিল্লি, জায়গা হয়নি মুস্তাফিজের

পোস্ট হয়েছে : ০৮:৫১ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে দিল্লি ক্ল্যাপিটলাস। লক্ষ্মৌ সুপার জায়ান্টসের বিপক্ষে টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডেভিড ওয়ার্নার। দিল্লির একাদশে জায়গা হয়নি মুস্তাফিজুর রহমানের।

গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষেই ঢাকায় চলে আসেন মুস্তাফিজ। যদিও তিনি সেই ম্যাচের একাদশে ছিলেন না। এরপর আজ সকালে চার্টার্ড বিমানে ভারতের উদ্দেশে দেশ ছাড়েন এই পেসার।

আজ দুপুরে দলের সঙ্গে যোগ দিয়েছেন মুস্তাফিজ। তবে অনুশীলনের তেমন একটা সুযোগ পাননি। তার ভ্রমণ ক্লান্তির পাশাপাশি দলের সঙ্গে মানিয়ে নেয়া সবমিলিয়ে হয়তোবা এই ম্যাচে তার খেলার খুব বেশি সম্ভাবনাও ছিল না।

এদিকে সাকিব-লিটন কলকাতা নাইট রাইডার্সে কবে নাগাদ যোগ দেবেন সেটি এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে বাংলাদেশের টেস্ট ম্যাচ শেষ হলেই ভারতের বিমান ধরবেন তারা।

আইরিশদের বিপক্ষে শেষ ম্যাচের পর বিসিবি সভাপতি জানিয়েছেন, সাকিব-লিটনকে এখনও ছাড়পত্র দেওয়া হয়নি। আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্ট শেষ হলেই তারা আইপিএল খেলতে যেতে পারবেন বলে জানান নাজমুল হাসান পাপন।

বিজনেস আওয়ার/১ এপ্রিল, ২০২৩/এস এম

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: